কত গ্রামে এক লিটার

আমরা যদি বাজার থেকে বর্তমান সময়ে তেল কিনি তাহলে আমাদের খুব কম দোকানেই লিটার আকারে প্রদান করা হয়। যদিও আগেকার দিনে ২০০ গ্রাম অথবা ৫০০ গ্রামের তেল মাপার জন্য বিশেষ ধরনের পরিমাপক ব্যবহার করা হতো কিন্তু বর্তমান সময়ে কারেন্টের চার্জারে ব্যবহারকৃত দাঁড়িপাল্লার মাধ্যমে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পরিমাপ করা সম্ভব হচ্ছে। তবে আপনারা এটা শুনে থাকবেন যে বর্তমান সময়ে যে তেলের পরিমাপ দেওয়া হয় অর্থাৎ বিশেষ করে ভোজ্য তেল তা কেজি আকারে বিক্রি করা হয়। আর এই কেজির হিসাব যখন আপনাদের মনে আসবে তখন কত গ্রামে এক লিটার হয়ে থাকে অথবা এক কেজি তেল কত লিটার হয়ে থাকে সে প্রসঙ্গে আপনার জানার আগ্রহ হতে পারে।

তাই আপনাদের উদ্দেশ্যে কত গ্রামে এক লিটার তেল হয়ে থাকে সে প্রসঙ্গে যদি জানিয়ে দিতে পারে তাহলে সে অনুযায়ী আপনারা বাজার থেকে তেল কিনতে পারবেন অথবা দোকানদারেরও আপনাদেরকে সেই অনুযায়ী তেল দিতে পারবে। সাধারণত আপনি যদি দোকানে গিয়ে তেল কিনে থাকেন তাহলে আপনি কত কেজি তেল কিনতে চান এটাই আপনাকে বর্তমান সময়ে জিজ্ঞেস করা হবে। যেহেতু তেল আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস এবং তেল ব্যতীত রান্না করা সম্ভব হয় না সেহেতু আপনারা এই তেল কেনার ক্ষেত্রে কেজি আকারে যদি কেনেন তাহলে লিটারের চাইতে কিছুটা হলেও বেশি পাবেন।

কারণ লিটারের হিসাব এবং কেজির হিসাব এর মধ্যে পার্থক্য রয়েছে এবং লিটারের চাইতে কেজির পরিমাপ বেশি। তবে আপনি যদি লিটার আকারে নিতে চান তাও আপনাকে দোকানদার প্রদান করবে এবং এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অভিমতের উপর নির্ভর করে আপনি যেভাবে তেল চাইবেন ঠিক সেভাবে আপনাকে তেল প্রদান করবে। কিন্তু জ্বালানি তেলের ক্ষেত্রে আপনাকে কেজি আকারে প্রদান না করে লিটার আকারে প্রদান করবে এবং তেল পাম্প থেকে যদি তেল কিনে থাকেন তাহলে কত লিটার তেল কিনতে চান জিজ্ঞাসা করা হবে।

তাই আপনার মনের ভেতরে যখন এই প্রশ্ন জেগেছে তখন অবশ্যই আমরা আপনাদেরকে কত কেজিতে এক লিটার হয় অথবা কত গ্রামে এক লিটার হয় এ প্রসঙ্গে ধারণা প্রদান করব যাতে করে সঠিক প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। কারণ আমাদেরকে দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয়ে ধারণা অর্জন করতে হয় এবং সে অনুযায়ী যদি আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের মনোনিবেশ করতে পারি তাহলে সঠিকভাবে প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারি ও বুঝতে পারি। তাই কত গ্রামে এক লিটার তেল হয় এ প্রসঙ্গে জানিয়ে দিতে পারলে আশা করি আপনারা তেল কেনার ক্ষেত্রে সচেতন ভূমিকা পালন করতে পারবেন।

১ লিটার তেল=কত গ্রাম

আপনি যদি বাজার থেকে এক লিটার তেল কিনেন তাহলে সেটা কেজি আকারে অথবা গ্রামের আকারে যদি প্রকাশ করা যায় তাহলে কতটুকু তেল দেয় তা জানিয়ে দেব। আমাদের ধারনা অনুযায়ী অথবা ছোট কালের শিক্ষা অনুযায়ী আমরা এটা জানি যে এক হাজার মিলিলিটারে এক লিটার তেল হয়ে থাকে। কিন্তু আপনি যখন গ্রামের হিসেবে এই তেলের পরিমাপ করতে চাইবেন তখন দেখবেন যে গ্রাম অনুযায়ী তেল পরিমাপ করতে গেলে ১ লিটার তেলে এক হাজার গ্রাম তেল হবে না । ৯৫০+ গ্রাম তেল সমান ১ লিটার তেল হবে এবং এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো।

১ লিটার তেল=কত কেজি

আপনি যখন এক লিটার তেল সমান কত কেজি তেল হবে তা জানতে এসেছেন তখন অবশ্যই সঠিকভাবে আপনাদেরকে তা জানিয়ে দেওয়া হবে। আপনারা যদি লিটার হিসাব জানতে চান তাহলে ১ লিটার তেল যদি পরিমাপ করেন তাহলে কেজি হিসাবে সেটা ০.৯৫ কেজি তেল হবে। অর্থাৎ আমরা যদি ১ লিটার তেল কিনি তাহলে তা ৯৫০ গ্রাম তেল হবে অথবা কেজি হিসেবে ০.৯৫ কেজি তেল হবে। অর্থাৎ কেজি ও লিটারের মধ্যে মোট পার্থক্য হলো ৫০ গ্রাম তেল।

১ লিটার পেট্রোল সমান কত গ্রাম

আপনি যদি পেট্রোল পাম্প থেকে তেল কিনে থাকেন তাহলে আপনাকে লিটার আকারে প্রদান করা হবে অথবা আপনি যেখান থেকে তেল কিনুন না কেন আপনাকে অবশ্যই সেটা লিটার অনুযায়ী পরিমাপ করে দিয়ে দেওয়া হবে। যদি আপনি লিটার ও গ্রামের মধ্যে হিসাব অনুযায়ী সেই তথ্য জানতে চান তাহলে এক লিটার তেল সমান 950 গ্রাম তেল হবে। অর্থাৎ তেলের ঘনত্বের উপর নয় বরং সঠিক পরিমাপ অনুযায়ী আমরা আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করলাম।

Leave a Comment