আপনারা যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে কোন ধরনের পোস্ট করতে চান তাহলে সেই পোস্টের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা বিভিন্ন ধরনের ক্যাপশন প্রদান করে থাকি। আর এই পোষ্টের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে আমরা ঝরা পাতা নিয়ে ক্যাপশন প্রদান করব যাতে করে এই ঝরা পাতা ক্যাপশন গুলো আপনারা বিভিন্ন ছবির সঙ্গে পোস্ট করতে পারেন। সাধারণত ঝরা পাতা বলতে গেলে একটা জিনিসের যে সতেজতা এবং তারুণ্য থাকে সেটা ঝরে যাওয়াকে বোঝানো হয়ে থাকে।
সেই দৃষ্টিকোণ থেকে গাছে যখন পাতা থাকে এবং গাছের পাতাগুলো যখন সজীব থাকে তখন মনে হয় এটা পূর্ণ যৌবন ধরে রাখতে পেরেছে। কিন্তু যখন পাতাগুলো ঝরে যায় তখন আমাদের মনে হয় যে মানুষের জীবন তো এমনই। আস্তে আস্তে পত্র পল্লব বিস্তার এর মধ্য দিয়ে এটা বড় পাতাতে পরিণত হয় এবং একটা সময় এটা শুকিয়ে ঝরে যায়। আর এভাবেই মানব জীবন আবর্তিত হচ্ছে। অর্থাৎ মানব জীবনে এভাবে ছোট থেকে শুরু হচ্ছে এবং আস্তে আস্তে যৌবনকাল এবং পরবর্তীতে বৃদ্ধকালের মধ্য দিয়ে নুয়ে পড়ছে।
ঝরা পাতার সঙ্গে মানব জীবনের যে সম্পর্ক রয়েছে তা একজন কবি অথবা একজন লেখক কিন্তু খুব সহজেই বুঝতে পারেন। তাই আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে কোন বিষয়টা আসলে বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে জানাতে পারব এবং আপনারা এখানে যেহেতু ঝরা পাতা নিয়ে ক্যাপশন সংগ্রহ করতে এসেছেন সেহেতু এই ক্যাপশন গুলো সংগ্রহ করে নিতে পারছেন। এ সকল ক্যাপশন এর মধ্য দিয়ে গভীর জীবন বোধের শিক্ষা আমরা অর্জন করতে পারি।
জীবনের প্রকৃত অর্থ ধরতে না পারাটাই আমাদের সবচাইতে বড় ভুল এবং মানুষ নিজেকে চিনতে না পারাটাই সবচাইতে বড় ভুল করে থাকে। মানব জীবন যদি জীবনের উদ্দেশ্য বুঝতে পারতো এবং এই জীবনে কিভাবে চললে ভালো হয় তা যদি বুঝতে পারত তাহলে এত এত ভুল মানুষ করত না। তাই একজন মানুষ হিসেবে আপনাকে সবসময় এটা ফলাফল নিয়ে ভাবতে হবে এবং আপনার ভবিষ্যৎ জীবনে যে এই পৃথিবীর বুকে আর অস্তিত্ব থাকবে না সে বিষয়টি বিশ্বাস করতে হবে।
গাছের পাতা ধরা নিয়ে কবিতা
সাধারণত বসন্তকালে গাছের পাতা ঝরে যায় এবং এই পাতা ঝরে যাওয়ার মধ্য দিয়ে আবার নতুন করে পাতা গজানো শুরু হতে থাকে। তাই এই যে ঋতুর আবর্তন এবং গাছের পাতার আবর্তনের চক্র রয়েছে সেটার মধ্য দিয়ে আসলে মানব জীবনকে ইঙ্গিত করা হয়। সকল কিছুর ক্ষেত্রে নির্দিষ্টতা রয়েছে এবং স্বল্প জীবনে আমরা আসলে কে কি করে বেড়াচ্ছি সেটার হিসাব-নিকাশ নিজ নিজ সৃষ্টি করতে রাখছেন। তাই গাছের ঝরা পাতা আমাদেরকে মনে করিয়ে দেয় একসময়ের সেই সজীবতা এবং পূর্ণ যৌবন মানুষের থাকবে না।
বসন্তের ঝরা পাতা নিয়ে ক্যাপশন
বসন্ত কালে গাছ থেকে যে পাতা ঝরে যায় সেটা নিয়ে আপনারা বিভিন্ন সময় ছবি তুলে থাকেন এবং পাতার রং যদি সুন্দর হয় তাহলে খুব ভালো মতো ছবি তোলা যায়। ঠিক সেই ভাবে আপনারা আমাদের ওয়েবসাইটের পোস্ট ভিজিট করার মাধ্যমে বসন্তের ঝরা পাতা নিয়ে বিভিন্ন ধরনের ক্যাপশন পাচ্ছেন। বসন্তের এই ঝরা পাতা নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন গুলো আপনারা বিভিন্ন পোস্টের সঙ্গে সংযুক্ত করতে পারলে কিন্তু খুবই ভালো হবে।
