ডিগ্রি থেকে মাস্টার্স করার নিয়ম

আপনি যখন তিন বছর মেয়াদের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স সম্পন্ন করবেন তখন আপনাদের চাহিদা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল কলেজের মাস্টার্স কোর্স করার সুযোগ রয়েছে সেখানে মাস্টার্স করতে পারেন। তাই ডিগ্রি থেকে মাস্টার্স করার নিয়ম জানতে যারা এখানে এসেছেন তাদেরকে আমরা এই তথ্যগুলো উপস্থাপন করছি এবং আশা করি আপনারা এখানকার বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়লে প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হয়ে যাবে।

আমাদের দেশের শিক্ষাব্যবস্থা অনুযায়ী আপনি যখন দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হবে অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন এডমিশন টেস্টে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য এপ্লাই করবেন। যেহেতু এসব ক্ষেত্রে ভর্তি হওয়ার অনেকের আগ্রহ থাকে সেহেতু ভালো মতো পরীক্ষায় প্রস্তুতি গ্রহণ করার ভিত্তিতেই আপনারা সকল দিক থেকে নিজেদেরকে এগিয়ে রাখতে পারবেন। আর যদি কোন কারণে প্রস্তুতি না নেন এবং ডিগ্রী করার সিদ্ধান্ত থাকে তাহলে নিজের এলাকায় যে কলেজ থেকে উত্তীর্ণ হতে পেরেছেন সেই কলেজেই হয়তো ডিগ্রী করার সুযোগ থাকবে।

অনেকে আছেন যারা পারিবারিক চাপের কারণে পড়াশোনা করতে পারেন না এবং এই কারণে ডিগ্রী কোর্স করার ভিত্তিতে কাজও করতে পারেন এবং পরীক্ষার সময় অংশগ্রহণ করে এটা সম্পন্ন করতে পারেন। তাই ডিগ্রিতে ভর্তি হতে পারলে আপনাকে তিন বছর মেয়াদী একটা কোর্স করানো হবে এবং তিন বছরে পরীক্ষা দেওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে। আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় যে বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন ঠিক একই বিভাগে ভর্তি হতে পারবেন। সেখানে আপনাদেরকে নির্দিষ্ট একটা বিষয় না পড়ে সে বিষয়ে বিস্তারিত ধারনা খন্ড খন্ড আকারে প্রদান করা হবে।

তিন বছরে তিনটি ফাইনাল পরীক্ষা দিয়ে আপনারা যখন উত্তীর্ণ হতে পারবেন তখন আপনাকে নিয়ম অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হবে এবং ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রিভিয়াস মাস্টার্স এর জন্য আবেদন করতে হবে। সার্কুলার অনুযায়ী আবেদন করলে আপনাকে আপনার ফলাফল অনুযায়ী সেই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হবে।ভর্তি হতে পারলে আপনারা এক বছর প্রিভিয়াস মাস্টার্স এর কোর্স করবেন এবং এটা শেষ করার পর মাস্টার্স ফাইনালে ভর্তি হতে হবে। এভাবে যখন মাস্টার্স ফাইনালে ভর্তি হতে পারলেন তখন সেখানেও আপনাদেরকে এক বছরের একটা কোর্স সম্পন্ন করতে হবে।

প্রধানত মাস্টার্স এক বছরের কোর্স এবং প্রিভিয়াস এক বছরের কোর্স মিলিয়ে মাস্টার্স করতে আপনার দুই বছর সময় লাগবে। যারা অনার্স করে থাকেন তাদের অনার্স শেষ করার পর সরাসরি এক বছরের মাস্টার্স ফাইনাল ইয়ারে ভর্তি হওয়ার সুযোগ প্রদান করা হয়ে থাকে। তাই সেই হিসেবে অনুযায়ী অনার্স যারা করেছেন তাদের এক বছর এবং ডিগ্রি যারা করেছেন তাদের দুই বছর সময় লাগে। এভাবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী থেকে মাস্টার্স করতে পারবেন এবং এক্ষেত্রে খরচের ব্যাপারে কোর্স ফি এবং অন্যান্য খরচ রয়েছে।

ডিগ্রি করে কি পাবলিক বিশ্ববিদ্যালয় মাস্টার্স করা যায়

অনার্স পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে না পারলেও যারা ডিগ্রি করছেন তারা পরবর্তীতে হয়তো ভাবতে পারেন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কোর্স করা যাবে কিনা। তাই তাদের উদ্দেশ্যে বলবো যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় এ বিষয়ে সুযোগ প্রদান করে থাকে। কারণ ডিগ্রী পরীক্ষায় আপনি যদি পর্যাপ্ত পরিমাণ সিজিপিএ পেয়ে থাকেন এবং আবেদন করার সুযোগ পেয়ে থাকেন তাহলে এডমিশন পরীক্ষার মাধ্যমে আপনাকে মাস্টার্সে ভর্তি হতে হবে। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় সুযোগ প্রদান করা হয়ে থাকলেও অনেক বিশ্ববিদ্যালয় সুযোগ প্রদান করে না। তাই যে সকল বিশ্ববিদ্যালয় সুযোগ প্রদান করবে সেগুলোতে আপনারা পর্যাপ্ত প্রস্তুতির ভিত্তিতে অংশগ্রহণ করবেন।

ডিগ্রী পড়ে কোন কোন বিষয়ে মাস্টার্স করা যায়

আপনি যদি ডিগ্রী পড়ে মাস্টার্স করতে চান তাহলে কোন বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনাদেরকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান ইসলামের ইতিহাস সমাজবিজ্ঞান সমাজকর্ম এ সকল বিষয়ে মাস্টার্স করতে দেওয়া হয়। একইভাবে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে পারলে আপনাদেরকে উদ্ভিদবিজ্ঞান অথবা অন্যান্য বিজ্ঞানভিত্তিক বিষয়ে মাস্টার্স করতে দেওয়া হবে। বাণিজ্যিক বিভাগের উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করা হয়।

Leave a Comment