ছাগলের রুচির ঔষধ

আপনারা যারা ছাগলের উচিত ওষুধ সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। ছাগলের রুচি কমে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে সেই কারণ গুলো বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা অনেক সময় দেখতে পাই ছাগল খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে ঝিম মেরে আছে বা জ্বর আসছে, মূলত এ কারণ গুলোর আসল কারণ হলো ছাগলের রুচি কমে যাওয়া ছাগলের খাবার রুচি যখন কমে যায় তখন ছাগল নিয়মিত খাবার না খাওয়ার কারণে তাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং শরীর দুর্বল হওয়ার কারণে তারা নানা ধরনের অসুখে ভুগে থাকে তাই আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের জানানো হবে আপনারা কোন কোন ওষুধ খেলে ছাগলের রুচি বাড়বে তাদের শরীর সুস্থ থাকবে।

ছাগল যদি হঠাৎ খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় তার পিছনে আরো বিভিন্ন কারণ থাকতে পারে সেই কারণগুলোর মধ্যে অন্যতম হলো আপনি যদি ছাগলের ঘর চেঞ্জ করেন মানে আপনি একটি ছাগলকে বেশ কিছুদিন ধরে এক একটি ঘরে রাখছেন হঠাৎ করে যদি তার ঘর মেরামত করার জন্য হোক বা যে কারণে হোক আপনি চেঞ্জ করেন তাহলে ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, জায়গা পরিবর্তন হবার কারণে।

আমরা অনেকেই আছি যারা বিভিন্ন গ্রাম বা হাট থেকে ছাগল কিনে এনে আমাদের বাড়িতে নিয়ে আসি, ছাগল একটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে যখন যাবে তখন সে তার নিয়মিত যেই খাবার সেই খাবার নিয়মিত খাবেনা কারণ তার বাসস্থান চেঞ্জ হয়েছে। ছাগলের না খাওয়ার পিছনে আরও কিছু কারণ থাকতে পারে ধরে নিন আপনি ছাগলটি একটি বাজার থেকে কিনে এনেছেন কিন্তু আপনি আসলে জানেন না ছাগলটি কি খাবার খায় কতটুকু দিলে খায় আপনি যদি না জানেন তাহলে আপনি ছাগলকে সঠিকভাবে লালন পালন করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে ছাগল লালন পালনের বিভিন্ন নিয়ম কানুন জেনে নিতে হবে।

ছাগল যেই খাবার খেয়ে অভ্যস্ত ছাগল যদি সেই খাবার না পাই তাহলে ছাগল নতুন জায়গায় এসে তার খাওয়া কমিয়ে দিতে পারে। তবে ছাগল নতুন জায়গায় থাকতে থাকতে তার খাবারের প্রতি মনোনিবেশ করতে পারে এটা কিছুদিন সময় সাপেক্ষ ব্যাপার তবে ছাগল এই সমস্যায় যদি বুকে থাকে তাহলে তার তাড়াতাড়ি সে খাওয়া শুরু করবে।

আপনি আপনার নিকটস্থ পশু হাসপাতালে গিয়ে আপনার ছাগলকে চিকিৎসা করাবেন চিকিৎসা করানোর পর যদি আপনার ছাগল সুস্থ না হয় তাহলে তার বিভিন্ন কারণে সে খাওয়া বন্ধ করে দিতে পারে। বাজারে ছাগলের খাবারে রুচি বাড়ানোর নানা ধরনের ওষুধ পাওয়া যায়, সেগুলো খাওয়ালে আপনি আপনার ছাগলকে নিয়মিত সুস্থ সবল রাখতে পারবেন। তাই আমাদের উচিত ছাগলকে নিয়মিত পরিচর্যা করা এবং ছাগলকে সুস্থ সুন্দর মতো পালন পালন করা ছাগলকে অবশ্যই পরিচর্যা করতে হবে নিয়মিত পানি খেতে দিতে হবে তাহলে একটি ছাগল সুস্থ ও সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে।

আমরা আগেই জেনেছি জিংক কেয়ার এর প্যাক সাইজ হলো 200 ml, 500 ml and 1000 ml. Xinc care vet 200ml price in bangladesh only 100 taka. আপনি যত বড় সাইজের নিবেন তাতে দাম একটু কম হবে। Xinc care vet 500ml price in bangladesh only 150 taka. সকল প্রডাক্ট ই আপনি বড় সাইজের টা নিলে দাম কম পাবেন। Xinc care 1000ml Price in bangladesh only 250 taka.

প্রতিটি ঔষধ এর একটি নির্দষ্ট মাত্রায় প্রয়োগ করতে হয়। তেমনি জিংক কেয়ার এর ও নির্দিষ্ট একটি মাত্রায় খাওয়াতে হয়। জিংক কেয়ার খাওয়ার নিয়ম হলো ছাগল বা ভেড়া ১০ কেজি ওজনের জন্য ২ মি.লি. এবং গরু বা মহিষ ১০০ কেজির জন্য ২০ মি.লি. করে প্রতিদিন খাওয়াতে হবে।

Leave a Comment