বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের মুখে রুচি কমে যায়। অনেক সময় বাচ্চারা অনেক সময় খাওয়া দাওয়া কমিয়ে দেয়। বাচ্চাদের খাওয়া দাওয়া নানা কারণে কমে যেতে পারে এর পিছনে পরিবারও দায়ী। পরিবারের সদস্য তাকে যদি ঠিকমতো খেতে না দেয় তাহলে বাচ্চা খাবারের প্রতি রুচি কমে যাবে। আপনার বাচ্চা কি খেতে পছন্দ করে কখন খায় এটা আপনি ভালো করে জানেন তাই তাকে সময়মত তার পছন্দের খাবার দিতে হবে। না হলে আপনার বাচ্চার খাবারের প্রতি অনিও চলে আসবে।
অনেক বাবা মা আছে বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে এটা করা কখনোই উচিত না। আপনারা কখনো বাচ্চাদের জোর করে খাওয়াতে যাবেন না এতে করে হিতের বিপরীত হতে পারে। বাচ্চার চাহিদা অনুযায়ী তাদেরকে খাবার দেয়ার চেষ্টা করুন তাহলেই তাদের রুচি ঠিকমতো থাকবে।
বাবা-মা যদি বাচ্চাকে ঠিকমতো সময় না দেয় তাহলে তার খাবারের অরুচি চলে আসতে পারে। তার মেধা বিকাশ ঘটতে বাধাগ্রস্ত হয়। তাই যতটুকু পারবেন বাচ্চাকে সময় দিবেন এবং তাদের নিয়মিত খাবারের চেষ্টা এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন।
অসুস্থতার কারণে বাচ্চা খাবারের রুচি কমে যেতে পারে জ্বর সর্দি কাশি এগুলো বাচ্চা নিয়মিত হয়ে থাকে তাই তার সব সময় যত্ন নিতে হবে এবং দেখতে হবে তার জন্য কখনো অসুস্থ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
অনেক সময় বাচ্চাদের রক্তস্বল্পতার কারণে খাওয়াতে অরুচি চলে আসে তাই সব সময় চেষ্টা করতে হবে যে সকল শাকসবজি খেলে বা বাচ্চার রক্তস্বল্পতা হয় না সে খাবারগুলো বাচ্চাকে দিতে হবে।
অনেক সময় বাচ্চাদের মানসিক চাপের কারণে খাওয়া দাওয়া কমিয়ে দেয়। বাচ্চাকে কখনোই পড়াশোনা বা অন্য কোন কাজে বেশি জোর খাটানো যাবে না এতে করে তাদের মানসিক চাপ বেড়ে যায়। তাই চেষ্টা করতে হবে সব সময় তাদের স্বাভাবিকভাবে রাখার তাহলে আপনার বাচ্চার রুচি স্বাভাবিক থাকবে।
ছোট বাচ্চাদের খাওয়ার রুচির ঔষধ
জিংক বি সিরাপ
বিকোজিন সিরাপ
পোগো সিরাপ
Seas Plus Syrup
Bextram Kids Syrup
Filwel Kids Syrup
Wellkid Syrup
Dorakid Syrup
Mixavit Syrup
উপরের দেওয়া ওষুধ গুলোর নাম গুলো আপনারা আপনাদের ফোনে অথবা খাতায় লিখে রাখতে পারেন। এই ওষুধগুলো খাওয়ালে বাচ্চার মুখে রুচি ফিরে আসবে তাই আপনারা আমাদের পোস্ট দেয়া ওষুধের নাম গুলো লিখে নিয়ে আপনার নিকটস্থ ফার্মেসির দোকানে গেলে আপনারা এই ওষুধগুলো পেয়ে যাবেন। এই ওষুধগুলো খাওয়ানোর বেশ কিছু নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের ওষুধ খাওয়ানোর।
বাচ্চাদের বাবা-মাকে বাচ্চাকে সময় দিতে হবে। বাচ্চাকে সব সময় খাবারের বাটি নিয়ে তার মুখে সামনে গিয়ে বিরক্ত করা যাবে না তার চাহিদা মত তাকে খাবার দিতে হবে। খিদা লাগার সময় তৈরি করে দিতে হবে। খেলাধুলা ও দৌড়াদৌড়ি করলে বাচ্চাদের খাবার হজম হয় বেশি এবং তাদের খিদা লাগে তাই শিশুর মুখে যতই অরুচি হোক যখন সে খেলাধুলা করে বাড়িতে আসবে তখন সে খিদার তাড়নায় খেতে থাকে। বাচ্চাকে কখনো জোর করে খাবে না সে যদি খেতে না চায় তারা যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলো তাদের দিতে পারেন।
তারা যে খাবার বেশি খাবে তাদের সেই খাবার বেশি করে দিবেন তাহলে তাদের মুখে রুচি চলে আসবে। আপনার বাচ্চাদের প্রতিদিন বিভিন্ন রকমের খাবার দিতে পারেন তাহলে তাদের মুখের রুচি আসবে এবং তাদের খেতে ভালো লাগবে। সব সময় চেষ্টা করবেন পরিবারের সবাই একসাথে বসে। তাহলে শিশুরা আনন্দ পাবে এবং একসাথে বসে খেতে খেতে গল্প করবেন তাহলে দেখবেন সে আপনাদের সাথে ভালোভাবে খেতে পাচ্ছে। পরিবারের সবাই একসাথে খাবার খেলে শিশুদের খাবারের আগ্রহ বাড়ে।