আজকে আমারা আলোচনা করতে যাচ্ছি বাবাকে নিয়ে কবিতা সম্পর্কে।প্রতিটা সন্তানের কাছে তার বাবা অনেক প্রিয়।আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাবা নিয়ে কবিতা খুঁজে থাকেন। আপনারা যারা বাবা সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
আমরা আমাদের পোস্টে বাবাকে নিয়ে সেরা কিছু কবিতা দেয়ার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন কবি সাহিত্যিকের কবিতার বই থেকে বাবা সম্পর্কে এই কবিতাগুলো সংগ্রহ করেছি আশা করি বাবা নিয়ে কবিতা গুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
বাবা নিয়ে কবিতা
আমরা সবাই কবিতা পড়তে অনেক ভালোবাসি। কেউ বাবা-মা, ভাই বোন, আত্মীয়-স্বজন, আবার কেউ প্রেমিক-প্রেমিকাকে নিয়ে লেখা কবিতা গুলো পড়তে বেশি পছন্দ করি। অনেকেই আছে যারা বাবা নিয়ে কবিতা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে। তারা চাইলেই আমাদের ওয়েবসাইট থেকে বাঁধা নিয়ে কবিতা গুলো কপি করে তাদের সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন।
● আল্লাহ যখন বেশী খুশি হন তখনি কন্যা সন্তান দান করেন আলহামদুলিল্লাহ।
● আমাদের সমাজটা বড়ই অদ্ভুত গর্ভে কন্যা সন্তান চায় না। কিন্তু ছেলের বিয়ের জন্য সুন্দরী মেয়ে চায়।
● মেয়ে সন্তান আল্লাহর দেওয়া একটা নিয়ামত।
● কন্যা সন্তান আল্লাহর দান যার একটি কন্যা সন্তান হবে সে একটি জান্নাত পাবে।
● কন্যা সন্তান পরিবারের বোঝা নয় বরং বংশের আলো।
● কন্যা সন্তান মা-বাবার জন্য যে সুসংবাদ নিয়ে আসে।
● কন্যা সন্তানের আগমন কি সত্যিই সুসংবাদ প্রথম সন্তান মেয়ে হলে বয়ে আনে সৌভাগ্য।
● কন্যা সন্তান ৩টি পুরস্কার নিয়ে দুনিয়াতে আসে | কন্যা সন্তান আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত।
● মেয়ে সন্তান যে ঘরে আসে কন্যা সন্তান তিনটি পুরস্কার নিয়ে দুনিয়াতে আসেন। কন্যা সন্তানের বাবা-মা হওয়া পরম সওয়াব ও সৌভাগ্যের।
● নিঃসন্দেহে ‘কন্যা সন্তান’ বাবাদের জন্য। আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার।
● কন্যা সন্তান সবার হয় না যার হয় সে পৃথিবীর ভাগ্যবান পিতা কন্যা সন্তান আল্লাহর দেওয়া সেরা উপহার।
● যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, সেখানে সর্বদা সৌভাগ্য বিরাজ করে।
● একজন কন্যা তার পিতার হৃদয়ে বাস করে এবং মায়ের সত্যিকারের বন্ধু হয়ে ওঠে।
● কন্যা সন্তান ছাড়া প্রতিটি ঘরই অপূর্ণ।
বাবা নিয়ে কষ্টের কবিতা
এই পৃথিবীতে যার বাবা বেঁচে নেই সেই একমাত্র বুঝে বাবা হারানোর কি কষ্ট। সন্তানদের বটবৃক্ষের মতো আগলে রাখে একজন বাবা। যে সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে নেই, তার এই পৃথিবীতে বেঁচে থাকার অনেক চ্যালেঞ্জিং। তাই যারা বাবা নিয়ে কষ্টের কবিতা গুলো দেখতে চান। আপনাদের কথা চিন্তা করে এই মুহূর্তে আমরা বাবাকে নিয়ে কষ্টের কবিতা গুলো প্রকাশ করলাম।
বাবাকে নিয়ে অসাধারন একটি কবিতা
আপনারা যারা বাবাকে নিয়ে অসাধারণ কিছু কবিতাগুলো দেখতে চান। এ মুহূর্তে আমরা বাবাকে নিয়ে অসাধারণ কিছু কবিতা নিচে শেয়ার করব সেগুলো আপনার সংগ্রহ করে আপনার বাবাকে শুভেচ্ছা জানাতে পারেন। আশা করি আপনার এই কবিতা টি বাবারা যদি সন্তানদের কাছে থেকে পাই তারা অনেক খুশি হবে।
বাবা তুমি
📝 সুকান্ত দাস
আজও সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে
তাই আজও বাবার সাথে দেখা হয়নি
কতকাল দেখা হয়না
আমাদের চোখে চোখে কথা নেই কয়েক শতাব্দী
যখন মাঝরাতে ঘুম ভেঙ্গে উঠে বাবাকে দেখতে যায়
দেখতে পাই একজোড়া জীর্ণ ছেঁড়া সেলাইকরা চটি
ছেঁড়া কাপড়ের তৈরি বালিশে মাথা রেখে শুয়ে থাকা বাবার ঘুমন্ত মুখটা দেখলে
মনে হয় দুঃখ যেন দুঃখের সন্ন্যাসিনী
বাবার বুকের ব্যথাটা খুব বেড়েছে
হাঁপানির টান আছে, শ্বাসকষ্ট হয়
শহরের কোনো নাম করা ডাক্তারকে দেখাতে পারলে হত
কিন্তু কত খরচা পড়বে কে জানে !
