তোতলামি দূর করার ঔষধ

তোতলামি বলতে সাধারণত যা বোঝায় তা হলো স্পষ্ট করে কথা বলতে না পারা। আমাদের সমাজে অনেকেই রয়েছে যাদের কথা অস্পষ্ট। এবং কথা বলার সময় অনেক ধরনের শব্দ আগে বের হয় অথবা ঠিকমতো কথা বলতে পারে না। আর এই ঠিকমত কথা বলতে না পারা কে সাধারণত তোতলামি বলে অভিহিত করা হয়। ছোট বাচ্চারা যখন কথা বলতে শেখে তারা অনেকটাই এরকম ধরনের তোতলামো করে কথা বলে। তখন তাদের তোতলাম অনেকটাই ভালো লাগে। কিন্তু বড় হওয়ার পরও যদি তোতলামি থাকে তখন সেই তোতলামো কি করে দূর

করা যায় সেই বিষয়টি আমাদের দেখে নিতে হয়। তাই আজকে আপনারা জানতে এসেছেন তোতলামি কিভাবে ভালো করা যায় বা তোতলামি ভালো করার ঔষধ কোনটি সেটি জানার জন্য। আমি ভালো করার জন্য অর্থাৎ যদি বয়স ছোট থাকতেই তোতলামি ধরা পড়ে তাহলে সেই তোতলামি বিভিন্নভাবে আমরা ভালো করতে পারি। এবং বিশেষ করে কন্ঠনালী এবং মানসিক বিষয়টি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তোতলামি ভালো করা যায়। তাই আজকে আপনারা এখান থেকে জেনে যাবেন তো তুমি ভালো করতে আসলে কোন ঔষধ খেতে হয়।

তোতলামি দূর করার ঔষধ

যদি তাদের শিশু অনেকটা বড় হয়ে তোতলামি থেকে যায় তখন অবশ্যই বাবা-মা চিন্তিত হয়ে পড়েন। কারণ আপনারা জানেন যখন কথা বলতে শেখে শিশুরা তখন কার্তিক তোতলামি মানুষ ভালো চোখেই নেয় এবং এ বিষয়টা সকলের থেকে যায়। তোতলামি করাটা শিশুদের যখন কথা বলে তখন সেটি স্বাভাবিক। কিন্তু অনেকটা বড় হয়ে যাওয়ার পর সেই তোতলামি আর ভালো লাগেনা বা সে তথ্য আমি দূর করার জন্য বাবা-মা অনেকটাই চিন্তিত হয়ে পড়েন।

তারা বিভিন্নভাবে চেষ্টা করতে থাকেন যে তাদের সন্তানকে কিভাবে তোতলামি দূর করা যায় সেই বিষয়ে। কারণ এটি অন্যান্য রোগের মত নয় যে শুধুমাত্র ডাক্তারের কাছে নিয়ে গেলে সেই তোতলামি দূর হয়ে যাবে। প্রথমে দূর করার জন্য অনেক ধরনের পন্থা অবলম্বন করতে হয়। সেই পন্থা গুলি কি কি তা আপনারা আজকে আমাদের এখান থেকেই জেনে নিতে পারবেন না আপনারা আমাদের এখান থেকে জানবেন বা বুঝে নিবেন অবশ্যই যে কিভাবে তোতলামি দূর করা যায়।

তোতলামি দূর করতে আপনাদের কোন কোন কাজগুলো করতে হবে। তবে সবকিছুই দূর করা সম্ভব। ১৫ বছরের আগে যদি বয়স থাকে তাহলে এমআরটি-র সহায়তায় এক গবেষণায় তোতলামির দের মস্তিষ্কের সামনের বাঁ দিকে খানিকটা পরিবর্তন বা মস্তিষ্ক অন্যরকম দেখা গিয়েছে। কথা না, গান গাওয়া তোতলামীদের মস্তিষ্কের সামনের বাঁ দিকের খানিকটা ঘাটতি রয়েছে। তবে গান গাওয়ার সময় সাধারণত বেশিরভাগ এরাই মস্তিষ্কের সামনের ডান দিকে অর্ধেক সচল হয়ে যায়।

সোজা কথা বলা যায় যে কথা বলতে মানুষের মস্তিষ্কের বাঁ দিক আর গান গাইতে ডান দিকের প্রয়োজন হয়। তাই গানের মধ্যে দিয়ে তোতলাদের মস্তিষ্কের দু দিকের মধ্যে একটা সমন্বয় আনার চেষ্টা করা হয়। জেনেটি কেউ হতে পারে তোতলামির কারণ। আবার স্নায়বিক বা মানসিক কারণ হতে পারে। তাই আপনারা তো আমি দূর করার জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। অর্থাৎ শিশু যখন তোতলায় তখন তাকে বারবার বিষয়টি ধরিয়ে দেওয়া, তাকে থামিয়ে দেওয়া কিংবা একবার উচ্চারণ করা কথার পুনরাবৃত্তি করার জন্য চাপ দেওয়া ঠিক নয়।

বরং ধৈর্য ধরে সম্পূর্ণ বাক্য শুনুন এবং চোখে চোখ রেখে কথা বলতে উৎসাহিত করুন। তাকে প্রতিটি আওয়াজ ধীরে ধীরে ও চাপ দিয়ে বলার অভ্যাস করান। এই পদ্ধতি গুলো ব্যবহার করে আপনার শিশুর প্রথম থেকে তোতলাম দূর করার চেষ্টা করে যান এবং অবশ্যই একসময় সফল হবেন বলে আশা করি। আর এই ধরনের তথ্যগুলি যদি আপনারা সব সময় পেতে চান অর্থাৎ আপনার প্রয়োজনীয় তথ্যগুলি আপনি সবসময় পেতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইট বারবার ভিজিট করে আমাদের পাশে থাকবেন।

Leave a Comment