ভুল বোঝাবুঝি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস

বর্তমান যুগের বহু আবিষ্কার মানুষের জীবনকে পরিবর্তন করেছে। কারো ক্ষেত্রে এই আবিষ্কার অনেক সুফল বলে এনেছে আবার কারো ক্ষেত্রে এই আবিষ্কার অনেক জীবনকে ধ্বংস করে দিয়েছে। এটা সবথেকে দুঃখজনক ব্যাপার যে আপনি কোন আবিষ্কারের ভালো দিকগুলোকে ব্যবহার করতে পারলেন না বরং আপনার জীবনে সেই আবিষ্কারের খারাপ দিকগুলো অভিশাপ হিসেবে আসলো এবং আপনি তাতে ধ্বংস হয়ে গেলেন। ফেসবুকের কথাই যদি বলি এই ফেসবুক ও মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে বহু মানুষ কে একেবারে রাস্তা থেকে তুলে এনে অনেক উপরে বসে এসে আবার অনেক মানুষকে অনেক উপর থেকে একেবারে রাস্তায় নামিয়েছে।

আমার মনে হয় এখানে ভুল আপনার নিজের তবে সুযোগ আছে সেই ভুল থেকে বেরিয়ে আসার এবং ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করার। ভুল সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ধারণা আছে তবে আমার মতে ভুল হচ্ছে একটি ভাল গুণ যেই ভুলের মাধ্যমে আপনি প্রতিনিয়তই শিক্ষা পাবেন এবং এই শিক্ষায় আপনাকে ভুল করার প্রবণতা কমাতে সাহায্য করবে। আপনি দেখবেন আপনি যখন পাঁচ বার ভুল করছেন যদি সেই ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন তাহলে পরবর্তীতে পুনরায় চেষ্টায় সেই জায়গাতে আপনার ভুল হবে শুধু একবার। তৃতীয়বারে অবশ্যই আপনি কোন ভুল করবেন না এবং সফল হবেন।ভুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস গুলো আমরা খুব সুন্দর ভাবে নিজের অংশের সাজিয়েছি আপনারা আমাদের এখান থেকে সেই স্ট্যাটাস গুলো জানতে পারেন।

ভুল এমন একটি শক্ত বৃক্ষ যে, তা যত কঠিন মাটিই হোক না কেন, তাতে রোপন করা যায়।
জাতির নেতা একটি ভুল করলে ছোট ওরা সকলেই তার ফল ভোগ করে।
মানুষ কখনো কখনো এমন ভুল করে, ফলে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সৌন্দর্য মন হয়ে যায়।
যে ভুল করে ভুল বুঝতে পারে না ,সত্য তার কাছে চিরদিনই অস্পষ্ট থাকে।।
যে আমার একটি ভুল আমাকে উপহার দেয় আল্লাহ পূর্ণতার উপর।
পরপর দুটি ভুল অনেক সময় একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণের সাহায্য করে।

ভুল নিয়ে উক্তি ও ক্যাপশন

আপনি পৃথিবীতে যত সফলতার গল্প শুনবেন সে সফলতার গল্পে অবশ্যই শুরুর দিকে কিছু ব্যর্থতার গল্প আপনাকে শুনতে হবে। তার কারণ হচ্ছে কিছু ব্যর্থতা সে সফলতার রাস্তা কি আসতে আসতে শক্ত করে অর্থাৎ পৃথিবীতে এমন কোন মানুষ আপনি পাবেন না যে কখনো ভুল না করে সফল হয়েছে। অবশ্যই বারবার আপনাকে ভুল করতে হবে এবং আপনি যত বেশি ভুল করবেন ততই বেশি শিক্ষা পাবেন সেই ভুল থেকে এবং আস্তে আস্তে আপনি এইভাবে নিজের চলার পথকে আরো বেশি শক্তিশালী করতে পারবেন। নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে অবশ্যই সেই শিক্ষা আপনার জীবনে কাজে লাগাবেন। ভুল বোঝার এমন উক্তি বাই স্ট্যাটাস যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন। ভুল নিয়ে একটি কবিতা রয়েছে চলুন সেই কবিতা এখানে তুলে ধর।

ভুল
মোঃ মহিউদ্দিন সানতু

বারে বারে মনে পড়ে সেই চেনা মুখ,
না বলার দীর্ঘশ্বাসে কেঁপে ওঠে বুক।
নিদ্রায় কাছে আসো বেদনার হাসি হাসো
মনে পড়ে ভুল যত আমারই তো দান।
তোমার ওই মানায় আজ সব অভিমান।

বোঝানোর ছিল না ত্রুটি তোমার যত কথা,
আমি শুধু কাটিয়ে পাস গেছি অযথা,
মানতো না এই মন তবু চাপ সারাক্ষণ
দিয়ে মোর মনটাকে বাঁধতে রাখি
নোনা জলে ভিজে আজ নিজের ওই আঁখি।

পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন দেখবেন পৃথিবীতে প্রতিদিন আপনি ভুল করে যাচ্ছেন তাই ভুলের ঊর্ধ্বে মানুষ নয় এই বিষয়টি নিজের মাথায় আপনি খুব ভালোভাবে বসিয়ে নিতে পারেন। আল্লাহতালা আমাদের সকলকে নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক।

 

 

 

Leave a Comment