এক মিটার সমান কত সেন্টিমিটার

মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করার সময় যারা খুব ঝামেলায় পড়ে যান এবং কোনভাবে বুঝতে পারেন না এক মিটার সমান কত সেন্টিমিটার হয় তাদের আজকে জানিয়ে দেবো মিটার এবং সেন্টিমিটার এর মধ্যে কি সম্পর্ক রয়েছে। ছোটবেলায় আমরা অংক করার সময় দেখতাম মিটার এবং সেন্টিমিটার নিয়ে অনেক অংক রয়েছে যেগুলো সমাধান করার সময় এক মিটার সমান কত সেন্টিমিটার তা জানা লাগে। যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন তারা এ বিষয়টি খুব ভালোভাবে এখন লক্ষ্য করে থাকবেন।

পদার্থ বিজ্ঞান অথবা রসায়নের যেকোনো অংক করতে গেলে মিটার থেকে সেন্টিমিটারে অথবা সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার প্রয়োজন হয়। যারা প্রথম দিকে এ ধরনের অংক গুলো করছেন তারা হয়তো হঠাৎ করেই সমস্যার সম্মুখীন হচ্ছেন কিভাবে এ অংকের সমাধান করবেন এবং কিভাবে জানতে পারবেন মিটার সেন্টিমিটার অথবা কিলোমিটারের মধ্যে সম্পর্ক কি। কিলোমিটারের সাথে মিটারের কি সম্পর্ক সে বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি তাই আজ আমরা সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্ক নিয়ে কথা বলব। সহজ ভাবে বলতে গেলে এক মিটার সমান কত সেন্টিমিটার সে বিষয়টি নিয়ে কথা বলব।

শুধুমাত্র গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রেই নয় বাস্তব জীবনেও আমাদের অনেক সময় বিচার অথবা cm একক গুলো নিয়ে কাজ করতে হয়। বাড়িতে যখন আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি তখন মাপামাপির ক্ষেত্রে মিটার অথবা সেন্টিমিটার ব্যবহার করতে হয়। ১ মিটার সমান কত সেন্টিমিটার এই তথ্যটি যদি আমরা খুব ভালোভাবে জেনে রাখি তাহলে এই ধরনের কাজগুলো খুব সহজেই করতে পারব। মিটার সেন্টিমিটারের মধ্যকার সম্পর্ক যদি না জানা থাকে তাহলে বিভিন্ন কাজে আমরা ভুল করে বুঝতে পারি যে ভুলগুলো আমাদের পরবর্তীতে বড় ক্ষতি যেটা আনতে পারে।

যারা এমন ভুল করতে চান না তারা অবশ্যই খুব ভালোভাবে সঠিক তথ্যটি জেনে নিবেন কারণ বাস্তব জীবনে এগুলো অনেক বেশি দরকারি। কেউ কেউ হয়তো ভাবতে পারেন এত ছোট একটি তথ্য সবসময় মনে রাখতে পারবেন কিন্তু হঠাৎ করেই যখন প্রয়োজন হবে তখন ভুলে যেতে পারেন। প্রয়োজনের সময় যেন ভুলে না যান সে কথা ভেবে হলেও আমাদের এই তথ্যগুলো এমন কোথাও সংরক্ষণ করতে হবে অথবা এমন ভাবে মুখস্ত করতে হবে যেন সবসময় মনে থাকে।

কিছু কিছু মানুষের কাছে মিটার সেন্টিমিটার অথবা কিলোমিটার কিংবা ডেসিমিটার এই একক গুলো সব সময় একই রকম মনে হয়। তারা ভীষণ কনফিউশন এর মধ্যে পড়ে যায় যে এগুলোর মধ্যে কিভাবে পার্থক্য বুঝতে পারবে। ছোটবেলায় আমরা অনেক চ্যাট করেছি যেখানে এ ধরনের একক গুলো সব দেওয়া থাকে এবং এদের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে সেগুলো বিস্তারিত তুলে ধরা হয় কিন্তু সেই চার্টটি মুখস্ত করা চাট্টিখানি খানি কথা নয়। সবচেয়ে ভালো হবে যখন আপনি এদের মধ্যে সম্পর্ক আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। লক্ষ্য করে দেখবেন আমাদের বড়রা সবসময় আমাদের একটি উপদেশ দিয়ে থাকে যে বোঝাবুঝে পড়লে সবকিছু মনে রাখা যায় খুব সহজে। মিটার ও সেন্টিমিটার এর মধ্যকার সম্পর্ক যদি আপনারা একবার বুঝতে পারেন তাহলে হয়তো জীবনে কখনোই আর ভুলবেন না।

১ মিটার সমান হলো ১০০ সেন্টিমিটার। এখন থেকে যদি কখনো মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করার প্রয়োজন হয় তাহলে খুব সহজভাবে করে ফেলতে পারবেন। ধরুন আপনাকে প্রশ্ন করা হলো ২ মিটার সমান কত সেন্টিমিটার হয় তাহলে খুব সহজেই উত্তর দিতে পারবেন ২০০ সেন্টিমিটার হয়। কিভাবে আমরা এই হিসাবটি করলাম তা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন না বুঝলেও দেখে নিন,
এক মিটার সমান ১০০ সেন্টিমিটার
দুই মিটার সমান ২*১০০=২০০ সেন্টিমিটার।
ঠিক এভাবে আপনারাও মিটার থেকে সেন্টিমিটারে খুব সহজে কনভার্ট করতে পারবেন। এ বিষয়ে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন।

Leave a Comment