সাদা কালো ছবির ক্যাপশন | সাদা কালো নিয়ে ক্যাপশন

আমাদের আজকের পোস্টটি হল সাদাকালো ছবির ক্যাপশন নিয়ে আমরা অনেকেই আছে যারা খুব সাধারণভাবে জীবন যাপন করতে অনেক বেশি পছন্দ করি। আমরা অনেক সময় সাদা কালো ছবি তুলে সেই ছবিগুলো আমাদের ফোনে রেখে দেই প্রয়োজন মত এই ছবিগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। অনেকেই আছে যারা সাদাকালো এর ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশের মাধ্যমে নিজের শান্তি অনুভব করে থাকে। আপনি সাদা কালো ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারেন ঠিকই কিন্তু আপনাকে সাদাকালো ছবি প্রকাশ করার আগে অবশ্যই বেশ কিছু ক্যাপশন দেখে নিতে হবে।

এই ক্যাপশন গুলো দেখা মাত্র আপনি চাইলে আমাদের আর্টিকেল থেকে আপনার পছন্দ মত মানানসই ক্যাপশন গুলো নিয়ে নিতে পারেন। আমরা আমাদের আর্টিকেলের এই মুহূর্তে বেশ কিছু ক্যাপশন প্রকাশ করেছে যে ক্যাপশন গুলো নিয়ে আপনি চাইলে আপনার পোস্ট করতে পারেন।

প্রত্যেকটি মানুষের জীবন যেমন রঙিন তেমনি ভাবে প্রত্যেকটি মানুষের জীবনের সাদা কালো অধ্যায় রয়েছে। সাদা কালো অধ্যায় বলতে গেলে এখানে মানুষের জীবনের দুর্বিষহ এর কথা বোঝানো হয়েছে এবং মানুষের জীবনে যে উত্থানের পাশাপাশি পতনের সংযোগ রয়েছে তা ফুটিয়ে তোলা হয়েছে। জীবনের কোনো ক্ষেত্রে যদি আপনার জীবনের সাদা কালো অধ্যায়ের চলে

আসে তাহলে সেই সাদা কালো অধ্যায় থেকে উঠে আসার জন্য আপনার দরকার হবে অনুপ্রেরণার এবং সঠিক কর্মপদ্ধতির। কোনভাবে যদি আপনার জীবনে ভালবাসা থেকে খারাপ অবস্থার দিকে যাই তাহলে আপনাকে সঠিকভাবে নির্দেশনা মেনে চলতে হবে এবং সঠিকভাবে প্রত্যেকটি কাজ করার মাধ্যমে আপনি হয়ে উঠতে পারবেন একটা সময় আবার সফল ব্যক্তি।

আমাদের জীবনে চলার পথে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে পতন ঘটে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি নিজেদের কাজের প্রতি অবহেলা বা আগ্রহ প্রকাশ না করে থাকে তাহলে দেখা যায় যে সেই কাজে সফলতা কখনোই তো আসেই না বরং আমরা পতনের নিম্নস্তরের চলে যাই। তাই আপনার জীবনে যদি এরকম কোন ধরনের ঘটনা থেকে থাকে তাহলে আপনারা সেই অবস্থা থেকে অর্থাৎ সাদাকালো অবস্থা থেকে আপনাদেরকে সাদাকালো উক্তি পড়তে হবে।

এই জীবনে চলার পথে সাদাকালো অবস্থা থেকে রঙিন জীবনে উঠে আসার জন্য আপনাকে পরিশ্রমই হতে হবে এবং পরিশ্রমের পাশাপাশি আপনার ভেতরের নিজের যে অনুপ্রেরণা রয়েছে তা পুরোদমে জাগ্রত করতে অবশ্যই ভাল কথা বা ভালো লেখা পড়তে হবে। সুস্থ বিনোদনের পাশাপাশি আপনি যদি আপনার কাজের প্রতি একাগ্রতা প্রকাশ করেন তাহলে আপনি আপনার জীবনের সাদা কালো অধ্যায় থেকে একটা সময় রঙিন জীবনে অনুপ্রবেশ করতে পারবেন।

আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুকে অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের তোলা ছবি আপলোড করে থাকি। গতানুগতিক ধারার চাইতে আমরা যখন একটু অন্য ধরনের ছবি আপলোড করি তখন মনে করে যে সব সময়ই সাধারণ ছবি দিই এবং এই সময় যদি একটু অসাধারণ ছবি দেওয়া যায় তাহলে বন্ধু বান্ধব দের দৃষ্টি আকর্ষণ করা যাবে অথবা ছবিটি দেখতে ভালো লাগবে।

জীবনের সাদা কালো অধ্যায়ের মত আপনারা যখন এই ছবি আপলোড করবেন তখন তার সঙ্গে যদি একটি জীবনের সাদাকালো উক্তি বা অনুপ্রেরণা মূলক একটি ক্যাপশন জুড়ে দিতে পারেন তাহলে দেখবেন যে সেই ছবির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটি বন্ধু সেই ছবি পছন্দ করেছেন। আপনি কি আপনার জীবনের খুব খারাপ সময় পার করছেন এবং এর জন্য আপনি কি খুব বিষন্ন হয়ে থাকেন?

সাদা কালো ছবির ক্যাপশন

1. সাদা কালো ছবি জুড়ে রঙিন স্মৃতিদের ভিড়! বাদলা দিনে পথ হারিয়ে অনুরাগ হয়েছে নিবিড়।

2. জীবন তো বাঁধা থাকে সাদা কালো ফ্রেমে! তাতে ছিটে ফোটা রং লাগে বন্ধুত্বের টানে!

