গরু কত দিন পর পর হিটে আসে

সাধারণত আপনারা যারা হিট শব্দটির অর্থ জানেন না তাদেরকে বলব যে গরু যখন গর্ভবতী হওয়ার পূর্ববর্তী লক্ষণ গুলো দেখায় অথবা যেটার মাধ্যমে তার শরীরের ভেতরে পরিবর্তন আসে সেটা কি হিট বলে। সাধারণত শরীর গরম হওয়া বলতে গেলে আমাদেরকে সেটা বুঝে নিতে হবে যে এটা বায়োলজিক্যাল একটা ব্যাপার। অর্থাৎ এটার উপরে নির্ভর করেই প্রাণীরা গর্ভে সন্তান ধারণ করে থাকে অথবা সেই বাচ্চা যখন গর্ভে চলে আসে তখন পূর্ববর্তী অবস্থাকেই আমরা হিট দিয়ে বিবেচনা করে থাকি। যেহেতু গরুর গর্ভ থেকে বাছুর হয়ে থাকে সেহেতু তার গর্ভাশয়ে সিমেন পৌঁছে দেওয়াটার কাজই হল হিট হওয়া।

তাই যারা গরুর লালন-পালন করে থাকেন তাদেরকে এই হিট হওয়া প্রসঙ্গে জানতে হবে। কোন ধরনের গরু কত দিনের ভেতরে হিট হতে পারে এটা যদি আমরা জেনে নিতে পারি তাহলে সে অনুযায়ী হিট হওয়ার সময় কালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের মাতৃত্ব নিশ্চিত করতে পারি। কারণ এই সময় যদি আমাদের লক্ষ্যে থাকে অথবা এই সময় সম্পর্কে যদি আমরা ধারণা অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারলে গরুর পেটে বাছুর জন্মগ্রহণ করতে পারবে।

তাই আপনারা যারা এই পোস্ট ভিজিট করার মাধ্যমে গরু কতদিন পর পর হিট হয় এই বিষয়ে জানতে এসেছেন তাদের উত্তর আমরা প্রদান করব। গরুদেরও ঋতুচক্রের বিষয়গুলো ঘটে থাকে এবং সেই বিষয়ের উপর নির্ভর করে আপনারা যদি তাদের হিটের হিসাবটা নির্ণয় করে থাকেন তাহলে আশা করি আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তাই সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা গরুর হিটের হিসাবটি বের করতে চাই তাহলে বলব যে প্রতি ১৮ থেকে ২৪ দিনের ভেতরে গরুর ঋতুচক্রের বিষয়টি ঘটে থাকে।

যখন গরু হিট হয় তখন অধিকাংশ সময় রাত হওয়ার কারণে অনেকেই বুঝতে পারেন না। তাছাড়া একটি গরু হিট হলে স্বাভাবিকভাবে তার শরীরের এই কর্মকাণ্ড 6 থেকে 18 ঘন্টা পর্যন্ত চলমান থাকে। যদি বুঝতে বুঝতেই তার শরীর থেকে হেঁটে চলে যায় তাহলে আপনাদেরকে পরবর্তী ঋতুচক্রের জন্য অপেক্ষা করতে হবে। আর যদি কোন প্রেক্ষিতে গরু বার বার হিট হয় অথবা হিট হওয়ার পরেও যদি পেটে বাছুর না হয়ে থাকে তাহলে সেই জন্য আপনাদেরকে ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে।

ফ্রিজিয়ান বকনা কত দিনে হিটে আসে

ফ্রিজিয়ান বকনা গরু কত দিনে হেঁটে আসে এ প্রসঙ্গে অনেকেই জানতে চান যারা বাণিজ্যিকভাবে গরুর ব্যবসা করে থাকেন। সাধারণত অনেকে আছেন যারা বাড়িতে অথবা খামার আকারে গরু পুষে থাকেন এবং তাদের লালন পালন করার মাধ্যমে জীবিকা নির্বাহের চেষ্টা করেন। বিশেষ করে যারা বড় গরু পালন করে থাকেন তাদের মধ্যে ফ্রিজিয়ান বকনা গরু অনেকেই পালন করেন। তাই ফ্রিজিয়ান বকনা গরু কত দিনে হেঁটে আসে এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা আপনাদেরকে বলতে চাই যে, এই গরু প্রাথমিক অবস্থায় অথবা প্রথমবারের মতো যখন বয়স ১৭ থেকে ২৪ মাস হবে তখন তারা হেটে আসবে। তাছাড়া প্রতি চার থেকে সাত সপ্তাহের ভেতরে তাদের ঋতুচক্র আবর্তিত হবে।

গরু বারবার হিটে আসার কারণ

স্বাভাবিকভাবে প্রত্যেকটা গরুর শরীরেই ঋতুচক্রের বিষয়টি স্বাভাবিকভাবে গড়তে থাকে এবং এটা নিয়ম অনুযায়ী হওয়ার কথা। কিন্তু কোন ধরনের ভুল হয়ে থাকলে তাদের শরীরের ভেতরে যদি কোন ধরনের গরম মিল পাওয়া যায় অথবা অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে কোন অসামানদের সাথে দেখা দেয় তাহলে গরু বারবার হেঁটে আসে। তাই এরকম ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা পশু বিশেষজ্ঞ অথবা পশু চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

গাভী হিটে আনার ইঞ্জেকশন

যদি বয়স হওয়ার পরেও গাভী হিটে না আসে তাহলে সেই অনুযায়ী ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করলেই তারা নির্দিষ্ট কিছু ওষুধ দিবে। তাছাড়া অনেক পশু চিকিৎসক রয়েছে যারা বাড়িতে গিয়ে এই সেবা প্রদান করে থাকে। সেই ক্ষেত্রে আপনারা গাভী যদি হিটে না আসে তাহলে তাদের পরামর্শ অনুযায়ী যদি ইনজেকশন দেওয়ার কথা বলে তাহলে তারাই এই ইনজেকশন প্রদান করতে পারবে। তাই গাভি হিটে আনার ইনজেকশন হিসেবে আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সেটা দিয়ে দিন।

Leave a Comment