1 কাঠা সমান কত শতক/শতাংশ

রাস্তায় চলার পথে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেখতে পাই যেখানে লেখা থাকে জমি বিক্রি করা হবে জমির পরিমাণ ৩ কাঠা। আবার কোথাও কোথাও লেখা থাকে জমির পরিমাণ __ শতাংশ। তো জমির পরিমাণ কোথাও কোথাও কাঁঠা লেখা দেখে অথবা কোথাও কোথাও শতাংশ লেখা দেখে আমরা অনেকেই কনফিউজড হয়ে পড়ি। কনফিউজড হওয়ার কারণ হলো জমে আসলে কাঠাতে পরিমাপ করা হয় নাকি শতাংশে পরিমাপ করা হয় সে বিষয়ে আমরা অনেকেই খুব ভালো ধারণা রাখি না।

ঠিক একইভাবে কাটা ও শতাংশের মধ্যে কোন সম্পর্ক আছে কিনা এবং সম্পর্ক থাকলে সেই সম্পর্কটা কি তা অনেকেই জানিনা। এই তথ্যগুলো সাধারণত আমাদের সামনে কখনো সেভাবে আসে না আবার কাউকে সেভাবে জিজ্ঞেস করার মত পরিস্থিতি তৈরি হয় না যে আমরা সঠিক তথ্য জেনে নিতে পারবো। তবে আপনারা যারা অনেকদিন থেকেই এ বিষয়গুলো নিয়ে দ্বিধার মধ্যে রয়েছেন তাদের জন্য আমরা একদম সঠিক তথ্য নিয়ে হাজির হলাম নতুন একটি আর্টিকেলে।

এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের কাছে কাঠা ও শতাংশের হিসাব একবারে পরিষ্কার ভাবে তুলে ধরবো। তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে জমি পরিমাপের এই হিসেবগুলো সম্বন্ধে স্পষ্ট ধারণা পেতে চাইছেন তারা নিশ্চয়ই আমাদের সাথে শেষ পর্যন্ত থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিবেন যা বাস্তব জীবনে আপনাকে এগিয়ে থাকতে সাহায্য করবে।

জমি পরিমাপের বিভিন্ন এককের নাম আমরা শুনেছি। শুধুমাত্র কাঠা কিংবা শতাংশই নয় এর পাশাপাশি আমরা একর, বিঘা, হেক্টরের সাথে পরিচিত। যদিও এগুলোর মধ্যকার সম্পর্ক আমাদের অনেকেরই জানা নেই কিন্তু এই শব্দগুলো আমরা অনেকবার শুনেছি। বিভিন্ন লেখায় এ ধরনের শব্দগুলো বেশ ব্যবহার করা হয় কিন্তু আমরা অনেকেই জানিনা যে এক একর জমি আসলে কতটুকু হয়। তবে এগুলোর মধ্যে সম্পর্ক কি তা যদি আমরা জেনে নিতে পারি তাহলে খুব সহজেই আমরা অনুমান করতে পারব ঠিক কতটুকু জমির কথা বলা হচ্ছে। তবে আমরা আজ কাঠা ও শতাংশের মধ্যকার সম্পর্কটি খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখা যাক কাঁঠা শতাংশের মধ্যকার সম্পর্ক কি।

1 কাঠা = 1.65 শতাংশ। সুতরাং এখান থেকে আপনার বুঝতে পারছেন যে কাঠার পরিমাণ শতাংশের চেয়ে একটু বেশি। কোথাও যদি আপনি শোনেন যে এখানে এক কাঠা জমি রয়েছে তাহলে বুঝে নিবেন সে জমির পরিমাণ 1.65 শতাংশ। একই তথ্যের ভিত্তিতে আমরা বড় কোন জমির ও পরিমাপ করে ফেলতে পারব। যেমন ধরুন কোথাও যদি বলা হয় এখানে এক বিঘা জমি রয়েছে। তাহলে খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি সেখানে কত শতাংশ জমি রয়েছে। এক্ষেত্রে কয়েকটি উপায় আমরা কাজ সম্পন্ন করতে পারি যার মধ্যে একটি হলেও আমরা বিঘা থেকে কাঠায় রূপান্তর করতে পারি এরপর কাঠা থেকে শতাংশে। এই পদ্ধতিটি আপনাদের কাছে এখন বেশ সহজ হয়ে যেতে পারে কারণ আমাদের কাছে একটি সূত্র রয়েছে। অথচ এই সহজ সূত্রটি এতদিন আমাদের কাছে বেশ জটিল মনে হতো।

আমাদের এই আর্টিকেলটি পড়ার পর আপনাদের মনে হতে পারে ,এত বেশ সোজা। তবে এখন সহজ মনে হলেও পরবর্তীতে যখন আপনি পুনরায় ভুলে যাবেন এই দুইটি এককের মধ্যে সম্পর্ক কি তখন আবার জমির পরিমাপ বোঝা আপনার জন্য অনেক কঠিন হয়ে পড়বে। তাই প্রথম দিকে মনে রাখার জন্য হলেও এই তথ্যটি খুব ভালোভাবে সংরক্ষণ করুন। আপনার মত যদি আরও কেউ এই সমস্যার মধ্যে পড়ে থাকে তাহলে তার সাথে বিষয়টি শেয়ার করুন যেন তার কাছেও মনে হয় বিষয়টি খুবই সহজ। পরবর্তী কোন লেখায় আমরা জমি পরিমাপের অন্যান্য একক গুলো নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব।

Leave a Comment