আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো মাথা। বিভিন্ন সংগঠনের বিভিন্ন ধরনের কার্যালয় থাকে এবং সকল কার্যালয়ের একটি প্রধান কার্যালয় থাকে। প্রধান কার্যালয় যখন সমস্যা হয় তখন অন্যান্য কার্যালয় গুলো অনেকটাই সমস্যায় ভোগে বা প্রধান কার্যালয় যদি উঠে যায় তাহলে এই আঞ্চলিক কার্যালয়গুলোর আর কোন কাজ থাকে না বা তারাও নষ্ট হয়ে যায়। তেমনি ভাবে আমাদের শরীরের যেহেতু প্রধান অংশ হল মাথা এবং প্রধান কার্যালয় মাথা তাই মাথায় কোন ধরনের রোগ দেখা দিলে শরীরের অন্য কোন
অংশের আর ভালো লাগেনা। যেকোনো কারণে মাথাব্যথা হতে পারে। আর মাথা ব্যথা হলে অনেকটাই অস্বস্তিতে থাকতে হয় অন্য কোন কিছুই আর ভালো লাগেনা। জ্বর সর্দি মাইগ্রেন ইত্যাদি নানা কারণে মাথাব্যথা হয়ে থাকে। তবে স্বাভাবিক কারণে অর্থাৎ রোদ গরম বা বৃষ্টিতে ভিজলে দেখা যাচ্ছে যে মাথা ব্যথা হতে পারে। অথবা শারীরিক অন্যান্য কোন অনিয়মের ক্ষেত্রেও মাথাব্যথা হয়। তাই মাথা ব্যথা যে কোন মানুষের যদিও স্বাভাবিক একটি রোগ বা কারণ তারপরেও এটির কারণে অনেক অস্বস্তি হয় আমাদের সমস্ত শরীরে।
মাথা ব্যথার কারণ
আমরা আগেই বলেছি যে বিভিন্ন কারণে মাথাব্যথা হতে পারে। বিশেষ করে শরীরের কোন ধরনের অনিয়ম ঘটলে বা প্রচন্ড গরম অথবা প্রচন্ড রোদে ঘুরলে প্রচন্ড ঠান্ডার কারণেও মাথা ব্যথা হয়ে থাকে। এই মাথা ব্যথা গুলো হলো একেবারে শরীরের সাধারণ রোগ বা ব্যাধি। এছাড়াও আপনাদের মাথাব্যথা হতে পারে চোখের কারণে কারণ চোখের দৃষ্টি শক্তি যদি কমে যায় পাখি না হয়ে আসে তাহলে জোর করে কোন কিছু দেখলে আমাদের মাথা ব্যথা হতে পারে। এছাড়া জ্বর সর্দি ইত্যাদির কারণেও মাথাব্যথা হয়।
তাই অন্যান্য রোগের উপসর্গ হিসেবেও মাথাব্যথা দেখা দিতে পারে। মাথা ব্যথা হলেই বুঝতে হবে যে এটি অন্য কোন কারণে শরীরের অনিয়ম হয়েছে এবং যার দরুন শরীর বা মাথা সেটা জানান দিয়ে দিচ্ছে। কোন খাবার যদি আমরা খেয়ে থাকি অনিয়ম করে অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা অথবা অন্য কোন খাবার তাতেও মাথা ব্যথা হতে পারে। তাই মাথা ব্যথা বলতে যে রোগটি বোঝায় সেটি স্বাভাবিক হলেও অত্যন্ত কষ্টকর এই মাথাব্যথা কে সামলানো। তাই মাথা ব্যথা হলে অবশ্যই আমাদের ঔষধ সেবন করতে হয়। এবং মাথা ব্যথা হলে কোন ঔষধ সেবন করবে সেই বিষয়গুলি এখন আমরা এখানে দেখব।
তীব্র মাথাব্যথা
মাথাব্যথা দুই ধরনের হতে পারে একটি সাধারণ মাথা ব্যাথা এবং অপরটি তীব্র মাথাব্যথা। সাধারণ মাথাব্যথা যদি হয়ে থাকে তখন আমরা সেটি অল্পতেই কাটিয়ে উঠতে পারি হয়তো কখনো কখনো কোনো ঔষধ না সেবন করেও এই বিভিন্ন ধরনের মলম বা বাম জাতীয় মলমগুলো লাগিয়ে সামান্য মাথাব্যথা কাটিয়ে উঠতে পারি। কিন্তু যখন তীব্র মাথাব্যথা হয়ে থাকে তখন আমাদের অনেক অস্বস্তিতে পড়তে হয় এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ঘুরে বেড়ানো বা উঠে বসে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তাই তীব্র মাথা ব্যাথা হলে অনেকেই শুয়ে বসে সময় কাটায় এবং অত্যন্ত যন্ত্রণায় পাথর হয়ে পড়ে। তাই তীব্র মাথাব্যথা অবশ্যই অনেকটাই খারাপ বিষয়।
তীব্র মাথা ব্যথার ঔষধ
আপনার যদি তীব্র মাথা ব্যাথা হয় তাহলে অবশ্যই ঔষধ সেবন করতে হবে। সাধারণত আমরা তীব্র মাথাব্যথা বা মাথা ব্যথার কারণে কখনো চিকিৎসকের কাছে যাই না। কিন্তু আমাদের উচিত হবে যে মাথা ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া কারণ কেন মাথা ব্যথা হচ্ছে সে বিষয়টি অবশ্যই জানা। এখন আমরা দেখি যে তীব্র মাথা ব্যাথা হলে কোন ওষুধটি সেবন করলে আমাদের মাথা ব্যথা চলে যাবে এবং স্বস্তি পাবো সেই বিষয়টি।
তীব্র মাথাব্যথা যদি হয় তাহলে আপনাকে এই ঔষধ গুলো সেবন করলে আপনার মাথা ব্যথা চলে যেতে পারে। Elipran 20mg Tablet মাইগ্রেন মাথাব্যাথার চিকিত্সা করতে ব্যবহৃত হয়। Elipran 20mg Tablet শুধুমাত্র যে মাথা ব্যাথা আগে থেকেই শুরু হয়েছে শুধুমাত্র সেই ধরনের মাথা ব্যাথাকে চিকিত্সা করতে ব্যবহৃত করা হয়। এটি মাথাব্যাথাকে আটকায় না বা অ্যাটাকের সংখ্যাকে হ্রাস করে না।