একটা সময় বাংলাদেশের জনসংখ্যা অনেক কম থাকায় প্রায় প্রতিটি মানুষের অনেক বেশি জমি জমা ছিল। এখন দেশের জনসংখ্যা আস্তে আস্তে বেড়ে গেছে এবং মানুষের জমি জমার পরিমাণ অনেকটা কমে গেছে। বর্তমান প্রজন্মের মানুষেরা খুব বেশি জমি জমা নিয়ে আগ্রহ দেখায় না। এখন জমি জমার দাম অনেক বেশি হয়ে গেছে যে কারণে এখন আর খুব বেশি জমি ক্রয় বিক্রয়ের ঘটনা দেখা যায় না।
তবে যাই হোক, জীবনে কোনো না কোনো এক সময় জমিজমার হিসাব নিকাশের মধ্যে আমাদের মাথা ঘামাতে হবে। তাই জমে জমার হিসাব করতে গেলে যেন আমরা শুধু বোকার মত তাকিয়ে না দেখি এই কথা ভেবে হলেও জমে যাওয়ার হিসাব নিকাশ বুঝে নেওয়া দরকার। আমরা সবাই বিঘা, একর ,কাঁঠা ,শতাংশ এই শব্দগুলো অনেকবার শুনেছি। এই শব্দগুলো বারবার শুনলেও আমরা এখনো হয়তো জানি না এগুলোর মধ্যকার সম্পর্ক আসলে কি।
এখনকার সময়ের বেশিরভাগ মানুষই হয়তো বলতে পারবেনা বিঘার সাথে কাটার কি সম্পর্ক অথবা এক বিঘা সমান কত কাঠা। আমরা আমাদের বিভিন্ন আর্টিকেলে এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসছি এবং এগুলোর মধ্যকার সম্পর্ক সুস্পষ্ট ভাবে তুলে ধরছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা একরের সাথে বিঘার কি সম্পর্ক তা নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলব। একর ও বিঘা শব্দটি একাধিকবার শোনার পরেও আপনারা যদি এদের মধ্যকার সম্পর্ক না জানেন কিন্তু আপনার ভেতরে জানার অনেক আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই দুটির মধ্যেকার সম্পর্ক জেনে নিবেন।
জমিজমার এইসব হিসাব-নিকাশ আমাদের জানার খুব বেশি প্রয়োজন হয় যখন আমাদের পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি করা হয় কিংবা আমরা যদি কোথাও থেকে জমিজমা ক্রয় করতে চাই তখন। একবার ভেবে দেখুন এমন সময় যদি আপনি বিঘা শতক কাঠা কিংবা একর সম্বন্ধে সবকিছু ভালোভাবে না জানেন তাহলে জমি কেনার কাজটি আপনার জন্য কতটা কঠিন হয়ে যেতে পারে। ঠিক একইভাবে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রেও আপনি শুধু বোকার মত দাঁড়িয়ে দেখতে থাকবেন কিছুই বুঝবেন না। এখন যেহেতু সবকিছুই ডিজিটাল হচ্ছে তাই একজন মানুষ হিসেবে আমাদের এই আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে। আমরা যেন নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারি সে চেষ্টা চালাতে হবে।
চলুন এবার আপনাদের সামনে তুলে ধরি এক একর কত বিঘার সমান। এক একর হচ্ছে ৩.০৩ বিঘার সমান। যাদের ধারণা আছে এক বিঘা সমান কতটুকু জমি হয় তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এক একর মানে বেশ অনেকটা জমি হয়। এখন অন্তত কেউ যদি একর শব্দটি ব্যবহার করে তাহলে আমরা সাথে সাথেই বুঝে নিতে পারব সে ঠিক কতটুকু জমির কথা বলছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে নিশ্চয়ই বিঘা সম্বন্ধে ধারণা থাকতে হবে। এক বিঘা সমান কতটুকু জমি হয় তা আমরা আমাদের ভিন্ন একটি আর্টিকেলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে প্র্যাকটিক্যালি আপনাকে দেখে নিতে হবে এক বিঘা ঠিক কতটুকু জমি। এক্ষেত্রে আপনি আশেপাশের কোন জমির সাথে মিলিয়ে দেখতে পারেন।
আমাদের একমাত্র লক্ষ্য হলো জীবনে চলার পথে আপনারা যে কোন সমস্যার সম্মুখীন হলে তা কত সহজে সমাধান করতে পারবেন সে বিষয়ে পরামর্শ দেওয়া। আমরা সাধারণত এই বিষয়গুলো এনালাইসিস করে তারপর নির্দিষ্ট একটি টপিকে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। এছাড়াও আমাদের কমেন্ট বক্সে যে কমেন্টগুলো পাই সেগুলো যাচাই-বাছাই করার পর আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করি। যেমন আজ একর ও বিঘা নিয়ে আপনাদের সাথে কথা বললাম, পরবর্তী পোস্টগুলোতে হয়তো এদের সাথে অন্য কোন জমি পরিমাপের এককের সম্পর্ক তুলে ধরবো। আশা করি এতক্ষন আমাদের সাথে থেকে আপনি বেশ উপকৃত হয়েছেন।