ফ্যামিলি ডিপ্রেশন নিয়ে বাংলা স্ট্যাটাস

অনেকের পরিবার অনেক সুখী হয়ে থাকলেও কিছু কিছু পরিবার রয়েছে যারা দুঃখ দুর্দশার মধ্য দিয়ে নিজেদের জীবন পার করেন। ফ্যামিলির সন্তানদের প্রতি যেমন আশা ভরসা থাকে তেমনি ফ্যামিলি যিনি কর্তা তিনিও কিন্তু অনেক সময় নিজের চেষ্টার মাধ্যমে কোন একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে থাকেন। তবে একটা ফ্যামিলির যদি সকল সদস্য একজনের প্রতি আরেকজন সহানুভূতিশীল হয় এবং একজনের প্রতি আরেকজন দায়িত্বশীল হয়ে থাকে তাহলে সেই পরিবার সুখের পরিবার হবে। সেখানে আর্থিক অনটন ছাড়াও যে সুখ নির্ভর করবে তা কিন্তু আপনি কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না অথবা টাকার মানে বিচার করতে পারবেন না।

তবে আধুনিক সমাজে ডিপ্রেশন বা হতাশা নামক যে বিষয়টার উত্থাপন হয়েছে তাতে করে কিন্তু আমরা অনেক সময় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারার কারণে এ বিষয়টার মধ্য দিয়ে পতিত হচ্ছি। তাই প্রত্যেকটা পরিবারের একটা করে আশা ভরসা রয়েছে তার সন্তানের প্রতি অথবা কর্তার প্রতি অথবা যিনি দায়িত্ব পালন করেছেন তার প্রতি। কিন্তু নিজ নিজ জায়গা থেকে যখন সময়ের সঙ্গে তাল মিলাতে না পারি এবং কখনো যদি ছিটকে পড়ি তখন হয়তো আমাদের ডিপ্রেশনের শেষ থাকে না।

আর আপনারা যখন স্ট্যাটাস বা পোস্ট শেয়ার করতে চান তখন ফ্যামিলির বিষয়গুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার না করাটাই ভালো। তবে আধুনিক যুগের মানুষ হিসেবে আপনারা যদি এই সমস্যাগুলো নিজের মতো করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে মনের দিক থেকে হালকা হতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষীরা যদি এ বিষয়ে আপনাকে সাজেশন প্রদান করবে বলে আপনি ভেবে থাকেন তাহলে হয়তো সেগুলো শেয়ার করতে পারেন। তবে কিভাবে লিখবেন এবং কোন টপিকের উপরে লিখবেন এবং সমস্যাগুলো কিভাবে তুলে ধরবেন তা অনেকের না জানা থাকার কারণে আমরা আপনাদের এখানে ডেমো দেখিয়ে দিচ্ছি।

সুতরাং ফ্যামিলি ডিপ্রেশন নামক যে বিষয়টা আপনাদেরকে ঘিরে ধরেছে সে বিষয়টা থেকে বেরিয়ে আসতে হলে আপনাদের অবশ্যই কাজের সঙ্গে লেগে থাকতে হবে। অনেক সময় সৎ পথে থেকেও আপনি যখন চেষ্টা করবেন তখন দেখা যাবে যে সেখান থেকে পা পিছকে পড়েছেন। এক্ষেত্রে আপনাকে সৃষ্টিকর্তার যে ফলাফল প্রদান করা হয়েছে সেটার উপরে মেনে নিতে হবে এবং সৃষ্টিকর্তা আপনাদেরকে যে আউটপুট প্রদান করছেন সেটার উপরে ধৈর্য ধারণ করে আবারও চেষ্টা করে যেতে হবে।

ফ্যামিলি সমস্যা নিয়ে বাংলা স্ট্যাটাস

ফ্যামিলিতে সমস্যা থাকবে এবং প্রত্যেকটি ফ্যামিলিতে সমান্তরাল পদ্ধতিতে এভাবে এমন কোন মানে নেই। কারণ ফ্যামিলির প্রত্যেকটি মানুষ একই আদলে বেড়ে উঠলে অথবা প্রত্যেকটা মানুষ একই সঙ্গে বসবাস করল তাদের বাইরের মানুষের সঙ্গে চলাফেরা করাটা অন্যরকম। সুতরাং কে কি নিয়ে চলছে এবং কে কি নিয়ে ভাবছে এ বিষয়গুলো আমাদের না জানা থাকার কারণে অনেক সময় মতের মিল হয় এবং আমরা অনেক সময় অন্যের মতকে প্রাধান্য দিতে চাই না।

