তেলাপোকা মারার ঔষধ

তেলাপোকা অত্যন্ত ক্ষতিকর একটি প্রাণী। এই প্রাণীটি মানুষের সাথেই বসবাস করে থাকে। মানুষের সাথে অর্থাৎ যে জায়গা মানুষ বসবাস করে সে সকল জায়গায় অর্থাৎ মানুষের ধারে কাছেই এরা বসবাস করে থাকে। এ কারণে বলা যায় যে মানুষের কাছাকাছি থাকতে এরা বেশ অভ্যস্ত। অত্যন্ত প্রাচীন বা খুব প্রাচীন এই প্রাণীটি মানুষের কাছাকাছি যেহেতু বসবাস করে থাকে এবং মানুষের জন্য সাধারণত ক্ষতির বিষয়টি বয়ে আনে। অর্থাৎ মানুষ যেখানে বসবাস করে আর সে যখন বসবাস করার ক্ষেত্রে যে সকল নোংরা আবর্জনা যে জায়গায় ফোলানো হয় সেই সকল জায়গায় তারা দলবদ্ধ ভাবে বসবাস করে থাকে। অর্থাৎ মানুষের বসবাসের জায়গায় নোংরা নোংরা জায়গা গুলোতে তেলাপোকা বসবাসের জন্য বেছে নেয়।

মানুষের সংস্পর্শে আসে কখনো কখনো আর যখনই মানুষের খাবারের কোন সংস্পর্শে এসে যায় তখন অবশ্যই তেলাপোকা মানুষের অনেক ধরনের রোগ এর কারণ হয়ে দাঁড়ায়। তাই কি তেলাপোকা দূর করতে হবে আমাদের ঘরবাড়ি থেকে বা গৃহ থেকে। তেলাপোকা দূর করার অর্থ হলো তেলাপোকা কে মেরে ফেলতে হবে এখন মারার জন্য কোন ঔষধ গুলি ব্যবহার করলে শুধুমাত্র তেলাপোকায় মারা যাবে আমাদের শরীরের বা আমাদের অন্যান্য কোন প্রাণী যেগুলো গৃহে পালিত হয় সে সকল প্রাণীর কোন সমস্যা না হয় সে বিষয়টি আমাদের দেখতে হবে।

তেলাপোকা মারার প্রয়োজনীয়তা

যেহেতু তেলাপোকা শুধুমাত্র ক্ষতি করে থাকে কোন ধরনের উপকার করে থাকে না সেজন্য তেলাপোকা আমাদের গৃহ থেকে সরাতে হবে বা মেরে ফেলতে হবে। যদিও ইকো সিস্টেমে প্রত্যেকটি প্রাণীর গুরুত্ব রয়েছে আমাদের এই পরিবেশে তাই তেলাপোকার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো গুরুত্ব যে আছে যে বিষয়টি আমরা জানিনা। কিন্তু তারপরেও যেহেতু মানুষের জন্য ক্ষতিকর এই প্রাণী এই কারণেই দেখা যাচ্ছে যে মানুষের গৃহে বসবাস করলে মানুষের বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে এসে পড়ে এবং তখন আমাদের অজান্তে সেই খাবার পেটে গেলে অবশ্যই পেটের নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়।

এসব নানা দিক বিবেচনা করে দেখা যায় যে তেলাপোকা যেহেতু ক্ষতিকর প্রাণী এবং মানুষের ক্ষতি করছে এবং অন্যান্য প্রাণীর যে খুব একটা খাদ্য তালিকায় এই তেলাপোকা রয়েছে সেটিও বা দেখা যায় না। তাই আমাদের গৃহ থেকে যদি তেলাপোকা আমরা বাদ দিতে পারি বা তেলাপোকা কে যদি মারতে পারি তাহলে পরিবেশের খুব একটা বেশি ক্ষতি হবে এমনও বলা যায় না। তাই এ সকল কারণ বিবেচনা করে দেখা যায় যে তেলাপোকা কে আমাদের ঘরবাড়ি থেকে বাৃহ থেকে মেরে ফেলাটাই বেশি উচিত। যদিও তেলাপোকা একটি সৃষ্টিকর্তার সৃষ্টির একটি অংশ তাই মানুষের মেরে ফেলা এখানে কোন ইখতিয়ার নেই বলেই মনে করা হয় বা এটি সমর্থনযোগ্য নয়।

তেলাপোকা মারার ঔষধ

তেলাপোকা কে মারতে হলে আমরা বাজারে বিভিন্ন ধরনের ঔষধ দেখে থাকি। এবং এই ঔষধ গুলো তেলাপোকা মারার জন্য বিভিন্নভাবে কার্যকরী। তাই আমরা যদি আমাদের গৃহ থেকে টয়লেট বাথরুম বা নোংরা আবর্জনা থেকে তেলাপোকা কে মারতে চাই তাহলে অবশ্যই এই ঔষধ গুলি ব্যবহার করতে পারেন। তেলাপোকা মারার ঔষধের নামগুলো এখন আপনারা আমাদের এখান থেকে দেখে নিতে পারবেন। তেলাপোকা মারার জন্য কোন কোন ঔষধ ব্যবহার করলে সবচাইতে বেশি ভাল হয় সে বিষয়টি অবশ্যই আমাদের জানতে হবে বা জেনে নিতে হবে।

তাহলে চলুন আমরা এখন দেখবো যে তেলাপোকা মারার ঔষধ গুলি কোনগুলো যেগুলো সক্রিয় ভাবে আমরা ব্যবহার করতে পারি। বেরিক অ্যাসিড দিয়ে তেলাপোকা মারা যায়। অর্থাৎ তেলাপোকা নিধনের জন্য প্রয়োজনীয় একটি রাসায়নিক। ঘরোয়া উপায়ে যদি আমরা তেলাপোকা মারতে চাই তাহলে অবশ্যই এই বরিক এসিড প্রয়োজন। ঘরের কোনে বোরিক অ্যাসিড পাউডার আঁটা বা ময়দা কিংবা চিনি মিশিয়ে সামান্য পরিমাণে ছড়িয়ে দিন। তাহলেই দেখতে পাবেন তেলাপোকার আসল মজা। সব তেলাপোকা আপনার ঘর থেকে পালাবে এবং মারা পড়বে।

Leave a Comment