কখনো কখনো মানুষের জন্য যে ওজন থাকে অর্থাৎ নির্দিষ্ট বয়স মাফিক যে ওজন আমাদের থাকার দরকার তার চাইতে যদি অতিরিক্ত বেশি ওজন হয়ে থাকে তাহলে অবশ্যই সুস্থ হবে জীবন যাপন করার নিমিত্তে সেই ওজন কমাতে হয়। কারণ ওজন বৃদ্ধি হলে শরীরের অন্যান্য অংশগুলি অর্থাৎ ভেতরে যে সেনসিটিভ বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির উপর অনেকটাই প্রভাব পড়ে। মানুষের শরীরে যদি মাংস বৃদ্ধি হয় তাহলে অবশ্যই হাড়ের বিষয়টি অর্থাৎ হার অনেক দুর্বল হয়ে পড়ে একথা হয়তো আমরা সবাই জানি।
এছাড়াও আপনারা জানেন যে আমাদের শরীরের অভ্যন্তরে কিডনি ফুসফুস পাকস্থলী বা অন্যান্য বিষয়গুলি থাকে এখানেও আপনি দেখবেন যে ওজন বৃদ্ধির কারণে সেই সকল জিনিসগুলি অর্থাৎ ওই সকল অঙ্গ-প্রত্যঙ্গ গুলি অনেকটা দুর্বল হয়ে পড়ে। তাই সুস্থভাবে জীবন যাপন করার জন্য আমাদের এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমাদের ওজন বয়স অনুযায়ী এবং উচ্চতা অনুযায়ী যেটি হওয়া উচিত তার বেশি গেলে অবশ্যই সেটি কমানো উচিৎ।
ওজন বৃদ্ধ হলে কি অসুবিধা হয়
জন বৃদ্ধি হলে মানুষের শরীরের নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। নানা ধরনের জটিলতার মধ্যে রয়েছে হাজার অসুবিধা চলার অসুবিধা এবং চলে ফিরে বেঁচে থাকার সবকিছুতেই অসুবিধা ঘটায় যদি ওজন বৃদ্ধি হয়ে থাকে। এখন ওজন বৃদ্ধি রোধ করার জন্য আমরা অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করব। ওজন বৃদ্ধি হলে যেহেতু জীবনযাপনে সবকিছুতেই সমস্যা দেখা দেয় এবং আমাদের শরীরের অভ্যন্তরে অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে অনেক পরিমাণে চর্বি জমে যায় তাতে রক্ত চলাচল থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ে বাধা সৃষ্টি করে।
তাই আমাদের উচিত হবে যে যে কোন মূল্যে আমাদের ওজন ঠিক রাখতে হবে উচ্চতা এবং বয়স অনুযায়ী। তাই আমরা এখন দেখব যে ওজন কমানোর জন্য বা দ্রুত ওজন কমানোর জন্য কোন ধরনের পদ্ধতি গুলো আমরা অবলম্বন করতে পারি। চলুন তাহলে আমরা দেখি যে দ্রুত ওজন কমানোর পদ্ধতি গুলো কি হতে পারে। যেহেতু ওজন বৃদ্ধি হলে অনেক ধরনের অসুবিধায় আমাদের জীবনে উপভোগ করতে হয় তাই ওজন বৃদ্ধি হলে সেটি যতদূর সম্ভব যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করি সে ওজন কমিয়ে আমাদের যতটুকুন প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী ওজন ঠিক রাখতে।
ওজন কমাতে যা করতে হবে
ওজন কমাতে হলে আপনি কিছু পদ্ধতি অবলম্বন করলেই অল্প কিছুদিনের মধ্যেই আপনার ওজন কমতে শুরু করবে। প্রাথমিকভাবে আপনি আপনার ওজন কমানোর জন্য ডায়েট কন্ট্রোল করতে হবে। এবং ডায়েটের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সুগার বা শর্করা জাতীয় যে খাবারগুলো রয়েছে তার পরিমাণ কমিয়ে দেবেন বিশেষ করে সুগার যদি কমানো যায় বা না খাওয়া যায় তাহলে অল্প দিনের মধ্যে আপনার ওজন কমতে থাকবে।
আর মোটামুটি ভাবে আপনি সবজি জাতীয় খাবার এবং প্রচুর পানি বা জল যে সকল খাদ্যগুলোতে রয়েছে সেই খাবারগুলো খাবেন তাতে আপনার ওজন অবশ্যই কমে আসবে। নিয়মিত ব্যায়াম করবেন অর্থাৎ কমপক্ষে আপনি এক ঘন্টা হাঁটুন তাহলে দেখবেন আপনার ওজন অনেক কমে এসেছে। তাই ওজন কমানোর জন্য আপনি এই সকল বিষয়গুলি যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি বুঝে নিতে পারবেন বা জেনে নিতে পারবেন ওজন কমানোর পদ্ধতি। এবার আমরা দেখব ওজন কমানোর ঔষধ কি।
দ্রুত ওজন কমানোর ঔষধ
আপনি যদি ডায়েট কন্ট্রোল করে দ্রুত ওজন কমাতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে ঔষধ খেতে হবে ওজন কমানোর জন্য। তবে এই ঔষধ আপনি দীর্ঘদিন যাবৎ যদি খান অর্থাৎ ওজন কমানোর জন্য ঔষধ যদি দীর্ঘদিন খান তাহলে অবশ্যই সেটি আপনার জীবনে অনেকটা আবার বিপদ থেকে আনতে পারে। তাহলে এখন আপনারা দেখে নিতে পারেন যে ওজন কমানোর অর্থাৎ দ্রুত ওজন কমানোর ঔষধ গুলি কোনগুলি। ওরলিস্ট্যাট, কিউসিমিয়া (ফেন্টেরমাইন উইথ টোপিরামেট), কনট্রেভ (ন্যালট্রেক্সন উইথ বুপ্রোপিওন), ভিকটোজা (লাইরাগলিউটাইড),ওজেমপিক (সিমাগলিউটাইড -২.৪ মিলিগ্ৰাম। এই ওষুধগুলি যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে অবশ্যই আপনার ওজন কমবে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ও মত আপনি ঔষধ সেবন করবেন বলে আশা করি।