বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু আমাদের অভিধান। তিনি সমগ্র বিশ্বের কবিতার লেখা তিনটি গান আমাদের উপমহাদেশের তিনটি দেশের জাতীয় সংগীত হিসেবে এখনো উজ্জীবিত এখনো মানুষের কন্ঠে এই জাতীয় সংগীত গুলো উচ্চারিত হয়। তিনি যে সকল কবিতার যে সকল কথা যে সকল উক্তি আমাদের সামনে উপস্থাপন করে গেছেন সে সকল কথা সে সকল কবিতা সে সকল উক্তিগুলো কখনোই মুছে যাবার নয়। এজন্য তাকে আমরা প্রতিনিয়ত স্মরণ করি তাকে আমরা প্রতিনিয়ত এর শ্রদ্ধা করি।
আমরা আমাদের আজকে প্রবন্ধের মাধ্যমে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর আকাশ নিয়ে যে সকল ক্যাপশনগুলো আমাদের সামনে দিয়ে গেছেন সে সকল ক্যাপশন গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা মনোযোগ সহকারে যদি আমাদের আজকের প্রবন্ধটি পড়েন তাহলে আকাশ নিয়ে বেশ কিছু ক্যাপশন আপনারা পাবেন এই সকল ক্যাপশন গুলো আপনাদের ভালো লাগবে আপনারা পছন্দ করবেন বলে আমরা আশাবাদী।
আপনারা মনোযোগ সহকারে যদি আমাদের প্রবন্ধগুলো পড়েন তাহলে সেখানে দেখবেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আকাশ নিয়ে যে সকল ক্যাপশন গুলো দিয়েছেন অর্থাৎ যে সকল উক্তিগুলো আমাদের সামনে দিয়ে গেছেন সে সকল উক্তি গুলো উপস্থাপন করা হয়েছে। এ সকল উক্তিগুলো আপনি চাইলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিতে পারেন। এমনকি আপনি চাইলে আপনার পছন্দের মানুষ অর্থাৎ ভালোবাসার মানুষকে এসব যুক্তিগুলো পড়ে শোনাতে পারেন। আমরা আমাদের আজকে প্রবন্ধে নিচের অংশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু উপস্থাপন করার চেষ্টা করছি।
সুপ্রিয় পাঠক মন্ডলী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ নিয়ে একটি কবিতা নিচে উল্লেখ করা হলো।
আকাশ
– রবীন্দ্রনাথ ঠাকুর
শিশুকালের থেকে
আকাশ আমার মুখে চেয়ে একলা গেছে ডেকে।
দিন কাটত কোণের ঘরে দেয়াল দিয়ে ঘেরা
কাছের দিকে সর্বদা মুখ-ফেরা;
তাই সুদূরের পিপাসাতে
অতৃপ্ত মন তপ্ত ছিল। লুকিয়ে যেতেম ছাতে,
চুরি করতেম আকাশভরা সোনার বরন ছুটি,
নীল অমৃতে ডুবিয়ে নিতেম ব্যাকুল চক্ষু দুটি।
দুপুর রৌদ্রে সুদূর শূন্যে আর কোনো নেই পাখি,
কেবল একটি সঙ্গীবিহীন চিল উড়ে যায় ডাকি
নীল অদৃশ্যপানে;
আকাশপ্রিয় পাখি ওকে আমার হৃদয় জানে।
স্তব্ধ ডানা প্রখর আলোর বুকে
যেন সে কোন্ যোগীর ধেয়ান মুক্তি-অভিমুখে।
তীক্ষ্ণ তীব্র সুর
সূক্ষ্ম হতে সূক্ষ্ম হয়ে দূরের হতে দূর
ভেদ করে যায় চলে
বৈরাগী ঐ পাখির ভাষা মন কাঁপিয়ে তোলে।
আলোর সঙ্গে আকাশ যেথায় এক হয়ে যায় মিলে
শুভ্রে এবং নীলে
তীর্থ আমার জেনেছি সেইখানে
অতল নীরবতার মাঝে অবগাহনস্নানে।
আবার যখন ঝঞ্ঝা, যেন প্রকাণ্ড এক চিল
এক নিমেষে ছোঁ মেরে নেয় সব আকাশের নীল,
দিকে দিকে ঝাপটে বেড়ায় স্পর্ধাবেগের ডানা,
মানতে কোথাও চায় না কারো মানা,
বারে বারে তড়িৎশিখার চঞ্চু-আঘাত হানে
অদৃশ্য কোন্ পিঞ্জরটার কালো নিষেধপানে,
আকাশে আর ঝড়ে
আমার মনে সব-হারানো ছুটির মূর্তি গড়ে।
তাই তো খবর পাই–
শান্তি সেও মুক্তি, আবার অশান্তিও তাই।
নিচে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ নিয়ে আরো কিছু ক্যাপশন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আপনাদের পছন্দ মতো ক্যাপশন এখান থেকে কপি করে নিতে পারবেন।
#1. আকাশের বিশালতার মাঝে আমি নিজেকে খুঁজে বেড়াই,, কেন জানি আকাশ আমার কাছে বড্ড প্রিয়!! _ রবীন্দ্রনাথ ঠাকুর
#2. এই সমস্ত আকাশ নিয়ে ক্যাপশন গুলি আপনি বাংলা ক্যাপশন, ছবির ক্যাপশন এবং ফেসবুক ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#3. আমি যেখানে আকাশ দেখি, তুমি দেখো ধূসর মেঘ…! আমি যাকে ভালোবাসা বলি,,, তুমি বলো মিথ্যে আবেগ…!! _ রবীন্দ্রনাথ ঠাকুর
