বড় ভাইদের বিদায় নিয়ে স্ট্যাটাস

এখানে বড় ভাইদের বলতে গেলে ডিপার্টমেন্টে অথবা পড়ালেখার জীবনে এমন কিছু সিনিয়র ভাই আসেন যারা হয়তো প্রতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে চলে যাই। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু গ্রুপ রয়েছে যেখান থেকে তারা হয়তো আস্তে আস্তে বিদায় নিতে থাকে এবং ছোটদের সেই দায়িত্বগুলো অর্পণ করে চলে যাই। কিছু জায়গার বড় ভাইয়েরা রয়েছে তারা অনেক সময় খারাপ ব্যবহার করে থাকলেও তারা আসলে তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের সেই শিক্ষাগুলো প্রদান করার চেষ্টা করে। তাই বড় ভাইয়ের ভালোবাসার মুগ্ধ হয়ে আপনারা যখন তাদের প্রতি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কথা লিখবেন তখন আমাদের ওয়েবসাইটের এই স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারেন।

তাছাড়া ছোট ভাই হিসেবে আপনারা যখন বড় ভাইদের প্রতি ভালবাসা উজাড় করে দিতে চাইবেন অথবা কৃতজ্ঞতার জায়গা থেকে যখন আপনারা এই ভালোবাসা প্রকাশ করতে চাইবেন তখন সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই নিজেদের মূল্যবান মতামত শেয়ার করতে চান। অনেক সময় মনের ভেতরে অনেক কিছু বয়ে চললেও অথবা মনের ভেতরে অনেক কথা সত্য অবস্থায় থাকলে সেগুলো ভেতর থেকে বের করার প্রতিভা বা স্টাইল থাকে না। তাই আপনাদের জন্য এখানে বড় ভাইদের বিদায় নিয়ে কিছু স্ট্যাটাস প্রদান করলাম।

প্রকৃতপক্ষে বড় ভাইদের নিয়ে তখনই আপনার পক্ষে স্ট্যাটাস প্রদান করা সম্ভব হবে যখন তারা আপনাদের ভালবেসেছেন অথবা তাদের ভালোবাসায় আপনারা সিক্ত হয়েছেন। বড় ভাইদের সঙ্গে থেকে তাদের জীবনের ভালো ভালো অভিজ্ঞতা গুলোকে সঞ্চয় করেছেন এবং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ধাপ পার হবেন সে বিষয়গুলো তারা হয়তো শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করেছেন। এ জীবনে চলার পথে এই সকল বড় ভাই গুলো আমাদেরকে অনেকটাই সাহায্য করে এবং বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে সাহস প্রদান করে তা হয়তো অনেক সময় আমরা অন্য কারো থেকে পাইনা।

বড় ভাইদের সান্নিধ্য পেয়ে আপনি যে ভালো কিছু শিখেছেন অথবা আপনার জীবনে সেগুলো প্রভাব বিস্তার করার মাধ্যমে আপনি যে ভালো পড়তে উঠে এসেছেন সেগুলোর মাধ্যমে অবশ্যই বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তবে তারা যদি সময়ের সান্নিধ্যে পৌঁছে যায় অথবা তারা যদি নিয়ম অনুযায়ী সেখান থেকে চলে যায় তাহলে তাদের প্রতি আমাদের এই ভালোবাসা থাকবে এবং হয়তো সেই ক্যাম্পাস আরো আগের মত জমে উঠবে না। তাই আপনারা বড় ভাইদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর স্ট্যাটাস শেয়ার করার মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া প্রকাশ করতে পারেন।

বড় ভাইদের বিদায় অনুষ্ঠানের বক্তব্য

যদি শিক্ষা প্রতিষ্ঠানে বড় ভাইদের বিদায় অনুষ্ঠান করা হয় তাহলে সেখানে আপনারা খুব সুন্দর মতামত বা বক্তব্য রাখতে পারেন। বক্তব্যের ক্ষেত্রে দু একটি উদাহরণ যদি প্রয়োজন করতে চান তাহলে খুবই ভালো হয়। বড় ভাইদের বিদায় অনুষ্ঠানের বক্তব্যের জায়গাতে অবশ্যই আপনারা নির্দিষ্ট ভাবে কিছু ঘটনা উল্লেখ করবেন এবং তারা আপনাদের জীবনে এসে কোন কোন দিক নির্দেশনা দিয়েছেন যা আপনার জন্য উপকারী ভূমিকা রাখছে সেগুলো উল্লেখ করবেন। তাই বড় ভাইদের বিদায় অনুষ্ঠানের বক্তব্য সম্পর্কে এখানে আপনাদের কিছু ডেমো প্রদান করা হলো।

বড় ভাইদের নিয়ে কিছু কথা

আপনি যদি বক্তব্য ছেড়ে কিছু প্রদান করতে নাও পারেন তারপরও আপনার ব্যক্তিগত অভিমত গুলো সেখানে শেয়ার করা যেতে পারে অথবা পার্সোনালি বড় ভাইদের ইনবক্সে অথবা ওভার ফোনে জানাতে পারেন। বড় ভাইদের নিয়ে কিছু কথা বলার ক্ষেত্রে কি ধরনের কথা বলবেন এবং তারা আপনাদের জীবনে কেমন ভাবে প্রভাব বিস্তার করার মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে অথবা ভালো ফল অর্জন করতে সাহায্য করেছে সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

