একটি ছাগলকে সুস্থ ও সরল রাখতে হলে ছাগলের প্রয়োজন বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেল। প্রয়োজনীয় খাদ্যের পাশাপাশি ছাগলের প্রয়োজন রয়েছে চিকিৎসা এবং ভিটামিন, এই ভিটামিন ওষুধের মাধ্যমে এটি ছাগল সুস্থ ও সরল ভাবে জীবন যাপন করতে পারে, ছাগলকে ভিটামিন ওষুধ নিয়মিত খাওয়ালে ছাগল খুব বেশি অসুস্থ হবে না কারণ ভিটামিন ঔষধ ছাগলকে খাওয়ালে ছাগল সবসময় সুস্থ থাকবে এবং সে নিয়মিত দুধ এবং বাচ্চা প্রসব করতে পারবে। আমরা আজকে এই আর্টিকেলে আপনাদের জানানোর চেষ্টা করব ছাগলকে কি ধরনের ভিটামিন ওষুধ খাওয়ানো উচিত। নিচে ছাগলের ভিটামিন ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে যেগুলো খাওয়ালে ছাগল সুস্থ হওয়ার পাশাপাশি অসুস্থ হতে পারে তাই আমাদের নিয়মিত দেখে শুনে ছাগলকে ওষুধ খাওয়াতে হবে, আমরা এই মুহূর্তে আপনাদের সামনে স্পেশাল কিছু ওষুধ এবং ইনজেকশনের নাম তুলে ধরব যেগুলো খাওয়ানোর মাধ্যমে আপনারা আপনার ছাগলকে সুস্থ রাখতে পারেন।
আমরা সবাই চাই আমাদের ছাগলকে সুস্থ-সবল রাখতে কারণ এটি একটি গৃহপালিত প্রাণী, আমরা ছাগল পালন শুরু করি আর্থিকভাবে সচ্ছল হবার জন্য তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে কিভাবে ছাগলটি সুস্থ থাকে ছাগল যদি সুস্থ থাকে তাহলে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারব। ছাগলকে সুস্থ রাখতে হলে অবশ্যই তাকে নিয়মিত খড়কুটা খাওয়াতে হবে, কাঁচা ঘাস খাওয়াতে হবে কাঁচা ঘাসের পাশাপাশি তাকে নিয়মিত ইনজেকশন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার বা ওষুধ খাওয়াতে হবে তাহলে ছাগল আমরা সুস্থভাবে লালন পালন করতে পারব।
ছাগলের ভিটামিন ঔষধের নাম সমূহ
ক্রমিক নং ভিটামিন ঔষধের নাম ঔষধের ধরণ
০১ রেনা ব্রিডার- RAna Breeder (premix) পাওডার
০২ Becevit Vet (Powder) পাওডার
০৩ বি কম ভেট (B Com Vet) সিরাপ
০৪ রেনাসল এডি৩ই (Renasol ad3e solution) পাওডার
০৫ সিভিট ভেট (Cevit Vet) পাওডার
০৬ জিস ভেট (Zis Vet) সিরাপ
০৭ রেনা সি (Rena C Powder) পাওডার
০৮ রেনা বি+সি (Rena B+C) পাওডার
ছাগলের ভিটামিন ইনজেকশনের নাম সমূহ:-
০১ রোনাসল এডি৩ই (Renasol ad3e injection) ইনজেকশনের
০২ বি৫০ ভেট (B50 Vet) ইনজেকশনের
০৩ ইএস এডিই (Es-ADE) ইনজেকশনের
ছাগলের ভিটামিন খাওয়ার নিয়ম
ছাগলকে ভিটামিন খাওয়ার কিছু নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন সম্পর্কে এখন আপনাদের জানাবো। সব সময় মনে রাখবেন কোন ভিটামিন যখন ছাগলকে খাওয়াবেন তখন সেটা রাতের বেলা দেবার চেষ্টা করবেন তাহলে সেটা ছাগলের শরীরের জন্য খুবই উপকার হবে। রাতের বেলা ছাগলকে ভিটামিন ওষুধ খেলে এই ওষুধ খুব ভালো কাজ করবে তার শরীরে ভালোভাবে প্রয়োগ হবে।ছাগল বা গরুকে যে কোন ভিটামিন প্রয়োগের আগে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে আর সেটা হচ্ছে যে কোন ভিটামিন প্রয়োগ এর আগে তাকে ডিওয়ার্মিং এবং লিভার টনিক দেওয়া উচিত।
ছাগলকে আমরা যখন কোন ভিটামিন ওষুধ খাব তার সর্বপ্রথম কাজ হবে ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানো কারণ একটি ছাগলের ওষুধ খাওয়ানো না থাকে তাহলে সে ছাগল নানা ধরনের অসুস্থতায় ভুগতে পারে। তাই আমাদের ছাগলকে ভিটামিন ওষুধ খাবানোর আগে কিরমির ওষুধ খাওয়াতে হবে।আমরা সবাই জানি ছাগলকে কৃমির ওষুধ দুই মাস পর পর খাওয়াতে হয় সে বিষয়টিও আপনার মাথায় রাখতে হবে। ছাগলকে সঠিক সময়ে কৃমির ওষুধ না খাওয়ালে ছাগল বিভিন্ন সময় অসুস্থ হয়ে যেতে পারে ।ছাগলের খাওয়ার রুচি কমে যাবে এবং ছাগল ঘনঘন মল-মুত্র ত্যাগ করবে।
এর জন্য আমাদের সঠিক নিয়ম-কানুন মেনে এই সকল কাজ করতে হবে আপনি যদি আপনার ছাগলকে কিমি মুক্ত রাখতে চান তাহলে ছাগলকে নিয়মিত কৃমি মুক্ত ওষুধ খাওয়াতে হবে, কৃমি মুক্ত ওষুধ খাওয়ানোর পরে আপনি সকল ধরনের ভিটামিন ওষুধ আপনার ছাগলকে খাওয়াতে পারেন কারণ যখন আপনার ছাগলের শরীরে কিমি থাকবে না তখন ছাগল আপনি যখন পুষ্টি তার শরীরে ঢুকাবেন তখন সেই পুষ্টিতেই তার শরীর গ্রহণ করতে পারবে। তাই ছাগলকে সুস্থ সকল রাখতে হলে আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ছাগলকে ওষুধ খাওয়াতে হবে।