মোহরানা ও কাবিন এর মধ্যে পার্থক্য

আমাদের ওয়েবসাইটটি বেছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটের আজকের আর্টিকেলটিতে মোহরানা ও কাবিন বলতে কি বুঝায়, মোহরানা ও কাবিন এর মধ্যে কোন পার্থক্য আছে কি না, মোহরানা ও কাবিনের মধ্যে পার্থক্য থাকলে কি পার্থক্য রয়েছে এর বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি মোহরানা ও কাবিন সম্পর্কে ধারণা অর্জন করতে চান, মোহরানা ও কাবিনের মধ্যে পার্থক্য জানতে চান, তাহলে এই আর্টিকেলটি পড়তে পারেন। আশা করি এই আর্টিকেলটা পড়লে আপনার ভালো লাগবে এবং এই বিষয়ে তথ্য সংগ্রহ করার মাধ্যমে আপনি উপকৃত হবেন।

অনেকের মনে করে মোহরানা ও কাবিন একই জিনিস। কিন্তু প্রকৃতপক্ষে মোহরানা ও কাবিন এক নয় বরং দুইটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। মোহরানা ও কাবিন এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কাবিননামা হচ্ছে একটি চুক্তি। আর দেনমোহর বা মোহরানা হল স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য অধিকার। স্বামী তাকে স্পর্শ করার আগেই দেনমোহর পরিশোধ করতে হয়। কাবিননামা বিয়ের জন্য আবশ্যক নয় এবং দেনমোহর বিয়ের জন্য আবশ্যক একটি বিষয়।

মোহরানা বা দেনমোহর কি?

দেনমোহর মূলত স্ত্রীর অধিকার। দেনমোহর বর কনেকে দেয়। বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত দেনমোহর। ইসলামে দেনমোহর সম্পর্কে গুরুত্ব আরোপ করা হয়েছে বা বলা হয়েছে। বিয়ের অন্যতম শর্ত অনুযায়ী স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিয়ের সময় কিছু অর্থ অথবা সম্পদ লাভ করবেন বা অর্থ সম্পদ পাওয়ার অধিকার লাভ করবে। বিয়ে ধার্য হওয়ার কথা এলে প্রথমে দেনমোহর চূড়ান্ত করে নিতে হয়। দেনমোহর চূড়ান্ত হলে তা স্ত্রীকে স্পর্শ করার আগেই স্বামীকে পরিশোধ করে দিতে হবে। মূলত ইসলামে এ ধরনের বিধান রয়েছে।

কাবিন বা কাবিননামা কি?

কাবিননামা মূলত একটি চুক্তি। কাবিননামা বা কাবিন বলতে বর-কনের বিয়ে সম্পাদনের লিখিত দলিল বা লিখিত চুক্তিকে বুঝানো হয়। একটি বিয়ে সুষ্ঠুভাবে বা বৈধভাবে সম্পন্ন হওয়ার জন্য কাবিননামা আবশ্যক নয় বরং কাবিননামা হচ্ছে একটি আইনী বাধ্যবাধকতা। আইন মোতাবেক একটি বিয়ে সম্পন্ন করতে হলে কাবিননামা করা জরুরী।

বাংলাদেশের আইন অনুযায়ী সরকার কর্তৃক মনোনীত একজন কাজী থাকেন। সেই কাজী সরকার নির্ধারিত নিয়মে কাবিননামা সম্পাদন করেন। কাবিনামায় বিভিন্ন বিষয় উল্লেখ থাকে। যেমন স্ত্রী প্রাপ্য দেনমোহর আদায়, স্ত্রীর ভরণপোষণ, সন্তানের পিতৃত্ব নির্ণয়, উত্তরাধিকার এ বিষয়গুলো সাধারণত কাবিননামায় উল্লেখ করা থাকে। আর এই কাবিননামা মূলত সরকার কর্তৃক নিবন্ধিত একটি কাবিননামা। এটি একটি দলিল।

অনেকে মনে করে যে মোহরানা বা দেনমোহর এবং কাবিননামা একই জিনিস। কিন্তু প্রকৃতপক্ষে মোহরানা এবং কাবিন একই জিনিস নয়। দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে মূলত দেনমোহর ও কাবিননামার পার্থক্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনিও যদি দেনমোহর ও কাবিননামার পার্থক্য খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলটি থেকে পার্থক্য পেয়ে যাবেন এবং দেনমোহর বলতে কি বুঝানো হয়, কাবিননামা বলতে কি বুঝানো হয় এই বিষয়ে বিস্তারিত তথ্য লাভ করতে পারবেন।

মূলত দেনমোহর এবং কাবিননামা দুটি শব্দই বিয়ের সাথে সম্পর্কিত। শব্দ দুইটি বিয়ের সাথে সম্পর্কিত হলেও দুইটা আলাদা বিষয়। দেনমোহর বিয়ের জন্য বাধ্যতামূলক শর্ত। কিন্তু কাবিননামা বাধ্যতামূলক না হলেও হবে। অর্থাৎ আইন অনুযায়ী কাবিননামা বাধ্যতামূলক কিন্তু ইসলাম অনুযায়ী দেনমোহর বাধ্যতামূলক।

দেনমোহর বলতে মূলত স্ত্রীর অধিকার কে বোঝানো হয়। অর্থাৎ বিয়ের সময় স্বামী কর্তৃক পরিশোধিত অর্থ- সম্পদ, যা স্ত্রীর কর্তৃক প্রাপ্য এরকম কিছুকে বোঝায়। কিন্তু কাবিননামা বলতে একটি লিখিত দলিলকে বুঝায়। বিয়ের সময় বিয়ের বিভিন্ন শর্তাবলী কাবিননামায় লিপিবদ্ধ থাকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং দেনমোহর ও কাবিননামার বিষয়ে পার্থক্য জানতে পেরেছেন। আর এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি এই বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য্য সহকারে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Comment