আমার শরীর খারাপ হলে বাবাকে দেখেছি দিশাহীন জলে উপচে পড়ে দুচোখ
আমাকে ভুল বুঝোনা বাবা,
আমার তো তোমার মতো বুকে আগুন নেই
অকুলানের সংসারে কুলিয়ে দেবার দাম্ভিকতা নেই
প্রিয় বাবা নিয়ে কবিতা
পতিতা বাবা মা তার সন্তানের কাছে অনেক প্রিয়। তাই বেশিরভাগ মানুষ তার বাবাকে নিয়ে কবিতা পড়তে অনেক পছন্দ করে। আমরা এই মুহূর্তে প্রিয় বাবাকে নিয়ে কিছু কবিতা শেয়ার করতে চলেছি। যে কবিতাগুলো ছোট বড় সবার অনেক পছন্দ হবে।
আমার প্রিয় বাবা
📝 মাহ্ফুজা নাহার তুলি
আমার বাবা আমার কাছে খুবই প্রিয়জন
হৃদয় মাঝে বাবা হলো বড় আপনজন ।
বাবা মানে মাথার ওপর শীতল কমল ছায়া,
বুকের মাঝে লুকিয়ে রাখে আদর আর মায়া ।
বাবা আমায় দেখাত যে সত্য পথের আলো
বাবা আমায় বুঝিয়ে দিতো মন্দ আর ভালো ।
দেখলে বিপদ ঝাপিয়ে পরে আমার প্রিয় বাবা
আসুক যত ঝড় বাদল কিংবা কালো থাবা ।
আজ তুমি নেই তবু আছো এই না গহীন মনে
তোমার কথা মনে করে অশ্রু চোখের কোনে ।
খুব সকালে ঘুম ভাঙ্গাতে আদর করে মাথায়
সেগুলো তো সৃতি শুধু এখন মনের পাতায় ।
আজও আমার মনে পরে হাতটি তোমার ধরে
ঘর ছেড়ে বেরিয়ে যেতাম কত শত ভোরে ।
তোমার শাসন তোমার বারণ তোমার ভালবাসা
পাইনা খুঁজে হাতরে বেড়ায় মনে হতাশা ।
শুনি না তো বাবা তোমার সেই না দরাজ গলা
দেখি না তো বাবা তোমার সেই না ছুটে চলা ।
এখন আমি খুজি তোমায় ওই আকাশের তারায়
দিন হলে ভাঙ্গি আবার রাত্রি হলে গড়াই ।
আজ অবেলায় ছুটে আসি মন নদীটির কূলে
অশ্রু চোখে তোমার ছবি ওঠে শুধু দুলে ।
হইনি বলা যে কথাটি আজ শুনে নাও বাবা
ভালবাসি তোমায় আমি,আমার প্রিয় বাবা ।
পরিশেষে বলতে চাই আমাদের সকলের উচিত আমাদের বাবা মাকে সম্মান করা, তারা যেমন আমাদের ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছে। আমাদেরও উচিত তাদের বার্ধক্যের সময় তাদের পাশে থাকা। আমরা সব সময় চেষ্টা করব তাদের সাথে হাসিমুখে কথা বলার। তাদের কথামতো চলার।