ফ্যামিলি নিয়ে কষ্টের স্ট্যাটাস

যাদের ফ্যামিলিতে আর্থিক কষ্ট রয়েছে তারা আসলে বুঝতে পারেন যে ফ্যামিলিতে সুখ থাকলেও নিজেদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে অনেক অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকের পরিবারের লক্ষ লক্ষ টাকা থাকার পরেও দিনশেষে একজন বিশ্বস্ত মানুষ অথবা ফ্যামিলির যে পরিবেশ থাকা উচিত সেটা না থাকার কারণে শান্তি নষ্ট হচ্ছে। ফ্যামিলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যমে অথবা ফ্যামিলি এমন একটা জায়গা যেখানে আপনি দিনশেষে ফিরে গিয়ে মানসিক শান্তি খুঁজে পাবেন। আর সেই জায়গাতে গিয়ে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অথবা আপনাদের কষ্টের বিষয়গুলো উঠে আসে তাহলে তার চাইতে দুঃখের জীবন আর কিছুই থাকে না।

ফ্যামিলি প্রবলেম নিয়ে স্ট্যাটাস

  • ঝগড়া হবে, মান অভিমান হবে,ফ্যামিলি প্রবলেম হবে, আর্থিক প্রবলেম থাকবে,আরো অনেক অনেক সমস্যা আসবে কিন্ত ছেড়ে যাওয়ার কথা কেনো আসবে।
  • পৃথিবীতে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়.. যদি একটা সাপোর্টিভ ফ্যামিলি থাকে।
  • জীবনের বড় সমস্যা ফ্যামিলি।
  • হারানোর ভয়, ফ্যামিলি সমস্যা, বন্ধুত্ব বিচ্ছেদ এভাবেই চলছে আমার জীবন।
  • যার জীবনে ফ্যামিলি প্রবলেম আছে, তার আর অন্য কোনো সমস্যা লাগে না।
  • কারো ফ্যামিলি সমস্যা, কারও ক্যারিয়ারে সমস্যা, কারও বা সময়ের সল্পতা,বা পছন্দের মানুষকে খুজে বের করতে দেরি করে ফেলা।
  • পরিবারের অভ্যন্তরিন সমস্যা গুলো একটা মানুষকে খুব অসহায় করে ফেলে।
  • ব্রেক আপ, বিচ্ছেদ, রিলেশনে ঝামেলা নিতান্তই হালকা সমস্যা ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখেন বেঁচে থাকাটা দুঃসহ মনে হবে।
  • ফ্যামিলি সমস্যা বহু মানুষের জীবনে এগিয়ে যাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়ায়।

ফ্যামিলি সমস্যা নিয়ে ক্যাপশন

  • যার জীবনে ফ্যামিলি প্রবলেম থাকে, তার আর অযথা জাহান্নামের প্রয়োজন পড়ে না।
  • ফ্যামিলি প্রবলেমের তোপে পড়লে আপনি মা/রা হয়তো যাবেন না…কিন্তু সেটাকে আবার বেঁচে থাকাও বলতে পারবেন না।।
  • অপরিচিত মানুষদের থেকে পাওয়া অবহেলাগুলো কিংবা কষ্টগুলো একদিন হুট করেই ভুলে যাওয়া যায়। কিন্তু ফ্যামিলির মানুষদের থেকে পাওয়া প্রতিনিয়ত কষ্ট কখনো ভুল করেও ভুলে যাওয়া সম্ভব হয় না।
  • ফ্যামিলি প্রবলেম যাদের আছে তাদের ডিপ্রেশনে পড়তেও খুব একটা বেশি সময় লাগে না।
  • মানুষের জীবনে অনেক সমস্যাই থাকে যেটা হতে পারে নিজের ক্যারিয়ার, ফ্যামিলি রিলেটেড সমস্যা, আমাদের সমাজের কিছু নিচু মন মানসিকতা।
  • ফ্যামিলিকে পাশে না পাওয়া, ফ্যামিলির নানানরকম সমস্যা আপনাকে নিয়ে, তারপর নিচু মন-মানসিকতা সমাজ তো আছেই এবং সেই সাথে ফ্যামিলি, রিলেটিভ এর কথা নাই বললাম।

ফ্যামিলিতে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেই প্রবলেমগুলো হয়তো স্ট্যাটাস আকারে শেয়ার করলে অনেক মানুষ দেখে ফেলে আপনার পরিবার সম্পর্কে তেমন নেতিবাচক ধারণা অর্জন করতে পারে। সাধারণত ফ্যামিলি প্রবলেম নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে অন্যকে জানানোর কোন মানে হয় না। তবে আপনি যদি মনে করে থাকেন আপনার এই ফ্যামিলির প্রবলেম গুলো আর দশটি ফ্যামিলিতে হচ্ছে তাহলে সে বিষয়ে হয়তো দিকনির্দেশনা মূলক বিভিন্ন ধরনের স্ট্যাটাস সকলের উদ্দেশ্যে শেয়ার করতে পারেন। আর মানুষজন যখন এ বিষয়গুলো পড়বে ও জানবে তখন মানুষের প্রতি মানুষের সহানুভূতি জাগবে।

Leave a Comment