ভাবসম্প্রসারণ নানান দেশের নানান ভাষা

বর্তমান পৃথিবীতে প্রায় সাত হাজারের মতো ভাষা রয়েছে।আর একেক দেশের ভাষা মূলত একেক রকমের। মানুষ তার নিজ নিজ দেশের ভাষার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করে থাকে। মনের ভাব সহজ ও সুন্দরভাবে প্রকাশ করার জন্য অন্যতম মাধ্যম হলো নিজ দেশের মাতৃভাষা। তবে এই মানুষ প্রয়ােজনে বিদেশি ভাষা শিখলেও সেই ভাষাকে সে অন্তরের গভীরে লালন করতে পারে না। কারণ ছােটবেলা থেকে সে মায়ের মুখে যে বুলি শেখে সেটাই তার মাতৃভাষা বা স্বদেশি ভাষা হিসেবে থাকে।

নিজের ভাব প্রকাশের জন্য নানান দেশের নানান ভাষা রয়েছে তবে আমরা মূলত সবাই সব ভাষা জানিনা বা সবাই সব ভাষার নাম জানিনা। তবে আমাদের প্রত্যেকেরই প্রতিটি দেশের নিজ ভাষার প্রতি সম্মান দেওয়া দরকার। কারণ ভাষা মানেই হলো মনের ভাব প্রকাশ করা একটি বিষয়। তাই এই পৃথিবীর যতগুলো ভাষা রয়েছে প্রতিটি ভাষারই গুরুত্ব অনেক। তবে নিজ মাতৃভাষার মাধ্যমে আপনি একটি বিষয় যতটা সহজে বুঝতে পারবেন অন্য ভাষার মাধ্যমে সেটা বুঝতে পারবেন না। তাই নানান দেশের নানান ভাষা এই ভাব সম্প্রসনটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ। তাই এটা জানা দরকার।

মানুষ শিশুকাল থেকে তার মাতৃভাষা গুলো আয়ত্ত করতে পারে। তবে আমরা যখন নিজের প্রয়োজনে অন্য কোন দেশের মাতৃভাষা শিখি তখন বুঝতে পারি যে ভাষা কত কঠিন একটি জিনিস। মূলত এই পৃথিবীতে যেমন অনেক ধরনের মানুষ রয়েছে তেমনি অনেক ধরনের ভাষাও রয়েছে আর এই মানুষের চেহারার সঙ্গে যেমন অন্য মানুষের চেহারার কোন মিল থাকে না তেমনি এই ভাষার সঙ্গে অন্য কোন ভাষার মিল নাই। একজন মানুষ যে দেশে জন্মগ্রহণ করে এবং মাতাপিতা যে ভাষা ব্যবহার করে সেটাই তার স্বদেশি ভাষা। আর এই ভাষাকে মূলত সে মাতৃভাষা হিসেবে সে জেনে থাকেন।

ভাবসম্প্রসারণ নানান দেশের নানান ভাষা

মূলত মনের ভাব প্রকাশের জন্যই ভাষার সৃষ্টি হয়েছে। আর সেই ধারাবাহিকতাই মানুষ এখন মনের ভাব প্রকাশের জন্য তার নিজ মাতৃভাষা সহ অনেক ধরনের ভাষা ব্যবহার করছে। তবে নিজ মাতৃভাষা আলাদা ভাবে শেখার কোন প্রয়োজন হয় না। কারণ সে মায়ের কোল থেকে মাতৃভাষা শিখে কিন্তু অন্যান্য যে ভাষা রয়েছে সেগুলো আমাদের পরবর্তীতে শিখতে হয়। তবে মনের ভাব প্রকাশের জন্য পৃথিবীতে শুধু একটি ভাষা নয় নানান দেশের ভাষা নানান রকমের হয়। আর নিজ নিজ ভাষার মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করে।

আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা নিজের মাতৃভাষার পাশাপাশি আরও পৃথিবীর অন্যান্য ভাষা শিখে থাকেন। কারণ এই ভাষাগুলো তাদের প্রয়োজন পড়ে আমরা যখন একটি দেশ থেকে আরেক দেশের ভ্রমণ করি তখন সে দেশের মাতৃভাষা যদি আমরা না জানি তাহলে আমরা সহজেই মন খুলে তাদের সঙ্গে কথা বলতে পারব না। তাই আমরা যখন নিজ দেশ থেকে অন্য কোন দেশে ভ্রমণ করব অবশ্যই সেই দেশের ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। তাহলে আমাদের কোন ধরনের সমস্যা দেখা দিবে না। আর ভাষা শেখাটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

পৃথিবীতে মূলত এক একটি দেশের ভাষা একেক রকমের হয়। একটি দেশের সংস্কৃতি ও জাত যেমন আলাদা হয় তেমনি ভাষাও আলাদা হয়। তবে একজন মানুষ তার নিজ মাতৃভাষার মাধ্যমে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে কারণ এই ভাষা সে খুব সহজে বুঝতে পারে। যে দেশের ভাষা যেভাবেই মর্যাদা পাক না কেন নিজ দেশের ভাষার মত এত প্রিয় আর কোনো ভাষা থাকতে পারে না। মানুষ মাত্রই তার মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করে সবচেয়ে বেশি তৃপ্তি লাভ করে থাকে। অন্য ভাষা তার কাছে তত সহজে বোধ হয় না।

পৃথিবীতে যেহেতু কয়েক হাজার ভাষা রয়েছে তবে এই কয়েক হাজার ভাষা মূলত একটি দেশে প্রচলিত নয়। এক একটি দেশের ভাষা একেক রকমের আর নিজ নিজ ভাষার মাধ্যমে মানুষ তার মনের ভাব গুলো খুব সহজে প্রকাশ করতে পারে। মানুষ অন্য কোন ভাষার মাধ্যমে নিজের ভাব প্রকাশ করতে পারে না নিজ মাতৃভাষা ব্যতীত। নিজ দেশের মাতৃভাষা মানুষের কাছে খুবই মূল্যবান একটি সম্পদ। কারণ এই ভাষার মাধ্যমে মানুষ তার মনের কথাগুলো খুব সহজেই উপস্থাপন করতে পারে অন্য ভাষাতে তা খুব কঠিন হয়ে যাই।

Leave a Comment