বড় ভাইদের বিদায়ী উপলক্ষে কবিতা

দরজায় নেড়েছে  করা,

মনে চলেছে মহড়া,

দিতে হবে সম্ভাষণ।

অশ্রু নয়নে , ভেঙে যাওয়া মনে জানািই বিদায়ী অভিন্দন।

স্কুল কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, শিক্ষক অভিভাবক। 

মঞ্চের সামনে উপস্থিত বড় ভাই বোন, স্নেহের  ছোট ভাই বোন , বন্ধুরা সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সম্মানিত উপস্থিতি,

দোলনায় দোল খেতে খেতে, সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা আমাদের। শৈশবের কোন কিছুই আমরা বলতে পারিনা। আর যা বলে থাকি, তা বড় ভাইদের থেকে শোন গল্প।আস্তে আস্তে মনের ভিতর নানা প্রশ্নের  উত্তর জানার গাছটা বেড়ে উঠেছে।এই বেড়ে ওঠার তাগের থেকেই জন্ম হয় শিক্ষা অর্জন করার চাহিদা। সভ্যতার পৃথিবীতে এই শিক্ষার জন্য শুরু হয় স্কুল কলেজে যাওয়া। 

যদিও এই পৃথিবীতে একটা সময়ে শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান পিতা-মাতা ও পরিবার।তবে খুব অল্প সময়ের মধ্যেই পিতা-মাতার অবসর গ্রহণ করে উপদেষ্টাই উপনীত হয়। তখন শিক্ষাদানের দায়ভার বর্তায় বর্তমান স্কুল কলেজের শিক্ষকদের ওপর। 

সম্মানিত শিক্ষকমন্ডলী: পরিবার থেকে অক্ষরজ্ঞান অর্জন করে এসে পরিচিত হয় আপনাদের সাথে। সম্পূর্ণ নতুন পরিবেশে একত্রিত হই যখন ,তখন আমরা তেমন কিছুই বোঝে না। আপনাদের উদার মনের কোথায় কি স’যতনেইনেই না ঠাঁয় দেন আমাদের ।মনে হয় না আমরা আমাদের পরিবার থেকে পৃথক হয়েছি। বাড়ন্ত চারা গাছটা আপনারা কত না যতনে বৃহৎ ভিক্ষে গরে তোলেন।

আদর্শ বিদ্যাপীঠ:  স্বনামধন্য এই প্রতিষ্ঠানের শিক্ষা অর্জন করা সুযোগ দানে আমরা প্রলোকিত। আপনাদের  সোহার্দ্যপূর্ন আচরণ আমাদের মুগ্ধ করেছে সব সময়।শেখানোর আপ্রাণ চেষ্টা আমাদেরকে করেছে অনপ্রাণিত।

প্রিয় শিক্ষার্থী: রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক যে মধুর হয়ে ওঠে, বন্ধুত্ব হচ্ছে তার চেষ্ঠ উদাহরণ।বন্ধু শব্দটার সাথে পরিচিত হই আমরা এই শিক্ষাঙ্গনে এসে। আমার মনে হয়  বন্ধুত্ব শব্দটার মাঝে পৃথিবীর সবথেকে কম স্বার্থ থাকে। 

প্রিয় বিদায়: অনেক কথা বলার ছলে, আসল কথা হয়নি বলা। আজ থেকে যে হবে না আর আপনাদের সাথে পথ চলা। কিশোর বয়স থেকে শুরু করে। দীর্ঘ কয়েক বছর আপনাদের সাথে কাটিয়েছি, কেটে গেছে অনেকদিন। বুঝিনি কখনো ছেড়ে যাবেন আমাদের। আজ সময়ের সাথে সাথে বদলে গেছে জীবনের গতিপথ নতুন পথের যাত্রী আপনারা।

আপনি যদি সুন্দর ভাবে বক্তব্য প্রদান করার পাশাপাশি সেই বক্তব্যের মাঝে বড় ভাইদের বিদায় উপলক্ষে কবিতা উল্লেখ করতে চান তাহলে সেটা উল্লেখ করতে পারেন। তাদের বিদায়ের মধ্য দিয়ে আপনি যেমন তাদেরকে বিদায় করে দিচ্ছেন তেমনি ভাবে বড় ভাইয়ের স্থানে অবশ্যই আপনাদের স্থান জড়িয়ে আসবেন। সুতরাং আপনাদের থেকেও যেন আপনাদের জুনিয়র ভাইয়েরা সেরকম ভালবাসা পায় যাতে ভবিষ্যতে তারা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। তাই বড় ভাইদের বিদায়ী উপলক্ষে বিভিন্ন ধরনের কবিতা আপনাদের দেওয়া হলো বলে সেগুলো দেখে নিতে পারেন।

Leave a Comment