দৈনন্দিন জীবনে আমরা দূরত্ব পরিমাপের ক্ষেত্রে যে সবগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে গজ অনেকটা জনপ্রিয়। ফুট ও মিটারের পাশাপাশি গজের মাধ্যমেও আমরা অনেক সময় কাজ করি দূরত্ব মাপার ক্ষেত্রে। তবে কখনো কখনো ফুট থেকে গজে রূপান্তরের প্রয়োজন পড়ে যখন ফুট ও গজের মধ্যে সম্পর্ক না জানলে কনভার্ট করা বেশ কঠিন কাজ হয়ে পড়ে। অনেকে হয়তো মনে করতে পারেন গজ ও ফুট অথবা গজ ও মিটার হয়তোবা একই রকম। যারা দীর্ঘদিন ধরে এমনটা ভেবে আসছেন তারা নিশ্চয়ই সঠিক ভাবছেন না কারণ গজ ও ফুট এবং গজ ও মিটার মধ্যে বেশ বড় ধরনের একটি পার্থক্য রয়েছে।
এই পার্থক্য যদি না জানা থাকে তাহলে অনেক সময় কাজের মধ্যে ভুল করে ফেলতে পারেন যা পরবর্তীতে বড় কোন বিপদ ডেকে আনতে পারে। দৈনন্দিন জীবনে যদি আমরা এই ধরনের ভুল করে থাকি তাহলে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকবে আর যদি আরও বড় কোন কাজে এমন ভুল করে থাকি তাহলে কখনো কখনো আমাদের জীবন ও শঙ্কার মুখে পড়তে পারে। যাইহোক, আমরা নিশ্চয় চাইবো না এত ছোট একটি তথ্যের গ্যাপ থাকার জন্য আপনারা বড় কোন ক্ষতি সম্মুখীন হন। আপনারা উপকৃত হবেন ভেবেই এই আর্টিকেল এর মধ্যে আমরা গজের সাথে ফুটের সম্পর্কটি পরিষ্কারভাবে আলোচনা করব। আশা করি আলোচনার একদম শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গ দিবেন।
যেহেতু ইঞ্চির সাথে ফুটের খুব ভালো একটি সম্পর্ক রয়েছে এবং আমরা অনেকেই এই সম্পর্কটি জানি তাই বেশিরভাগ সময় আমাদের কোন দূরত্ব পরিমাপ করতে হলে ফুট অথবা ইঞ্চির সাহায্য নিয়ে থাকি। একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন ছোটখাটো দূরত্ব প্রতাপ করতে গেলে আমরা যে স্কেল ব্যবহার করে থাকি সেখানে ইঞ্চি চিহ্ন দেওয়া থাকে। তাহলে গজের ব্যবহারটা আসলে কোথায় হয়ে থাকে? গজের ব্যবহারটা সাধারণত কাপড় অথবা এই ধরনের কোন বস্তু পরিমাপের ক্ষেত্রে আমরা বেশি দেখি।
কাপড় ছাড়াও বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে গজের মাধ্যমে পরিমাপ করা হয়। তাই ইঞ্চি ও ফুট সম্বন্ধে আমাদের যেমন ভালোভাবে জানতে হবে ঠিক একই ভাবে গজ অথবা মিটার সম্বন্ধ আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে। এ বিষয়ে কোন ধরনের কনফিউশন রাখা যাবে না। আর যদি কনফিউশন থেকে থাকে তাহলে তা যত দ্রুত সম্ভব দূর করতে হবে। আর আপনার মনের কনফিউশন দূর করার জন্য আমরা সব সময় সাথে আছি, ছোটখাটো ও গুরুত্বপূর্ণ যে কোন তথ্য আপনার সামনে তুলে ধরে ইনফরমেশন গ্যাপ দূর করার জন্য। তাহলে চলুন আমরা যৌক্তিকভাবে দেখানোর চেষ্টা করি ফুটের সাথে গদের সম্পর্ক অথবা পার্থক্য।
ইঞ্চি ও ফুট সম্বন্ধে যারা ভালো ধারণা রাখেন তারা খুব ভালোভাবে জানেন যে 12 ইঞ্চিতে এক ফুট হয়। আমরা এই ওয়েবসাইটের অনেক আর্টিকেলে একটি কথা আপনাদের বারবার জানিয়েছে যে ৩৬ ইঞ্চিতে এক গজ হয়। এই কথাটি আমরা উল্টো ভাবে বলতে পারি অর্থাৎ এক গজ সমান ৩৬ ইঞ্চি হয়। তাহলে ৩৬ ইঞ্চিতে যদি একগজ হয়, ১২ ইঞ্চি তে কত গজ হবে?
এখন কি বিষয়টি আর খুব কঠিন মনে হচ্ছে? না, এখন আর একদমই কঠিন মনে হচ্ছে না কারণ আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। ৩৬ ইঞ্চিতে এক গজ হলে ১২ ইঞ্চিতে ১/৩ গজ হবে অর্থাৎ আমরা যদি সহজ হয় বলতে চাই তাহলে বলা যায় এক গজ সমান তিন ফুট হবে। সুতরাং এক গজ দূরত্ব পরিমাপ করার ক্ষেত্রে আপনারা একটি ফুটের স্কেল ব্যবহার করতে পারেন। ৩ ফুট মেপে নিলেই এক গজ পেয়ে যাবেন। আশা করি এখন আর গজ সম্বন্ধে কিংবা গজ পরিমাপের ক্ষেত্রে আমরা একদমই ভুল করব না।