গলায় মাছের কাটা ফুটলে ঔষধ

আমরা সবাই মাছ খেতে পছন্দ করি এবং যারা মাছ খায় তারা অনেক সময় ভুলবশত কাটা ফুটিয়ে ফেলি। তাই কোন একটা মাছ খেতে গিয়ে যদি আপনার গলায় কাটা বেঁধে যায় তাহলে সেই কাঁটা আপনাকে বারবার যন্ত্রণা দিবে অথবা সেই কাটার কারণে আপনি অসস্তি বোধ করতে থাকবেন। তাই গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ হিসাবে আপনারা কি খেতে পারেন অথবা ওষুধের পরিবর্তে ঘরোয়া পদ্ধতিতে কোন বিষয়গুলো অনুসরণ করতে পারেন তা এখানে আলোচনা করা হবে।

যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি সেহেতু মাঝেমধ্যেই আমরা মাছ ভাত খেয়ে থাকি। ছোট মাছের কাঁটা সেভাবে না বাধলেও অনেক সময় বড় মাছের কাঁটা কোনভাবে যদি গলায় বেধে যায় তাহলে আমাদের প্রত্যেকবার ঢোক চিপতে গেলেই সমস্যার সৃষ্টি হয়। আর যদি মাছের কাঁটা ইতোমধ্যে বেঁধে হয়ে যায় তাহলে আপনারা সেটা অপসারণ না করা পর্যন্ত শান্তি বোধ করেন না। তাই যদি মাছের কাঁটা বিঁধেই যায় তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে আমরা ঔষধের বিষয়ে সঠিক তথ্য দিব এবং সেই সাথে ঘরোয়া পদ্ধতিতে কিছু নিয়ম অনুসরণ করতে বলবো।

মাছ অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এবং মাছের ঝোলসহ মাছ খেতে আমাদের খুব ভালো লাগে। কিন্তু অন্যান্য খাবারে সমস্যা না থেকে থাকলে মাছের কাটার কারণে অনেকেই খেতে চাই না এবং কাটা বাছা বিরক্তিকর বলে মনে করে থাকেন। অনেকে তাড়াহুড়ায় মাছের কাঁটা খুব ভালো মতো না বেছে খুব দ্রুত মাছ খেয়ে ফেলেন এবং এর ফলে কাটা গিয়ে সরাসরি গলাতে গিয়ে আঘাত করে।

আবার এক ধরনের মানুষ রয়েছে যারা মুখের মধ্যে পুরো মাছ চালান করে দিয়ে এত সুন্দর ভাবে চাবিয়ে খেয়ে নিবে যে মাছের কাঁটা তাকে স্পর্শই করবে না। তবে আপনার যদি মাছের কাঁটা বেঁধে যায় এবং আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ঘরোয়া পদ্ধতিতে বেশ কিছু নিয়ম রয়েছে এবং সেই সাথে আপনি হোমিওপ্যাথি ঔষধ সেবন করতে পারেন। কারণ বিভিন্ন ধরনের ঔষধ সেবন করার ফলে খুব দ্রুত এই মাছের কাঁটা গলে যায় এবং সেখান থেকে অপসারিত হয়ে যায়। যেহেতু আপনাকে মাছের কাঁটা বারবার কষ্ট দিচ্ছে অথবা আপনি অস্বস্তি বোধ করছেন সেহেতু খুব দ্রুত এটাকে সরানোর ব্যবস্থা করতে হবে।

গলায় মাছের কাঁটা ফুটলে এলোপ্যাথিক ওষুধ

যদি গলায় মাছের কাঁটা ফুটে তাহলে আপনারা যেকোনো ডাক্তারের দোকানে গিয়ে বললেই তারা আপনাকে সেই অনুযায়ী ঔষধ প্রদান করবে। তবে মাছের কাঁটা ফুটলে এলোপ্যাথিক এর চাইতে হোমিওপ্যাথিক ওষুধ খুব দ্রুত কাজ করে এবং এর মাধ্যমে সেই মাছের কাঁটা খুব দ্রুত গলে গিয়ে আপনাকে আরাম প্রদান করতে পারে। তাই এই সমস্যায় পড়ে থাকলে অবশ্যই ডাক্তারের দোকানে যাবেন এবং সেখানে গিয়ে চিকিৎসা চাইলে তারা আপনাকে যে ওষুধ দিবে সেটা সেবন করবেন।

গলায় মাছের কাঁটা ফুটলে হোমিওপ্যাথিক ঔষধ

গলায় যদি মাছের কাঁটা ফুটে তাহলে হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে সাইলেসিয়া ২০০ খেতে পারেন। এছাড়াও হোমিওপ্যাথিক এর আরো ভেরিয়েন্টের ঔষধ রয়েছে এবং সেগুলো আপনারা খেলে আশা করি আপনাদের সমস্যা গুলো সমাধান হয়ে যাবে। তবে মাছের কাঁটা ফোটার পর তাৎক্ষণিক আপনারা ভাতের দলা নিবেন এবং সেটা মন্ড আকারে বানিয়ে নিয়ে সরাসরি মুখের ভেতর দিয়ে একেবারে গিলে ফেলার চেষ্টা করবেন। তাহলে সেটা আপনাদের জন্য খুব ভালো হবে অথবা আপনারা যদি লেবু পানি খেতে পারেন তাহলে সেই লেবু মাছের কাঁটাকে গলিয়ে দিতে পারবে।

মাছের কাঁটা ফুটলে করণীয়

মাছের যদি কাঁটা ফুটে যায় তাহলে আপনারা এ বিষয়ে চিকিৎসা নেওয়ার পাশাপাশি যদি মনে করেন ঘরোয়া পদ্ধতিতে সমাধান করবেন তাহলে তা করতে পারেন। এক্ষেত্রে আপনাকে এক টুকরো লেবু নিতে হবে এবং সেই লেবু তে লবণ মাখিয়ে চুষে চুষে খেতে হবে। এছাড়া যদি ঘরে অলিভ অয়েল থেকে থাকে তাহলে সেটাও খেতে পারেন। যদি ঘরে কোক থাকে তাহলে এক গ্লাস খুব পান করে ফেললে কাটা নরম হয়ে যাবে অথবা উপরের উল্লেখিত যে কোন একটা নিয়ম অনুসরণ করলে কাটানো হয় গলে যাবে এবং সেখানে আর তা বোঝা যাবে না।

Leave a Comment