আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বেদনা ফল পাওয়া যায়। বেদেনা ফলের বেশ কিছু ছবি আমরা সংগ্রহ করেছি। সে সকল ছবিগুলো এখানে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আপনি বেদনা ফল খেয়েছেন বেদনা ফল দেখেছেন কিন্তু আপনি কি জানেন কোন বেদনা ফলগুলো সব থেকে বেশি ভালো? কোন বেদনা ফল কতটা সুস্বাদু? কোন ফলে কতটা ঔষধি গুনাগুন রয়েছে। তাহলে আপনাকে বলছি আপনি অবশ্যই আমাদের এই প্রবন্ধটি পড়ুন। তাহলে বেদেনা ফল সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য আপনারা জানতে পারবেন। এটি এক রকমের ফল যার ইংরেজি নাম হচ্ছে পমেগ্রেনেট। হিন্দুস্থানী ফার্সি ও পোস্ত ভাষায় এঁকে আনার বলা হয়। অন্যদিকে কুর্দি ভাষায় হীনার এবং আজারবাইজানি ভাষায় একে নার বলা হয়। সংস্কৃত এবং নেপালি ভাষায় এটাকে দামীর বলা হয়।
বেদেনা গাছ গুল্ম জাতীয় ৫ থেকে ৮ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। পাকা ফল দেখতে লাল রঙের হয়। ফলের খোসার ভেতরে স্ফটিকের মত লাল রঙের দানা থাকে সেগুলো খেতে হয়। এদের আদি নিবাস ইরান এবং ইরাকে এই ফলগুলো ইরান এবং ইরাকে সবথেকে বেশি পাওয়া যেত। এর চাষ প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। সেখান থেকে তা ভারত উপমহাদেশে বিস্তার লাভ করেছে। বর্তমানে আমাদের দেশ তথা আমাদের দেশের আশেপাশের অঞ্চলগুলো তো অনেক বেশি পাওয়া যায়। এই ফলটি আমাদের কাছে অনেক বেশি সুপরিচিত যে কোন মানুষ একটু খারাপ অনুভব করলে অর্থাৎ অসুস্থ হলে তার জন্য আমরা এই ফলগুলো নিয়ে যাই।
বেদেনা ফলের ঔষধি গুনাগুন
বেদনা ফলের অনেকগুলো ঔষধি গুনাগুন রয়েছে। সবগুলো গুণাগুণ আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা এই সকল গুনাগুন গুলো জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। এই ফল কুষ্ট রোগের জন্য উপকারী বলে মনে করা হয়। গাছের শিকড় ঝাল ও ফলের খোসা দিয়ে আমাশয় ও উদাহরাময় রোগের ঔষধ তৈরি করা হয় ইহা হৃদয় উপশমক।
নিচে আরো কিছু ঔষধি গুনাগুন আপনাদেরকে জানানো হচ্ছে মনোযোগ সহকারে এগুলো পড়বেন।
রক্তপাত বন্ধ করতে এই ফল অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। হঠাৎ দুর্ঘটনায় শরীরে কোন অংশ ছিড়ে গেলে বা থেতলে গেলে কেটে রক্তপাত হলে বেদেনা ফুলের নির্যাস লাগিয়ে চেপে ধরলে রক্তপাত বন্ধ হয়ে যায়। ফুল পাওয়া না গেলে পাতাও ভালো কাজ করে থাকে।
● হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া রোগের মহৌষধ ডালিম ফুলের রস। নাক দিয়ে রক্ত পড়া বা রক্তঝরা একটি সাধারণ রোগ। বহু মানুষের এ ধরনের সমস্যা হয় অনেকের বিনা কারণে নাক দিয়ে রক্ত পড়ে শিশুদের মাঝেও এটি অনেক বেশি লক্ষ্য করা যায়। কোন কারণ ব্যতীত কান দিয়ে রক্ত পড়ে বা রক্ত যায় এমন সময় এই বেদেনা ফুল কস্টলিয়ে রস দিয়ে নাকে চেপে ধরলে রক্ত বন্ধ হয়ে যায়।
● গর্ভপাত নিরাময়ে এই গাছের পাতা অনেক বেশি উপকারী। বহু মহিলার গর্ভসঞ্চারের দুই তিন মাসের মধ্যে গর্ভপাত হয়ে যায়। কোন কোন মহিলার একাধিকবার এরকম হয় এই গাছের পাতা বেটে মধু ও দহি একসাথে মিশিয়ে সেবন করলে গর্ভপাতের আশঙ্কা দূর হয়ে যায়।
● শিশুদের পেটের রোগ নিরাময়ের জন্য এই গাছের ছাল অনেক বেশি কার্যকরী। শিশুরা বিভিন্ন প্রকার পেটের পীরায় ভোগে। যেসব শিশু পেটে বড় হওয়া সহ বিভিন্ন প্রকারে পেটের পিড়ায় ভোগেন। তাদের জন্য এই গাছের শিকড় থেকে ছাল নিয়ে গুড়ো করে মধুর সাথে মিশিয়ে খাইয়ে দিলে সহজেই তাদের অসুস্থতা দূর করা সম্ভব হবে।
● অনেকের মতে এটাও বলা হয় যে এই ফল খেলে রক্ত বৃদ্ধি পায়।
● এই ফল খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব প্রাকৃতিক ইনসুলিন হিসেবে অর্থাৎ ডায়াবেটিসের ইনসুলিন হিসেবে এই ফল উপকারী হিসেবেই অনেকে মনে করেন।
সম্মানিত পাঠকমণ্ডলী এখানে ডালিম ফল অর্থাৎ বেদনা ফলের যে সকল ঔষধি গুনাগুন রয়েছে সে সকল গুনাগুন গুলো আপনাদেরকে জানানো হয়েছে। আপনারা মনোযোগ সহকারে পড়েছেন। আমরা আশা করব যে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন।