ছোটখাটো দূরত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি একক ব্যবহার করে থাকি। মিটার, ফুট ও গজ হলো এই একক গুলোর মধ্যে অন্যতম। এর চেয়ে আরো ছোট দুরুত্ব হলে আমরা ইঞ্চি অথবা cm এর মাধ্যমে পরিমাপ করি। অর্থাৎ বলা যায় প্রায় সব ধরনের দূরত্বের জন্য আলাদা আলাদা একক ব্যবহার করা যায়। তবে অনেক সময় মিটার ফুট ও গজের মধ্যে আমাদের পার্থক্য করতে বেশ কষ্ট হয়ে যায়। আমরা কনফিউজড হয়ে যাই কোনটার দূরত্ব কতটুকু এই নিয়ে।
আজ আমরা আপনাদের সাথে কথা বলবো গজ ও ইঞ্চির মধ্যকার সম্পর্ক নিয়ে। আমরা সাধারণত ফুট ও ইঞ্চির মধ্যকার সম্পর্ক খুব ভালোভাবে জানি কারণ বেশিরভাগ সময় ফুট ও ইঞ্চি নিয়ে আমাদের কাজ করতে হয় কিন্তু গজ নিয়ে খুব বেশি কাজ করা হয় না বলে গজের সাথে ইঞ্চির কি সম্পর্ক তা খুব বেশিদিন মনে থাকে না। যারা দীর্ঘদিন ধরে গজ ও ইঞ্চির মধ্যকার পার্থক্য বুঝতে পারছেন না তাদের সব কনফিউশন দূর করার জন্য হলেও আর্টিকেলটি পড়তে হবে। এখানে আমরা খুব সুন্দর ভাবে গজ ও ইঞ্চির মধ্যকার সম্পর্ক তুলে ধরব।
ধরুন আপনি একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য পরিমাপ করতে চান। আমরা জানি ক্রিকেট পিচের দৈর্ঘ্য সাধারণত ২২ গজ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যারা গজ সম্বন্ধে ভালো ধারণা রাখে না তারা হয়তো বুঝতে পারবে না বা ধারণা করতে পারবে না যে একটি ক্রিকেট পিচ ঠিক কতটা দূরত্বে হয়ে থাকে। কিন্তু সঠিক পরিমাপের পিচ তৈরি করতে চাইলে আপনাকে গজ সম্বন্ধে ধারণা রাখতেই হবে। কারণ পিক যদি সঠিক পরিমাপের না হয় তাহলে কখনোই সঠিকভাবে খেলা পরিচালনা সম্ভব হবে না।
এক্ষেত্রে একটি সমাধান হতে পারে আপনি যদি গজ সম্বন্ধে না জানেন কিন্তু ফুট ইঞ্চি সম্বন্ধে খুব ভালোভাবে জানেন তাহলে আপনার জন্য এগুলোর মধ্যকার পার্থক্য বের করা সহজ হয়ে যাবে। ইঞ্চি সম্বন্ধে জানলে আপনি খুব সহজে বুঝতেও পারবেন যে এক গজ কতটুকু দূরত্ব হবে। এরপর একটি ইঞ্চি মাপার স্কেল দিয়ে এক গজ পরিমাপ করে ফেলতে পারবেন। এই বিষয়টির যৌক্তিক প্রমাণ যদি আপনারা জানতে চান আমরা গাণিতিক হিসাবের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব।
দূরত্ব পরিমাপের সব একক গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছি। প্রায় প্রতিটি একক নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে আর্টিকেল দেওয়ার চেষ্টা করছি যেখান থেকে আপনারা প্রতিটি একক সম্বন্ধে নির্দিষ্ট ভাবে জানতে পারেন। এছাড়া প্রতিটি এককের মধ্যকার সম্পর্ক এবং সেই এককের মাধ্যমে কতটুকু দূরত্ব
বোঝানো হচ্ছে সেই বিষয়গুলো আমরা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। অনেক সময় বিষয়টি সহজ করে তোলার জন্য গাণিতিক হিসাবের প্রয়োজন হচ্ছে। ঠিক এ কারণেই আপনারা যখন গাণিতিক সমস্যা সমাধানের জন্য এই তথ্যগুলো সংগ্রহ করছেন তখন কাজটা আরো বেশি সহজ হয়ে যাচ্ছে। যাইহোক, চলুন এখন আপনাকে জানিয়ে দিই গজের সাথে ইঞ্চির সম্পর্ক কি।
এক গজ = ৩৬ ইঞ্চি। একটু জানার পর আপনাদের অনেকের মনে হয়তো সন্দেহ থাকতে পারে। আপনাদের সন্দেহ দূর করার জন্য চলুন এখন একটু গাণিতিক হিসেবে যাওয়া যাক। আপনাদের জানিয়ে রাখা ভালো গজের সাথে ফুটের কি সম্পর্ক সে নিয়ে আমরা এর আগে কথা বলেছি। এ বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটের আরেকটি আর্টিকেল যেখানে গজ এর সাথে ফুটের সম্পর্ক তুলে ধরা হয়েছে সেটি অবশ্যই পড়ে নিবেন।
তো আমরা জেনেছি যে এক গজ সমান তিন ফুট। আবার এক ফুট সমান ১২ ইঞ্চি। এক ফুট সমান যদি ১২ ইঞ্চি হয় তবে তিন ফুট সমান কত হবে? এই প্রশ্নের উত্তর খুব সহজভাবে আপনি পারবেন। তিন ফুট সমান হবে ৩গুন ১২ অর্থাৎ ৩৬ ইঞ্চি। খুব সহজভাবে আমরা পেয়ে গেলাম এক গজ সমান ৩৬ ইঞ্চি। আশা করি এখন আর আপনার মনে কোন সন্দেহ থাকার কথা নয়।