আমাদের পূর্ববর্তী আর্টিকেল থেকে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন কত ইঞ্চিতে এক ফুট হয়। আজ আমরা আপনাদের জানাতে চলেছি এক মিটার সমান কত ফুট হয়। আপনার নিশ্চয় জানেন দীর্ঘদিন ধরে আমরা পরিমাপের বিভিন্ন একক নিয়ে কাজ করে চলেছি এবং আমাদের মূল লক্ষ্য হলো পরিমাপের প্রতিটি একক সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়া। আশা করি
আপনারা নিয়মিত আমাদের আর্টিকেলগুলো পড়বেন এবং পরিমাপের প্রতিটি একক সম্বন্ধে খুব ভালোভাবে জেনে নিবেন। আর যেহেতু আমরা আপনাদের সাথে কথা বলব মিটার এবং ফুট নিয়ে তাই মিটার ও ফুটের মধ্যে কি সম্পর্ক রয়েছে এবং অন্যান্য এককের সাথে এদের কি সম্পর্ক রয়েছে সে বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করব। যারা দীর্ঘদিন ধরে নিয়মিত আমাদের আর্টিকেলগুলো পড়ে আসছেন তাদেরকে আবারো ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি।
মিটার দূরত্ব পরিমাপের এমন একটি একক যা আমাদের সকলেরই অনেক পরিচিত। সাধারণত মিটারের সাথে পরিচিত হওয়ার আগে আমরা কিলোমিটারের সাথে পরিচিত হই কেননা আমাদের দেশের প্রতিটি রাস্তা কিলোমিটার এককে পরিমাপ করা হয়। এরপর আস্তে আস্তে আমরা মিটারের সাথেও পরিচিত হই যখন বই কিলোমিটার অথবা ডেসিমিটার কিংবা সেন্টিমিটারের একটি তালিকা দেওয়া থাকে তখন থেকে। প্রাইমারিতেই আমরা এই ধরনের তালিকা গুলো দেখতে পাই যেখান থেকে এদের মধ্যকার সম্পর্ক আমাদের সামনে উঠে আসে।
ছোটবেলায় এই বিষয়গুলো নিয়ে নানান গাণিতিক সমস্যার সমাধান করলেও পরবর্তীতে এগুলো মনে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। সব সময় এগুলো আমাদের মনে না থাকলেও বিভিন্ন কাজে এগুলোর প্রয়োজন কিন্তু হয়। প্রয়োজনের সময় আমরা আবারও এদের মধ্যকার সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করি এবং সঠিক তথ্য খুঁজে বের করে ব্যবহার করার চেষ্টা করি। আপনারা যারা ছোটবেলায় অনেকবার পড়ার পরেও এই তথ্যগুলো ভুলে গেছেন তারা হয়তো অনেকদিন ধরে এগুলো মুখস্ত করার চেষ্টা করছেন কিন্তু কোনভাবেই মনে রাখতে পারছেন না।
আমরা আপনাদের জন্য সহজ সমাধান নিয়ে আসলাম যেন এখন থেকে এগুলো সব সময় মনে রাখতে না হয় এবং যখন খুশি তখন এসে জেনে নিতে পারেন। আপনার স্মরণ শক্তি যদি খুব ভালো হয়ে থাকে তাহলে মুখস্ত করেও নিতে পারেন।এখনকার সময় যেহেতু আমরা আধুনিক অনেক ক্যালকুলেটর ব্যবহার করে থাকি তাই সেখানেও আমরা চাইলেও মিটার থেকে ফুটে কনভার্ট করে ফেলতে পারি। ক্যালকুলেটর এর মাধ্যমে মিটার থেকে ফুটে কনভার্ট করার উপায় যদি আপনার না জানা থাকে তাহলে আপনাকে এই পুরো প্রসেসটা খুব ভালোভাবে জেনে নিতে হবে।
এখনকার সময়ে অনেক সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ্লিকেশন পাওয়া যায় যেখানে এমন মেকানিজম করা থাকে যাতে আপনি সহজেই কনভার্ট করতে পারেন। আপনি যদি এগুলো ব্যবহারে খুব বেশি দক্ষ না হন তাহলে হাতে-কলমে হিসাব করতে পারবেন। হাতে-কলমে হিসাব করতে গেলে শুধু এসব একক গুলোর মধ্যকার সম্পর্ক জানতে হবে যেমন আজ আমরা মিটার ও ফুট নিয়ে কথা বলছি সুতরাং মিটার থেকে ফুটে কনভার্ট করতে গেলে এগুলোর মধ্যকার সম্পর্ক জানতে হবে।
আপনি যদি আপনার আশেপাশের কাউকে জিজ্ঞেস করেন এক মিটার সমান কত ফুট হয় তাহলে হয়তো সে সোজাসুজি বলে দেবে এক মিটার সমান তিন ফুট হয়। এই তথ্য জানার পর আপনি সঠিকভাবে হিসেব করতে পারবেন না কারণ এখানে একদম সঠিক তথ্যটি তুলে ধরা হয় না। আপনি যদি এমন কোন কাজ করে থাকেন যেখানে খুব সূক্ষ্মভাবে হিসেব করতে হবে তাহলে আমাদের একদম সঠিক মানটি জানতে হবে। মিটার ও ফুটের মধ্যে একদম সঠিক সম্পর্ক টি হলো, ১ মিটার সমান ৩.২৮০৮৪ ফুট। এখন আর মিটার থেকে ফুটে কনভার্ট করতে গেলে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না কারণ সহজ ভাবে হাতে-কলমে গুণ করলেই একদম সঠিক তথ্য পেয়ে যাবেন।