আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই। আর সেসব দুর্ঘটনার কারণে আমাদের বিভিন্নভাবে শরীরে ক্ষত সৃষ্টি হতে পারে। বিভিন্ন কাটা ঘা তৈরি হতে পারে। এই আর এই ঘা গুলো অবশ্যই ভালো হওয়া দরকার বা সম্পূর্ণভাবে শুকানো দরকার। অনেক সময় দেখা যায় আমরা ছোট ছোট ঘা গুলোকে গ্রাহ্য করি না। আর এভাবে অগ্রাহ্য করার কারণে ছোট ছোট ঘা গুলো একসময় অনেক বড় আকার ধারণ করতে পারে এবং এখান থেকে এক ধরনের জটিল সমস্যা তৈরি হতে পারে। এজন্য আমাদের উচিত ছোট ছোট বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া এবং ছোট ছোট যদি ঘা বা ক্ষত তৈরি হয়, তাহলে সেই ক্ষত শুকানোর জন্য আমাদের প্রথম থেকেই যত্নবান হওয়া আর পর্যাপ্ত পরিমাণ ঔষধ সেবন করা দরকার।
তবে আমাদের শরীরে যদি কোনো কারণে খুবই ছোট ছোট ঘা তৈরি হয় বা কোনো কারণে কেটে যায়, তাহলে স্বাভাবিকভাবে তার দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যায় যায়। কিন্তু কোন কারণে যদি ঘা গুলো ঠিক হয়ে না যায় বা শুকিয়ে না যায় অথবা শুকাতে দেরি হয়, তাহলে আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং সঠিক সময়ে ঔষধ সেবন করা উচিত। কারণ অনেক সময় অবহেলা করার জন্য দেখা যায় যে বিভিন্ন ধরনের ছোট ছোট বিষয়গুলো থেকে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে৷
কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরণের ছোট ছোট কাটা বা ঘায়ের সৃষ্টি হতে পারে। কিন্তু আমরা চিকিৎসকের কাছে যেতে চাই না। আর এ ধরণের ক্ষতের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন এন্টিবায়োটিক খাওয়া প্রয়োজন হয়। কিন্তু অনেকেই দেখা যায় যে এধরণের ঔষধ বা এন্টিবায়োটিকের নাম জানে না৷ এজন্য তারা এসব ঔষধের নামগুলো জানার জন্য অনলাইনে সার্চ করে। মূলত তারা যেন খুব সহজে এসকল ঔষধের নামগুলো জানতে পারে এজন্যই আমাদের আজকের আর্টিকেলটি লিখা হয়েছে।
আর এখানে ঘা শুকানোর জন্য বা শরীরের কোন অংশ কেটে গেলে তা শুকানোর জন্য যে ধরনের ঔষধ গুলো খাওয়া প্রয়োজন, সেই ঔষধ গুলোর নামগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আপনি যদি এ ধরনের ঔষধের নাম জানতে চান, তাহলে এই আর্টিকেলটি থেকে ঔষধগুলোর নাম সংগ্রহ করে নিতে পারেন।
অনেক সময় দেখা যায় আমাদের পরিবারের বিভিন্ন সদস্যদের হাত, পা কেঁটে যেতে পারে। বিশেষকরে বিভিন্ন ধরণের সবজি কাটতে গিয়ে হাত কেটে যেতে পারে। আর এ ধরণের ছোট ক্ষতগুলো আমরা অনেক সময় গ্রাহ্য করি না। তাই এখান থেকে বড় ধরণের সস্যা হতে পারে। কিন্তু আমরা যদি এ ধরণের বিপদ থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় ঔষধগুলো সম্পর্কে জানি, তাহলে ঔষধগুলো খাওয়ার মাধ্যমে খুব তাড়াতাড়ি এ ধরণের সমস্যার হাত থেকে বাঁচতে পারি৷ তাই কাটা ঘা শুকানোর এন্টিবায়োটিক ঔষধগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।
তবে যদি এই ঔষধগুলো সেবন করার পরের আপনার কাটা ঘা ঠিক না হয় বা শুকাতে দেরি হয়, তাহলে অবশ্যই আপনাকে ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে আপনি প্রাথমিক অবস্থায় এই ঔষধগুলো খেতে পারে৷ আশা করি কয়েকদিন এই ঔষধগুলো খেলে খুব তাড়াতাড়ি কাটা ঘা শুকিয়ে যাবে৷
নিচে কাটা ঘা তাড়াতাড়ি শুকানোর জন্য কিছু এন্টিবায়োটিক ঔষধের নাম দেওয়া হলো:
১। ফ্লু-ক্লক্সাসিলিন সোডিয়াম ভিপি-(Flucloxacillin Sodium BP)
২। ফ্লুক্লক্স ৫০০-(Fluclox 500)
৩। ফাইলোপেন ডিএস-(Phylopen DS)
৪। সিপ্রো-এ ৫০০-(Cipro-A 500)
৫। পেনটিডস ৪০০-(Pentids 400)
কাটা ঘা শুকানোর জন্য এই ওষুধগুলো সাধারণত ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। তবে যদি খুব কম কাটা হয়ে থাকে তাহলে এই ঔষধগুলো প্রাথমিক পর্যায়ে সেবন না করাই উচিত। কম কাটা হলে ২-১ দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে।