বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাওয়া যায়

আপনি যদি ভ্রমণ প্রিয়াসু মানুষ হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার উপকারী হবে। বাংলাদেশ থেকে চাইলে আপনি 42 টি দেখে শুধুমাত্র পাসপোর্ট দিয়েই যেতে পারবেন। এই দেশগুলোতে কোন ধরনের ভিসা লাগানো ছাড়া যাওয়া যায়। যে ৪২ টি দেশে শুধু মাত্র পাসপোর্ট থাকলে যাওয়া যায় তার মধ্যে ২০ টি দেশ যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের পছন্দের তালিকায় রয়েছে।

বাংলাদেশ থেকে আপনি শুধুমাত্র আপনার বৈধ পাসপোর্ট এর মাধ্যমে এ দেশগুলোতে যেতে পারবেন। আপনি যদি পাসপোর্ট ছাড়া এই দেশগুলোতে যেতে চান তাহলে অবশ্যই আপনার সেই দেশগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে যেতে হবে। এই দেশগুলোতে চাইলে আপনি স্বাস্থ্য বীমা করে যেতে পারেন। এইটা সুবিধা হল আপনি যদি ওই দেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার সমস্ত চিকিৎসার ব্যবস্থা এই স্বাস্থ্য বীমার মাধ্যমে হবে।

যে দেশগুলোতে আপনি যেতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট দিয়ে

বাংলাদেশের মানুষ শুধুমাত্র পাসপোর্ট দিয়ে যে দেশগুলোতে যেতে পারে সেই দেশগুলোর নাম নিজে উল্লেখ করা হলো:
এশিয়া ৬টি দেশ আপনারা চাইলে যেতে পারবেন দেশের নাম গুলো হল

১.ভুটান
২.কম্বোডিয়া
৩.মালদ্বীপ
৪.নেপাল
৫.শ্রীলঙ্কা
৬.পূর্ব তিমুর

দক্ষিণ আমেরিকা ১টি দেশে আপনারা যেতে পারবেন সে দেশটির নাম হল বলিভিয়া।

উত্তর আমেরিকা মোট ১১ টি দেশে আপনারা চাইলে যেতে পারবেন দেশগুলো হল:

১.বাহামাস
২.বার্বাডোস
৩.ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ
৪.ডোমিনিকা
৫.গ্রেনাডা
৬.হাইতি
৭.জামাইকা
৮.মন্টসেরাট
৯.সেন্ট কিটস এবং নেভিস
১০. সেন্ট ভিনসেন্ট
১১.গ্রেনাডাইনস!

ওশিয়ানিয়া ৮টি দেশে চাইলে আপনারা যেতে পারবেন। সেই দেশগুলোর নাম নিচে উল্লেখ করা হলো:

১.কুক দ্বীপপুঞ্জ
২.ফিজি
৩.কিরিবাস বা কিরিবাটি,
৪.মাইক্রোনেশিয়া
৫.নিউয়ে
৬.সামোয়া
৭.ভানুয়াটু
৮.টুভালু

আফ্রিকা ১৬টি দেশে আপনারা যেতে পারবেন শুধুমাত্র বৈধ পাসপোর্ট দিয়ে সে দেশগুলোর নাম নিচে উল্লেখ করা হলো:

১.লেসোথো
২.গাম্বিয়া
৩.বুরুন্ডি
৪.কেপ ভার্দে
৫. কমোরো দ্বীপপুঞ্জ
৬.জিবুতি
৭.গিনি-বিসাউ
৮.লেসোথো
৯.মাদাগাস্কার
১০.মৌরিতানিয়া
১১.মোজাম্বিক
১২.রুয়ান্ডা
১৩.সেশেল
১৪.সিয়েরা লিওন
১৫.সোমালিয়া
১৬.টোগো

কিছুদিন আগে বাংলাদেশে সাম্প্রতিক সূচক এর মাধ্যমে জানানো হয়েছে বাংলাদেশের বৈধ পাসপোর্ট ধারী যে কোন নাগরিক চাইলেই 40 টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমন করতে পারবেন। এ তালিকায় রয়েছে এশিয়ার ছয়টি দেশ। এছাড়াও রয়েছে আফ্রিকার ১৫ টি দেশ। কেরো বিয়ের ১১ টি দেশসহ আরো সাতটি অঞ্চল। আপনি ওই দেশগুলোতে যাবার পর বিমানবন্দরে নামার পর থেকে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন।

ই পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে যাওয়া যায়

অনেকে আছেন যারা ই পাসপোর্ট দিয়ে কোন দেশে যাওয়া যায় অনলাইনে এসে সার্চ করে থাকেন। তাদের সুবিধার জন্য এই মুহূর্তে কি পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরলাম।আপনার যদি বৈধ পাসপোর্ট থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোন দেশে যেতে পারবেন। আপনি যে দেশে যাবেন সেই দেশের যোগ্যতা অনুযায়ী যদি আপনার যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি চাইলে প্রতিটা দেশে যেতে পারেন। বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। বিভিন্ন দেশে যেতে হলে বিভিন্ন রকম টাকা খরচ হয় সে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যদি আপনার পাসপোর্ট সঠিকভাবে করে থাকেন তাহলে আশা করা যায় আপনি কোন দেশে গিয়ে সমস্যায় পড়বেন না।

এখন বাংলাদেশের যেকোনো নাগরিক চাইলেই পাসপোর্ট তৈরি করে নিতে পারে। পাসপোর্ট তৈরি করতে প্রয়োজন হয় জন্ম নিবন্ধনের বৈধ কাগজ, ন্যাশনাল আইডি কার্ডের বৈধ কার্ড, বাবা মা এর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, এবং যার নামে পাসপোর্ট হবে তার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে।

Leave a Comment