আবেগি ক্যাপশন বাংলা

ইন্টারনেটের মাধ্যমে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করার ভিত্তিতে কেউ যদি আবেগী ক্যাপশন বাংলাতে পেতে চান তাহলে অবশ্যই সেগুলো প্রদান করা হবে। যদি মনের মধ্যে অনেক আবেগ থাকে অথবা কোন বিষয় নিয়ে আপনার ভেতরে যদি না পাওয়ার কষ্ট থেকে থাকে তাহলে সেই জায়গা থেকে আপনারা হয়তো বাংলা ক্যাপশন দিয়ে বিভিন্ন ধরনের ছবি আপলোড করতে পারেন। তাই আবেগি ক্যাপশন হয়তো আপনারা অনেক সময় পেতে চান এবং আপনাদের কথার উপর ভিত্তি করে আমরা এখানে সেই ক্যাপশন গুলো সংগ্রহ করে প্রদান করেছি। ওয়েট করার মধ্য দিয়ে আবেগী ক্যাপশন বাংলাতে পেয়ে যাচ্ছেন।

প্রত্যেকটি মানুষের ভেতরেই বাস্তবতা থেকে থাকলেও আবেগ কম বেশি থাকবেই। জীবনে আপনি যখন কারো প্রতি নির্ভরশীল হতে শিখবেন অথবা কারো প্রতি যখন আপনার আস্তে আস্তে দুর্বলতার সৃষ্টি হবে তখন সেই মানুষের প্রতি আপনার আবেগ এমনিতেই চলে আসবে। আর কোন কারণে সেখান থেকে যদি পা পিছলে চলে আসেন অথবা কোন কারণে যদি আপনার মন ভেঙ্গে যায় তাহলে দেখা যাবে যে দিনে দিনে দূরত্ব সৃষ্টি হওয়ার পাশাপাশি পূর্বের আবেগগুলো কমতে শুরু করেছে।

যদি আপনি কোন সম্পর্কে থেকে থাকেন তাহলে সেখানে আবেগে ছড়াছড়ি থাকবে এবং অনেক মানুষই আবেগের কারণে তাদের সম্পর্কগুলোকে অনেক সময় ভালো পর্যায়ে নিয়ে যায় আবার অনেকে আছে খারাপ পর্যায়ে নিয়ে যাই। আপনি যখন কোন কারণে আবেগী হয়ে উঠবেন তখন দেখা যাবে যে আপনার ভেতর থেকে বাস্তবতা চলে যাবে এবং বাস্তবতার নিরিখে কোন কিছু বিচার করতে পারবেন না বলে মানুষ আপনাকে নিয়ে খেলবে। তাই সকল ক্ষেত্রে বাস্তববাদী হতে হবে এবং এটা বললে থাকলেও অনেক সময়ই নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না।

যেহেতু আপনার ভেতরে আবেগের বিষয়টা অত্যন্ত বেশি সেহেতু আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। বাস্তব জীবনে যারা আবেগ নিয়ে অনেক চিন্তিত অথবা কোনো কারণে নিজেদের আবেগ অন্যকে প্রকাশ করে মনের ভেতরের শান্তি খুঁজে পেতে চান তাদেরকে বলব যে অন্যের কাছে প্রকাশ করলে সেটা কখনো শান্তি প্রদান করে না। বরং আপনার দুর্বলতার স্থানগুলো তারা চিহ্নিত করতে পারে এবং সেটা অনুযায়ী ভবিষ্যতে আঘাত করার সম্ভাবনা বেশি থাকে। তাই আবেগী না হয়ে বাস্তববাদী হয়ে ওঠার চেষ্টা করুন।

বাস্তবিক জীবনে আবেগ সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে তুলে ধরা হলো আপনারা হয়তো ফেসবুকের ক্যাপশনে আবেগ নিয়ে বিভিন্ন ধরনের ক্যাপশন প্রদান করতে চাইতে পারেন। কারণ আপনি বর্তমান সময়ে অনুপ্রেরণামূলক অথবা বিভিন্ন ধরনের ক্যাপশন ব্যবহার করার চাইতে যদি আবেগে ক্যাপশন ব্যবহার করেন তাহলে দেখবেন যে অধিকাংশ মানুষের জীবনের সঙ্গে সেই ক্যাপশন মিলে গিয়েছে। কারণ আমাদের বর্তমান সময়ের যুবসমাজ এই ধরনের সমস্যা গুলোর ভেতর দিয়েই চলে যাচ্ছে এবং তারা বিভিন্ন জনের প্রতি আবেগ দেখানোর কারণে নিজেদের ক্যারিয়ার নষ্ট করছে।

তাই প্রত্যেকটা সময়ে একটা কথা বলা হয়ে থাকে যে আবেগ দিয়ে নয় বরং বিবেক দিয়ে প্রত্যেকটা বিষয় যদি আমরা ভাবি এবং সেই অনুযায়ী কাজ করে তাহলে অবশ্যই আমাদের জীবন সঠিক পথে পরিচালিত হতে পারবে। আপনি যদি প্রত্যেকটা বিষয়ে আবেগ দিয়ে বিচার করেন তাহলে জীবনের উদ্দেশ্য ও মানে সম্পর্কে অবগত হতে পারবেন না।