ঝরা পাতা নিয়ে উক্তি
-
- সঠিক মরশুম না এলে শুকনো পাতা ঝরে না, ঠিক তেমনি সঠিক মরশুম না এলে নতুন পাতা গজায় না।
- পুরনো পাতা ঝরে যাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম জাদু আছে।
-
- প্রতিটি পাতা আমার কাছে সুখের কথা বলতে বসন্তের শেষে গাছ থেকে ঝাঁপিয়ে পড়ে।
- ঝরা পাতা দেখতে কত সুন্দর, গাছের পাতা সবুজ থেকে ক্রমে হলুদ হয় এরপর ধীরে ধীরে লালচে রং ধারণ করে, এই শুকনো পাতা গাছে থাকাকালীন যেমন গাছটির সৌন্দর্য্য বৃদ্ধি করে, তেমনই ঝরে পড়ে গিয়ে রাস্তার পাশ সাজিয়ে রাখে, যা দেখতে খুব ভালো লাগে।
- শুকনো পাতার ঝরে যাওয়াই ভালো, তবেই তো নতুন পাতা গজানোর জায়গা হয়ে উঠবে।
-
- ভাবছি তোমায় নিয়ে ঝরা পাতায় সাজানো একটি রাস্তায় হাঁটতে যাবো, তোমার সাথে একটু ভালো সময় কাটাবো সেই পথে।
- ঝরা পাতা গাছের নিচে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে পচে যায়, এই মাটির সংস্পর্শে এসে এই পচা পাতাই গাছের বৃদ্ধিতে সহায়তা করে।
- পাতা ঝরার মরশুমে, রাস্তার পাশে হেঁটে যাবো তুমি আর আমি, হাতে হাত রেখে পায়ে পায়ে এগিয়ে যাবো, রাস্তার পাশের সারি সারি গাছগুলো তাদের শুকনো পাতা ঝরিয়ে আমাদের এই বিশেষ মুহূর্তকে আরো মনোরম করে তুলবে।
- প্রতিটি পরিবর্তনে, প্রতিটি ঝরা পাতায় কিছু ব্যথা থাকে, কিছু সৌন্দর্য থাকে, এভাবেই নতুন পাতা গজায় এবং সময়ের সাথে রং বদলে নিয়ে গাছের নিচেই ঝরে পড়ে যায়।
- তোমায় দূরে চলে যেতে দেখে বিরহ ব্যথায় কাতর হয়ে ঝরা পাতার মতো আমি লুটিয়ে পড়েছি ভূমিতে, আর বাঁচার কোনো ইচ্ছা নেই।
ঝরা পাতা উড়িয়ে নিয়ে যাক, সমস্ত মন খারাপের রেশ, তারপরের বৃষ্টি এসে ধুইয়ে দিয়ে যাক যতো গ্লানি এরপর এক রোদ্দুর দিয়ে যাক নতুন আলোয় ভরা, জীবনের যতটুকু পথ বাকি।
-
- আমার জীবন ঝরা পাতার মতো হয়ে গেছে, আমি নিজের মধ্যে কোনো কিছু নিয়ে সতেজতা বোধ করি না।
-
- পাতা ঝরার মরশুম খুব মনোরম, রাস্তার পাশের গাছগুলো আমাদের স্বাগত জানাতে যেন রাস্তায় নিজের পাতাগুলো ছড়িয়ে দিয়ে রাখে।
-
- ঝরা পাতার উপর দিয়ে হেঁটে গেলে যে মর্মর ধ্বনির সৃষ্টি হয় তা আমার খুব মনোরম লাগে।
-
- বসন্তের দখিনা বাতাসে ঝরে পড়ছে জীর্ণ, শুষ্ক, পাতা। চরাচরে কান পাতলে ভেসে আসছে ঝরা পাতাদের মর্মর ধ্বনি। চোখ মেললেই দেখা যাচ্ছে, বনে বনে ঝরা পাতার আদিঅন্তহীন ধূসর বিস্তার।
-
- ঝরা পাতা গো, আমি তোমারি দলে অনেক হাসি অনেক অবলে ফাল্গুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে।
ঝরা পাতা নিয়ে যে সকল উক্তি দিয়ে দিলাম সেগুলো কিন্তু গভীর জীবন বোধের সাক্ষ্য প্রদান করে। এ সকল উক্তি আপনারা পড়ে নেওয়ার পাশাপাশি যখন বুঝতে পারবেন যে এই উক্তিগুলো আসলেই আমাদের অনেক মেসেজ প্রদান করে তখন সেই মেসেজ অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করতে সুবিধা হবে। তাই ঝরা পাতা নিয়ে যে সকল উক্তি আমরা আপনাদের উদ্দেশ্যে প্রদান করলাম সেগুলো পড়ে দেখুন এবং ভালো লাগলে সংগ্রহ করে নিন। আর এই সকল উক্তি আপনারা বিভিন্ন সময়ে ক্যাপশন হিসেবে প্রদান করলে খুবই ভালো হবে।