আমরা জানি যে এই বৈচিত্রময় পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী রয়েছে। এবং এ সকল উদ্ভিদ এবং প্রাণী একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। কারণ উদ্ভিদ হল উৎপাদক। অর্থাৎ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে মাটি থেকে পানি নিয়ে বাতাসের কার্বন-ডাই-অক্সাইডের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাই উদ্ভিদের ওপর সকল প্রাণী নির্ভরশীল খাদ্যের জন্য। পৃথিবীতে শুধুমাত্র উদ্ভিদ এই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
কোন প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্রাণীরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। তাই উদ্ভিদ প্রাণী বড় প্রাণী এভাবে একে অপরের ওপর নির্ভরশীল খাদ্যের জন্য। তাই আজকে আপনারা আমাদের এখান থেকে খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খল এই দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য কি সেই বিষয়টি জানানোর জন্য আমাদের এখানে এসেছেন। আমরা অবশ্যই আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে জানাবো এখন।
খাদ্যজাল কি
খাদ্যজাল বা খাদ্য চক্র বহু খাদ্য শৃংখলের সংযোগে তৈরি প্রাকৃতিক অবস্থাকে বুঝিয়ে থাকে। সাধারণত আমরা জানি কোন অঞ্চল অথবা কোন জায়গায় বিভিন্ন ধরনের খাদক এবং উৎপাদক রয়েছে। অর্থাৎ যারা খাদ্য উৎপন্ন করে তাদেরকে উৎপাদক বলা হয় যেমন উদ্ভিদ। আর প্রাণীরা খাদক। অর্থাৎ ছোট ছোট ঘাসের পাতার রস বা এ সকল ঘাস খেয়ে ছোট ছোট পোকামাকর বেঁচে থাকে। ছোট ছোট পোকামাকড় কে খেয়ে তার চাইতে বড় যে যেমন ব্যাঙ মাছ এরা বেঁচে থাকে।
আবার ব্যাংক মাছ এদেরকে খেয়ে তার চাইতে বড় প্রাণী যেমন সাপ এরা বেঁচে থাকে। আবার সাপ কে খেয়ে ঈগল পাখি বাঁচে। এতক্ষণ আমরা যে কথাটা বললাম এটি একটি খাদ্য শৃংখল। তাই আমরা আমাদের দেশের বিভিন্ন স্থানে যেমন একটি পুকুর সমুদ্রের একটি অঞ্চল অথবা বোনের একটি অঞ্চল অথবা শহরের কোন একটি জায়গায় এই ধরনের অনেক খাদ্যশৃংখল বিরাজমান।
খাদ্য শৃংখল
কোন অঞ্চলের অথবা ছোট জায়গার বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ে গঠিত খাদ্য যে একটি ছাত্র রয়েছে সেটিকে সাধারণত খাদ্য শৃঙ্খল বলা হয়। অর্থাৎ পুকুরের মধ্যে যে চেইন রয়েছে খাদ্যের সেটি একটি খাদ্য শৃংখল। যেমন বলা যেতে পারে যে পুকুরের ছোট ছোট উদ্ভিদ অথবা শ্যাওলা জাতীয় উদ্ভিদকে ছোট ছোট মাছগুলো খেয়ে বেঁচে থাকে। আমার ছোট ছোট এই মাছগুলোকে তার চাইতে বড় মাছ অথবা ব্যাংক এ জাতীয় প্রাণী গুলো খেয়ে বেঁচে থাকে। আবার সেই ছোট
মাছকে অর্থাৎ ব্যাংক বা একটু বড় যে মাছগুলো তাদেরকে খেয়ে বড় বড় মাছগুলো বেঁচে থাকে। যেমন শ্যাওলা ছোট মাছ ব্যাঙ সাপ বা বড় মাছ। এটি হল একটি পুকুরের খাদ্য শৃংখল। অনুরূপভাবে দেখা যায় যে কোন এরকম ভাবে দেখা যায় যে একটি মরু অঞ্চলের একটি মেরু অঞ্চলের অথবা কোন জঙ্গল এর খাদ্যশৃঙ্খল আলাদা আলাদা হয়ে থাকে। এভাবে অসংখ্য ছোট ছোট খাদ্য শৃংখল মিলে একটি খাদ্যজাল তৈরি হয়। তাই দেখা যায় যে খাদ্যজাল এবং খাদ্য শৃংখল আসলে একই বিষয় নয়।
খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য
আমরা এর মধ্যে আগেই বলে রেখেছি যে খাদ্যশৃঙ্খল হলো ছোট কোন জায়গার বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়ে গঠিত খাদ্য চাট। আর এরকম সেই অঞ্চলের বিভিন্ন ধরনের খাদ্য শৃংখল গুলি মিলে একত্রে খাদ্যজাল তৈরি হয়। তাই দেখা যাচ্ছে যে বৃহৎ অর্থে খাদ্যজাল আর ক্ষুদ্র অর্থে একটি জায়গার খাদ্য সেন হলো খাদ্য শৃংখল। এই দুইটির মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। খাদ্য জলের মধ্যে খাদ্য শৃঙ্খল থাকতে পারে কিন্তু খাদ্য শৃঙ্খলের মধ্যে খাদ্যজাল থাকে না। তাই আপনারা এ ধরনের যে কোন তথ্য পাওয়ার জন্য আপনারা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে থাকেন তাহলে আপনার সব ধরনের তথ্যই জানা হবে বলে আমরা বিশ্বাস করি। তাই আপনারা বারবার আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের সঙ্গে থাকতে পারেন।