    • সত্য , সুন্দর হয়ে যেথায় প্রকাশ পায়, উৎসব তো সেখানেই ।
    • আমি দুর্বল নই ;আজ আমি ক্লান্ত। মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে আমি আজ পথভ্রান্ত।
    • আমার নীরবতা হল আমার দুঃখের আরেকটি ভাষা।
    • পৃথিবীর সবথেকে সুন্দর জিনিসকে কখনো ছোঁয়া যায় না বা দেখা যায় না; তা কেবল অনুভবেই পাওয়া যায় ।
    • আমি চাই যে তুমি বোঝো, তুমি জানো ,কিন্তু আমি কখনো তোমাকে মুখ ফুটে তা বলতে পারব না।
    • যে তোমাকে হারিয়ে ভালো আছে তাকে কখনো ভালোবাসতে জোর কোরো না।
    • তুমি আমার দুঃখের কারণ হলেও একমাত্র তোমার কথাতেই আমি হাসি।
    • স্বার্থপর লোকেরা কখনো তোমায় গুরুত্ব দেবে না যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করছো।
    • যাকে তুমি দেখতে চাও না তার জন্য নিজের চোখ বন্ধ করতে পারো,কিন্তু যার কথা তুমি ভাবতে চাও না তার জন্য নিজের হৃদয়কে কখনো অবরুদ্ধ করতে পারবে না ।
    • আমি কখনো বুঝিনি যে আমার হৃদয় এতটা কষ্ট সহ্য করতে পারে যতক্ষণ না তোমায় আমি ভালোবেসেছি ।
    • কারও সাথে এত বেশি জড়িত হবেন না যতক্ষণ না সে ও আপনার প্রতি একই রকম অনুভব করে – কারণ একতরফা প্রত্যাশা কেবল সর্বনাশের পথেই চালিত করে।
    • হৃদয়ে জমা হয়ে আছে আহত স্মৃতির ভিড় । তবুও তোমাকেই খুঁজেছি আমি; এখনো চাই তোমাকেই।
    • প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ভেসে ওঠে, যখন শুনি পুরনো দিনের সেই গানগুলি …যা কখনো আমরা দুজনে গেয়েছিলাম একসাথে।
    • বন্ধু ছিল খেলার মাঠে চায়ের দোকান ,লাল রকে-সেই বন্ধু আজকে শুধুহোয়াটসঅ্যাপ আর ফেসবুকে।
 
    • আয়না রে ভাই ,আড্ডা জমাই আমরা সবাই, সেই ঠেকে,হারিয়ে যাওয়া বিকেলগুলোর হলুদ আলো গায়ে মেখে।
    • অস্থায়ী জীবনেই চিরস্থায়ী হল মানুষের সুন্দর ব্যবহার যা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যায়।
    • নিজের হাসি দিয়ে বিশ্ব জগৎকে পরিবর্তন করতে চেষ্টা করো ; তবে খেয়াল রেখো যেন এই পৃথিবী তোমার হাসিটি পরিবর্তন করতে না পারে।
    • যার মনে যতটা সৌন্দর্য বিরাজ করে সে ততটা সুন্দর মনের অধিকারী আর ততটাই সৌন্দর্য সে উপভোগ করতে পারে।
    • একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া, কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ এভাবেই যে চলতে হবেএরই নাম জীবন।
    • জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো প্রার্থনা করে ,কখনো অপেক্ষা করে ,কখনো ক্ষমা করে,আবার কখনো বা এড়িয়ে চলে।
    • কে ,কখন, কার কতটা আপন শুধু সময় তা বলে দিতে পারে।
    • মানুষের কাছে তোমার মূল্য ততদিন থাকবে যত দিন তোমার প্রয়োজন আছে।
    • হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় বদলে গেলে পাওয়া অসম্ভব ।
    • কাউকে হারিয়ে দেওয়া যতটা সহজ ততোধিক কঠিন কাউকে জয় করা।
  • আপন বৃত্তে বন্দি সবাই কে কার খোঁজ রাখে ?পথিক তুমি হারিয়ো না ওই পথ হারানোর বাঁকে।
  • হাসিটা বন্ধ করো না কষ্ট সবাই এনে দেবেকিন্তু আনন্দ কে তোমায় নিজেই খুঁজে নিতে হবে।
  • বন্ধুত্ব সিঁড়ি হয়ে থাক ,যেখানে ওঠানামা ইচ্ছাধীন, প্রয়োজনে ধরা যায় সাহায্যের রেলিং।

আর যখন জীবনের মানে সম্পর্কে অবগত হতে পারবেন না তখন জীবনকে সঠিকভাবে উপভোগ করতে পারবেন না। একমাত্র আবেগের কারণে তখন আপনার জীবন মনে হবে দুর্বিষহ উঠেছে অথবা জীবনের কোন মানে খুঁজে না পাওয়ার কারণে হতাশায় নিমজ্জিত হয়ে খারাপ কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা আবেগী ক্যাপশন বাংলাতে সংগ্রহ করে প্রদান করতে পারলেও বাস্তব জীবনে প্রত্যেকটি বিষয় বিবেক দিয়ে ভাবার চেষ্টা করুন। বস্তুবাদের এই দুনিয়ায় আপনি যতটা বাস্তববাদী হবেন ততটাই নিজের ভালো হবে এবং নিজের জীবনের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন। ধন্যবাদ।

Leave a Comment