#4. মন ভালো রাখার সবচেয়ে সস্তা উপায় হল- সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় খোলা আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#5. আমি সীমাহীন আকাশে উড়তে ভালোবাসি। নীলের বিশাল শূন্যতায়, বাতাসের শব্দহীন সঙ্গীত শুনে আমার প্রাণ আনন্দিত হয়। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#6. তুমি মানে দূরের আকাশ হাজারো মন খারাপের কারণ,, তুমি মানে আজন্ম অসুখ তোমাকে ভালোবাসা বারণ! _ রবীন্দ্রনাথ ঠাকুর
#7. আকাশে মেঘের বাতাসে আকাশ পটে কতো যে স্বপ্ন আঁকা রঙধনু আছে, তা গুনে শেষ করা যাবে না। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#8. ঘরের ভেতরে মন মানে না!! তাই খোলা আকাশের নীচে সাময়িক সান্ত্বনা। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#9. আমি আকাশের চাঁদকে ভালোবাসি কিন্তু ও জানে না আমার ভালোবাসার কথা। কোনদিন জানতে পারবে বলে মনে হয় না। তাই শুধু নীরব হয়ে তাকিয়ে থাকি চাঁদের পানে। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#10. আকাশের দিকে তাকাও, তাহলেই তুমি রংধনু খুঁজে পাবে! না হলে তোমার জীবন অন্ধকারেই থেকেই যাবে। এখানে দেওয়া আকাশ নিয়ে উক্তি গুলিকে ক্যাপশন হিসাবে ব্যবহার করুন। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#11. আপনার পায়ের দিকে তাকান;আপনি আকাশে দাঁড়িয়ে আছেন আর আমরা যখন আকাশের কথা চিন্তা করি, তখন আমরা ওপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করি কিন্তু আসল কথা এই যে আকাশ টি পৃথিবী থেকেই শুরু হয়। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#12. তুমি হলে সেই রামধনু, যাকে দেখার জন্যে একটা জানালা লাগে না, একটা গোটা আকাশ লাগে। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#13. আমি দাঁড়িয়ে আছি উদাস চোখে চেয়ে! আকাশ পানে কখন এসেছে স্বপ্ন বেয়ে! _ রবীন্দ্রনাথ ঠাকুর
#14. রাতের আকাশের চেয়ে কোনও দৃশ্যই অধিক উন্মাদনা সৃষ্টি করতে পারে না । _ রবীন্দ্রনাথ ঠাকুর
#15. সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের দিকে তাকানো এক অন্যরকম আনন্দ। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#16. মহৎ আকাশ চোখকে অনুপ্রাণিত করে। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#17. দিগন্তে হেলেপড়া সাদা আকাশের পিছু ছুটে ছুটে আজ আমি ক্লান্ত! _ রবীন্দ্রনাথ ঠাকুর
#18. আকাশে যখন সূর্য ওঠে পাখিরা গান গায়, ফুলেরা তাদের পাপড়ি মেলে প্রজাপতিকে চায়, তোমায় ছাড়া দুচোখ আমার কিছুই ভাবতে না চায়, তোমাকে সে রাখতে চায় তার দুটি পাতায়। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#19. সূর্য যেমন আকাশকে ভালোবাসে তেমনি আমিও তোমাকেও ভালোবাসি। _ রবীন্দ্রনাথ ঠাকুর
#20. আকাশ আমার কাছে একটি অসীম চলচ্চিত্র। সেখানে কী ঘটছে তা দেখতে আমি কখনই ক্লান্ত হই না। _ রবীন্দ্রনাথ ঠাকুর
সুখে পাঠক মন্ডলী, আপনাদের এখানে যে সকল ক্যাপশন গুলো দেখছেন এমনকি এখানে যে কবিতাটি দেখছেন সেই কবিতাটি আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের ওয়েব সাইটে পাবেন। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনার মনোযোগ সহকারে এই ক্যাপশনগুলো এই কবিতাগুলো পড়ে নিন। এই ক্যাপশনগুলো এই কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের পছন্দ হবে।
আপনারা চাইলে এই ক্যাপশন গুলো এই কবিতাগুলো আপনাদের পছন্দের মানুষকে পড়ে শুনাতে পারেন। আর আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সকল তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের প্রবন্ধগুলো নিয়মিত পড়ুন।