আগের দিনে গ্রামের বাড়িতে একটি করে বেড়াল অবশ্যই থাকতো। আস্তে আস্তে সেই বেড়াল আমাদের মতনই পরিবার গঠন করত কিন্তু এখন আস্তে আস্তে সেই ধারা পরিবর্তন হয়েছে। তখন সেই বিড়ালগুলো সঙ্গে আমরা এতটা ঘনিষ্ঠ হতাম না অর্থাৎ তারা আসতে খেয়ে দেয়ে আবার চলে যেত অনেক সময় বাড়ির এক কোণে বসে থাকতো। আবা ডাক দিলে গায়ের কাছে চলে আসতো এবং আদর চাইত কিন্তু বর্তমানে এর প্রেক্ষাপট সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এখন গ্রামের বাড়িতে বেড়াল পোষা হলেও শহরের বাড়িতে এর থেকে ভালোভাবে এবং অত্যন্ত খরচ করে বেড়াল পোষা হয়।
গ্রামের শহরের বাড়িতে দামি দামি বেঁধেছি বিড়াল সংগ্রহ করা হয় এবং তাদের সেখানে পৌষ মানানো হয় এবং নিজের একটি বন্ধু হিসেবে রাখা হয়। তাদের দেওয়া হয় দামী দামী খাবার এবং তাদের সব সময় স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং তাদের বিভিন্ন ধরনের ভাইরাস এবং বিভিন্ন ধরনের জীবাণু আক্রমণ থেকে মুক্ত রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টিকা বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হয়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছেলে মেয়েরা যখন সেই বিড়ালটি নিয়ে খেলা করবে তখন তাদের সেই বেড়ালের লোম ছেলেমেয়েদের শরীরের না উঠে তার জন্য তাদের লোমের দামি দামি শ্যাম্পু দিয়ে নিয়মিত গোসল করানো হয় এবং তাদের পরিষ্কার রাখার জন্য সব সময় হাতের নখ কেটে দেওয়া হয়। এগুলো ছিল সাধারণ মানুষের হিসাবে ব্যক্ত একটি বেড়াল প্রসার কাহিনী কিন্তু এছাড়াও আরো দামি দামি বেড়াল আছে যেগুলোর পেছনে আরো প্রচুর খরচ করা হয়।
বাংলাদেশী বিড়ালের নাম
আপনি যদি একজন বেড়ালপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনার বেলালের জন্য সুন্দর একটি নাম অবশ্যই আপনাকে দিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত যে বেড়ালের নাম গুলো রয়েছে তার একটি তালিকা খুব সুন্দর ভাবে আমরা এখানে তুলে ধরেছে আপনারা আমাদের এখান থেকে তালিকা সংগ্রহ করে নিজের বিড়ালের নাম রাখতেই পারেন। বিড়াল সত্যিই দেখতে খুব সুন্দর হয়ে থাকে তাই আপনি যদি বেড়ালের নাম গুলো খুব সুন্দর ভাবে রাখেন তাহলে সেটা খুবই ভালো হবে এবং সেই নাম ধরে যখন আপনি ডাকবেন সেই বেড়াল ছট করে আপনার কাছে চলে আসবে এবং আপনার আদর চাইবে।
অলিভার
নাবিক
সাইমন
বেল্লা
লুসি
কিটি
জ্যাক
চোলে
ক্লো
ক্লিও
ভিটামিনকা
ভালকিরি
ভায়লেট
ভেনেসা
ভারকা
অ্যালিস
অ্যাকোয়া
অ্যাডা
আইশা
আনফিসা
ইরা
অ্যালিয়া
আলমিরা
আতিকা
আর্টেমিস
আলাস্কা
ড্রায়ড
ডলোরেস
জেনিফার
জেসিকা
জেসি
গেমেরা
গাইতানা
গুলচায়া
গ্রুনিয়া
গামা
হারমোনি
দুশকা
ডায়ানা
জেনা
আসকা
আনাবেলা
ভার্বিনা
রুফাস
ভায়োল
ভিটামিনকা
গামা
লুসি
লিলু
হোয়াইট
বিট্রিস
লাকি
প্রিন্সেস
ওসিয়া
ওফেলিয়া
নভেলা
নিয়্যাশকা
প্রিন্সেস
নিউশা
পুস্যা
পিঙ্কি
প্রশা
পামেলা
পাফি
কনস্টানটাইন
চার্চিল
ক্যাপ্টেন
সিলভেস্টার
আলাদিন
অ্যালভিন
ডায়ানা
উপরে নির্বাচন করা নামগুলো ব্যবহার করা সব থেকে ভালো বলে আমি মনে করি। আপনি যখন নাম রাখতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার আশেপাশের কোন বেড়ালের সঙ্গে তার নাম না মেলে। অনেকে আছেন যেমন সুন্দর নাম রাখতে গিয়ে মানুষের নামের নাম দিয়ে ফেলেন তবে সেটা ভুল অবশ্যই আপনাকে এই অভ্যাসটি ত্যাগ করতে হবে আপনাকে এমন কিছু নাম রাখতে হবে যেগুলো আপনার আশেপাশে কোন মানুষের নাম নয় এবং ইসলামিক নাম নয়। তবে হ্যাঁ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি বিড়াল ছিল যেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব নিচে।
নবীজির বেড়ালের নাম কি
বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি প্রিয় বিড়াল ছিল এবং সেই বেড়ালের নাম হচ্ছে “মুয়েজ্জা” । আপনি যদি এই পথ অনুসরণ করতে চান তাহলে চাইলেই নিজের প্রিয় বিড়ালটির নাম ইসলামিক এই নামটি রাখতে পারেন।