আপনারা যারা বাইক লাভার আছেন তাদের জন্য আজকের পোস্ট খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আমাদের এই পোস্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনি কিভাবে খুব সহজে বাইকের ডিজিটাল নাম্বার প্লেট আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে চেক করতে পারবেন। আপনাকে আর কম্পিউটার দোকানে গিয়ে আপনার ডিজিটাল নাম্বার প্লেট চেক করতে হবে না।
আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড বাইক কিনে থাকি। তখন আমাদের নাম্বার প্লেট চেক করার প্রয়োজন পড়ে, আমরা যে বাইকটি কিনছি সেটা আসলেই চুড়াই না আসল বাইক সেটা খুব সহজে জানা যাবে। হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে চাইলেই নাম্বার প্লেট চেক করে নেয়া যায়।
সবার প্রথমে https://www.ipaybrta.cnsbd.com/ সাইটে প্রবেশ করুন তার পরে আপনি সাইটে প্রবেশ করার আপনি Create Account অপশনে ঢুকে, প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। Registered vehicle payment অপশনে কিল্ক করতে হবে।
পরবর্তী অপশনে ক্লিক করলে অন্য একটি পেজে নিয়ে যাবে।এই পেজে আসার পরে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, চেচিস নাম্বার সহ যাবতীয় তথ্য দিতে হবে। এই তথ্য দেবার পরে আপনার বাইকে যদি কোন ধরনের সমস্যা থাকে, তাহলে আপনাকে পরবর্তী পেজে প্রবেশ করতে হবে না। আর যদি আপনার সব তথ্য সঠিক থাকে তাহলে আপনি পরবর্তী যেতে পারবেন এবং আপনার বাইকের সব তথ্য দেখতে পাবেন।
আপনি নিজেই আমাদের পুরো পোস্টটি পড়লে আপনার মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার চেক করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আপনি ডিজিটাল নাম্বার প্লেট চেক করবেন।আপনার মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট করতে হলে অবশ্যই আপনাকে ট্যাক্স টোকেন ও ফিটনেস হাল লাগাদ করার জন্য নির্ধারিত ফি জমাদান করতে হবে।
গাড়ির নাম্বার প্লেট হালনাগাদ করবেন কিভাবে
- গাড়ির হালনাগাদ করতে হলে অবশ্যই প্রয়োজনীয় ফি প্রদান করতে হবে সেই ফ্রি প্রদান করে প্রয়োজনীয় রশিদ সঙ্গে রাখতে হবে।
- রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি লাগবে।
- ফিটনেস সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি।
- হালনাগাদ ট্যাক্স টোকেনের সত্যায়িত ফটোকপি রাখতে হবে।
গাড়িতে হাল লাগার সংযোজন পদ্ধতি
নাম্বার প্লেট হাল নাগাদ করতে হলে। ব্যাংকে গিয়ে আপনাকে টাকা জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমা ধানের সময় আপনাকে পদ্ধতিতে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করতে হবে। নিচে মেসেজ কিভাবে পাঠাবেন তা দেখানো হলো :
NP<space>A<space>Date এবং পঠিয়েদিন 6969 নাম্বারে।
যেমনঃ চলতি মাসের ১৫ তারিখ এ্যাপয়েন্টমেন্ট করার জন্য এভাবে লিখুন – NP A 15 এবং 6969 নাম্বারে Send করুন।
এইভাবে এসএমএস পাঠানোর পরে আপনার কাছে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে। আপনার গাড়ির নাম্বার প্লেটের সময়, তারিখ সহ যাবতীয় সবকিছু।উপরে দেখানো প্রয়োজনীয় কোন চাইলে আপনি এখন খুব সহজে ফোনের মাধ্যমে করে নিতে পারেন।