উটপাখি হলো এমন একটি পাখি যেটা আকারে অনেক বড়। এই পাখিটি উড়তে পারে না। এই পাখিকে সচরাচর দেখতে পাওয়া যায় না। কিন্তু এখন বাণিজ্যিকভাবে এই পাখির ব্যবসা করতে দেখতে পাওয়া যায়। কারণ এই পাখির মাংস বিক্রি করা হয় এবং সারাদেশে আমিষের অভাব মেটাতে এই পাখির মাংসের প্রভাব তাৎপর্যপূর্ণ। এই পাখিটি বড় আকারের ফুটের মতো দেখতে তাই এই পাখিটির নাম উটপাখি। কিন্তু আমরা অনেকেই এই পাখিটির সঙ্গে পরিচিত নই।
আমাদের বাচ্চা শিশুরা এই পাখিটি দেখেনি। এই পাখিটির নাম আমরা সবাই শুনেছি কিন্তু এই পাখিটি দেখতে কেমন সেটা আমরা অনেকেই জানিনা।প্রিয় বন্ধুগণ তোমরা যারা উটপাখি সম্পর্কে জানতে চাও এবং উট পাখির ছবি দেখতে চাও তারা আমাদের এই আর্টিকেলটি ফলো করতে পারো। আজকে এই আর্টিকেলটিতে আমরা উট পাখির বিভিন্ন প্রজাতির ছবি তোমাদের সাথে শেয়ার করব। ছবিসহ উট পাখির বৈশিষ্ট্য যারা জানতে চায় তাদের জন্যই এই আর্টিকেলটি তৈরি করা হয়েছে।
উট পাখির ছবি দেখার আগে আমরা উটপাখি সম্পর্কে কিছু তথ্য জানবো। উট পাখির মাংস এখন বর্তমানে জন্য প্রিয় একটি আমিষ খাদ্য হিসেবে পরিণত হয়েছে। আকারে অনেক বড় পাখিটি সম্পর্কে এবার আমরা অনেক তথ্য জানবো এই আর্টিকেলটির মাধ্যমে।সবচেয়ে উঁচু (৩ মিটার), সবচেয়ে ওজনদার (১৫০ কেজি), সবচেয়ে দৌড়বাজ (৭০ কিমি/ঘণ্টা) পাখি। ভূচর পাখিদের মধ্যে এটাই সবচেয়ে দ্রুতগামী। ডিম সবচেয়ে বড় (দেড় কেজি)। একমাত্র পাখি যার পায়ে দুটি মাত্র আঙুল রয়েছে।
দেখতে একদম উটের মতো, তাই পাখিটির নাম উট পাখি। মাজার বিষয় হলো এটি এমন এক পাখি যে উড়তে পারে না। তবে খুব জোড়ে ছুটে বেড়াতে পারে। কিন্ত তারপরও এই প্রাণীটিকে পাখি হিসেবে ধরা হয়।কেন পাখি হওয়া সত্ত্বেও উট পাখি উড়তে পারে না? এ বিষয়ে আজ সবিস্তারে জানবো। তাছাড়াও অদ্ভুদ এই পাখিটির জীবন বৈচিত্র্য সম্পর্কেও জানবো জানা অজানা নানা তথ্য।এই পাখিটি দেখতে অনেকটাই উটের মতো। তাই এর নাম দেওয়া হয়েছে উট পাখি।
প্রাকৃতিক ভাবে উট পাখি আফ্রিকার বনাঞ্চলের প্রাণী। আফ্রিকার উত্তর-দক্ষিণের সাভানা এবং সাহেল অঞ্চলে এদের দেখা মেলে।গবেষণায় জানা গেছে আগে এশিয়ায়ও এদের পাওয়া যেতো। বর্তমানে আরব, অস্ট্রেলিয়ায় এরা বসতি স্থাপন করেছে। তাছাড়া এশিয়া মহাদেশেও তারা বাস করতে শুরু করেছে। এশিয়ার মাইনরে এদের দেখা যায়।বিভিন্ন দেশের চিড়িয়াখানাতে গেলেও এদের দেখা পাওয়া যায়।উচ্চতায় উট পাখি প্রায় ৩ মিটার। এদের বিশাল পাখা রয়েছে। সম্পূর্ণ পাখা মেলে ধরলে তার দৈর্ঘ্য দাড়ায় প্রায় ৭ ফুট।পাখিটির দেহের ওজন ১৫০-১৭০ কেজি বা এরও বেশি হতে পারে। বিশ্বের সবথেকে বড় পাখি হলো উট পাখি। সাধারণত এরা সাদা-কালো রঙের হয়ে থাকে। তবে স্ত্রী পাখি বাদামী রঙের হয়।উট পাখির ঠোট অনেক শক্ত।
আমরা জানি পাখি বলতে যাদের ডানা আছে এবং যারা উড়তে পারে তাদের। কিন্তু এটা ভুল ধারণা যে পাখি হলে উঠতে পারবে কারণ হাঁস এক ধরনের পাখি। কিন্তু হাঁস উড়তে পারে না। হাঁস এক ধরনের পাখি হয়েও হাঁস পানিতে সাঁতার কাটে। উটপাখি উড়তে পারে না কারণ, এটি আকারে অনেক বড়।পাখি পরিবারের অন্তর্ভূক্ত হলেও এরা ওড়ার ক্ষমতাবিহীন। বিশাল পাখার জন্যই মূলত উট পাখি উড়তে পারে না। এছাড়াও তাদের উড়তে না পারার আরেকটি বড় কারণ হচ্ছ পাখার তুলনায় এদের দেহের ওজন অনেক বেশি।
পুরুষ এবং স্ত্রী পাখির পাখার রঙে বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান। একটি পুরুষ পাখির পাখার রঙ কালো হয়ে থাকে। এর সঙ্গে একটি সাদা লেজও থাকে। অন্যদিকে স্ত্রী পাখির পাখার রঙ ধূসর বাদামী রঙের হয়।এবার আমরা উট পাখির ছবিগুলো দেখব। এতক্ষণ আমরা উট পাখির আকার আকৃতি এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরেছি। বৈশিষ্ট্য গুলো জানার পর যদি এখন আমরা উট পাখির ছবিগুলো ভালোভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এবং উটপাখি সম্পর্কে সকল ধারণা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এবার তাহলে উট পাখির ছবিগুলো দেখি।আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে।