সিজদা থেকে উঠার পর দোয়া

সঠিকভাবে নামাজ পড়ার বেশ কিছু দোয়া ও নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন ও দোয়াগুলো আমাদের সঠিকভাবে করতে হবে তাহলে আমাদের নামাজ আল্লাহ তাআলা চাইলে কবুল হতে পারে। আমরা কখনোই ভুল নিয়মে নামাজ পড়বো না, ভুল নিয়মে নামাজ আদায় করা আমাদের কখনোই উচিত না। আমরা যদি সঠিক দোয়া না জানি আমাদের তাহলে অবশ্যই আমাদের সঠিক দোয়া গুলো জেনে নামাজ পড়া উচিত। আমরা যদি সঠিক বিষয় ও সঠিক দোয়া গুলো না জানি তাহলে নামাজ পড়ে নামাজের শুধু অযথা সময় নষ্ট হবে সেটা আমাদের কোন কাজে আসবে না। তার জন্য অবশ্যই আমাদের সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আমাদের সব সময় উচিত নামাজের সময় আমাদের সঠিকভাবে দাঁড়ানো, সঠিকভাবে নামাজে দাঁড়ানোর মাধ্যমে আমরা আমাদের নামাজকে সঠিক করতে পারব।

আমরা সেজদা থেকে ওঠার পর যে দোয়া করি সেই দুয়া সম্পর্কে আমাদের আজকের আর্টিকেলে আপনাদের বিস্তারিত জানাবো। সঠিকভাবে নামাজ পড়তে হলে যে নিয়মগুলো আমাদের সবসময় জানা উচিত সে বিষয়ে আমরা আপনাদের সামনে এখন বেশ কিছু তথ্য তুলে ধরব।

রুকু ও সিজদা করার সময় আমাদের বেশ কিছু দোয়া নির্ধারিত করে দেয়া হয়েছে সেই নির্ধারিত দোয়া গুলো আমাদের পড়তে হবে আমরা যখন সিজদার মাঝে বসবো তখন এই দোয়াটি পড়বো।রাবিবগ ফিরলি’ শুধু এটা পড়বে না হয় পড়বে اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي উচ্চারণ: রব্বিগ ফিরলি ওয়ার হামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ার জুকনি’।

নিচের এ দোয়াগুলা পড়া শূন্য তাই আপনি অবশ্যই এই দোয়াগুলা পড়ার চেষ্টা করবেন। অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার ওপর রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে নিরাপত্তা দান করুন এবং আমাকে রিজিক দান করুন।

আমরা এখন আপনাদের জানাবো হাদিসে যেই গ্রন্থগুলো বিষয়ে বিস্তারিত বলা হয়েছে সে বিষয়গুলো নিয়ে। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম দুয়ার কথা এসেছে আমরা এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাম যে দোয়া গুলো পড়তেন সেই বিষয়ে আপনাদের জানাবো।

রাবিবগফিরলি’ দোয়াটি পড়ার কথা এসেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে তা পড়তেন।

আবার কখনও রসুল সা. এ দোয়াটিও পড়তেন: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي

আপনাদের অবশ্যই ফজিলতপূর্ণ এই দোয়াগুলি পড়তে হবে এই ফজিলত পূর্ণ দোয়া গুলো পড়ার মাধ্যমে আপনি নফল ফরজ গুলো উত্তম ভাবে পালন করতে পারবেন। এছাড়াও আপনি তাহাজ্জুদের দোয়া ছাড়াও আরো বেশ কিছু দোয়া পড়তে পারেন। আপনি যদি দোয়াগুলো সঠিকভাবে পড়েন আল্লাহ তায়ালা আপনাকে সঠিক ইবাদত দানে সাহায্য করবে। রুকুর থেকে উঠার সময় যে দোয়াগুলো পড়তে হয় বিভিন্ন হাদিসের বিভিন্ন রকম দোয়া এসেছে আমরা এই মুহূর্তে এখন আরেকটি দোয়া কথা আপনাদের সামনে তুলে ধরলাম।

মুসলিমে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে দাঁড়িয়ে পড়তেন, রুকু থেকে ওঠার সময় ইমাম যখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَه বলবে তখন মুক্তাদির জন্য رَبَّنَا لَكَ الْحَمْدُ বলা উত্তম। এরপর সম্ভব হলে حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ দোয়াটিও পড়া উত্তম। কেননা, হাদিস শরিফে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম যখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَه বলবে তোমরা তখন رَبَّنَا لَكَ الْحَمْدُ বল।

আমরা আপনাদের আজ জানানোর চেষ্টা করেছি রুকু থেকে ওঠার পর আপনি কোন দোয়াটি পড়তে পারেন। বাংলাদেশের বর্তমানে অনেক গ্রুপ হয়েছে যারা বিভিন্ন রকম ভাবে ইসলাম ধর্মকে পালন করে থাকে। তাই অনলাইনে এসে আপনি বিভিন্ন রকম তথ্য দেখতে পেতে পারেন। চেষ্টা করবেন কোরআন হাদিসে যেই ভাবে বলা আছে বা যেভাবে দেখানো হয়েছে সেভাবে নামাজ পড়ার। সঠিকভাবে নামাজ আদায় করতে হলে নবী-রাসূলগণ যেভাবে নামাজ পড়েছেন এবং কুরআন এ যেভাবে বলা হয়েছে সেভাবেই আপনাকে নামাজ পড়তে হবে।

 

 

 

Leave a Comment