3. সাদা কালো ক্যানভাসে রঙিন স্বপ্ন বুনি, আবার স্বপ্নগুলো হত্যা করে আমিই হই খুনি!

4. সাদা কালো জীবনটা-ই আসল জীবন আর সুন্দর জীবন!

5. সাদা-কালো জীবন আমার! জীবন ক্যানভাসে ধূসর ছাড়া নেই অন্য কিছু! রঙিন স্বপ্নের পথে সাদা কালো নিয়েছে পিছু!

6. সাদা কালো পুঞ্জ মেঘ বিছানায় রাত্রি নিয়ে আসে দেয়ালে টাঙানো ছবি নিদ্রামগ্ন, হলুদপাতার সহবাসে।

7. চলছে জীবন, থামেনি এখনো! রংয়ের দুনিয়ায় সাদা কালো তেই ভীষণ স্বাচ্ছন্দ।

8. জীবন কখনো সাদা কালো আবার কখনো রঙিন।

9. আমি স্বপ্ন দেখতে ভালোবাসি সাদা, কালো, ধূসর! রঙবিহীন সব স্বপ্ন আমার! আমি আমার স্বপ্ন আঁকি আমার স্বপ্নের রঙতুলিতে।

10. জীবন ও স্রোত অবিরত বয়ে যায় সুখ-দু:খের এ জীবন! কল্পনায় দোল খায় সাদা কালো জীবন এখন গড়িয়ে যায়।

আরও পড়ুন- 50 টি ফেসবুক ক্যাপশন কবিতা সেরা উক্তি স্ট্যাটাস

11. মানুষের ছবি গুলোই শুধু রঙিন হয়! জীবন, সে তো এক সাদা কালো অভিনয়ের মঞ্চ।

12. সাদা কালো যুগে শুধু অর্থের অভাব ছিল, কিন্তু সবার জীবনে ছিল অপরিসীম সুখ।

13. জীবন এত সাদা কালো হয়ে গেছে, অন্য কোনো রঙ বেছে নেওয়া খুব কঠিন।

14. সাদা কালো জীবন, অগোছালো চুল, আর এক ঝুড়ি রঙিন ভালোবাসা!

15. জীবনের সবকিছু রঙিন নয়, কিছু জিনিস সাদা কালোও হয়।

16. সাদা কালো যতটা সরল, মানুষের জীবন ততটা সরল নয়।

17. জীবন কখনো সাদা কালো, আবার কখনো রঙিন। চলছে জীবন থামেনি এখনো, রংয়ের দুনিয়ায় সাদা কালো তেই ভীষণ স্বচ্ছন্দ!

18. রঙিন জীবন তোমার থাক! আমি না হয় সাদা কালো রঙহীন জীবন বেছে নিলাম।

19. রং তো শুধু কল্পনাকে রঙীন করে; জীবন তো সাদা কালো তেই সীমাবদ্ধ।

20. যেখানে পুরো ছবিটাই সাদা কালো, সেখানে রঙ্গিন ক্যাপশন বেমানান।

21. জীবন রঙিন নয়! যত রঙ সব থাকে কল্পনায় জীবনে! সাদা আর কালো ছাড়া আর কোন রং নেই! জীবনটা সাদা কালো।

22. চোখ সাদা কালো হলেও, স্বপ্ন দেখে রঙিন! তবু এতো রঙের মাঝেও জীবন যে বে-রঙিন।

23. হোক না সাদা কালো বা রঙিন; জীবন তো একটাই! নিজেকে নিজের মতো করেই চাই।

24. এখন কিছুটা রঙ এসেছে জীবনে। তবে সাদা কালো জীবন সুন্দর।

25. চারিদিকে ঘিরে রয়েছে আলোর রোশনাই, জীবন হোক না একটু আলোময়। শরীর যাক না পুড়ে হোক না ছাই, জীবন তো আমার সাদা-কালো, নেই রঙময়।

26. প্রতিটি মানুষ তার কঠোর পরিশ্রমের ভিত্তিতে সাদা কালো জীবনকে রঙিন করতে পারে।

27. শৈশবের সাদা-কালো জীবন ছিল সুখের, যৌবনের রঙিন পৃথিবীতে শুধুই বেদনা।

28. সাদা কালো জীবনে রঙিন স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছু নাহ।

29. সাদা কালো এই রঙিন জীবনে কারো জন্য কোন অভিমান, অভিযোগ, আফসোস বা কোন অনুভুতি নাই। শুধু আছে নিজেকে নিয়ে এক আকাশ পরিমান আফসোস।

30. তোর কাজলের কালো রঙে দেখেছিলাম আমার রূপ! সাদা কালো প্রেমে ছেয়ে যাবে চারিদিক অক্ষত আমাদের প্রেমের ধূপ।

তবে জীবনের সাদা কালো অধ্যায় যদি না আসে অথবা জীবনে যদি দুর্বিষহ নেমে আসে তাহলে আমরা আসলে সঠিক মানুষ চিনতে পারিনা। বর্তমান সময়ে একজন মানুষের অর্থ এবং প্রতিপত্তি থাকলে তার পাশে বসন্তের কোকিলের মত মানুষের অভাব হয় না। কিন্তু আপনি যখন দুর্বিষহ অবস্থায় করবেন অথবা আপনার জীবনে যখন সাদা কালো অধ্যায় চলবে তখন দেখবেন যে আপনার পাশে প্রকৃত বন্ধু ছাড়া আর অন্য কোনো মানুষ নেই এবং চাটুকাররা সব সময় আপনার থেকে দূরে অবস্থান করছে।

 

Leave a Comment