আমরা যখন কোন জিনিস পাইকারি কিনতে যাই তখন সাধারণত মন হিসেবে কিনতে হয়। যারা নিয়মিত বাজার করে থাকেন তারা খুব ভালোভাবে জানেন এক মন সমান কত কেজি হয় কিন্তু যারা কখনো বাজার করেন নি অথবা নতুন নতুন বাজার করছেন তাদের জন্য এই তথ্যটি না জানাটা খুবই স্বাভাবিক। এক মন সমান কত কেজি না জানলে আমরা কখনোই কোন জিনিস পাইকারি কিনতে পারবো না কারণ বেশিরভাগ ক্ষেত্রে চাল অথবা অন্যান্য আরো অনেক জিনিস মন হিসেবে বিক্রি করা হয়। এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনি হাজার চেষ্টা করে ও অন্য কারো কাছ থেকে জানতে পারছেন না।
কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা আশেপাশের কাউকে জিজ্ঞেস করতে পারি না শুধুমাত্র লজ্জার কারণে। এইসব প্রশ্নের উত্তর গুলো আমাদের জানা উচিত ছিল কিন্তু নানান কারণে আমরা জানতে পারিনি এখন যদি এই প্রশ্নগুলো কাউকে করতে যায় তাহলে হয়তো অনেক কথা শুনতে হতে পারে। এক মন সমান কত কেজি একটি অতি সাধারণ একটি প্রশ্ন কিন্তু এই সাধারণ প্রশ্নের উত্তরই অনেকে ঠিকঠাক বলতে পারবে না।
আপনিও যদি এই দলের সদস্য হয়ে থাকেন তাহলে লজ্জার অথবা ভয়ের কোন কারণ নেই কেননা কোন কিছু না জানাটা কখনো অপরাধ হতে পারে না। আপনি একটি তথ্য না জানলে অবশ্যই সেটা জেনে নেওয়া অথবা জেনে নেওয়ার চেষ্টা করা প্রয়োজন। একটি তথ্য জানার জন্য আপনি এই ওয়েবসাইটে ভিজিট করেছেন দেখে আমরা খুশি হলাম কারণ আপনি জানার চেষ্টা করছেন। যেহেতু আপনি এই পোস্টটি ভিজিট করছেন তাই এখন থেকে এই ধরনের অনেক তথ্য আপনি নিয়মিত পেয়ে যাবেন। আপনার মধ্যে জানার যে আগ্রহ রয়েছে তা কখনোই দমিয়ে দিলে চলবে না।
এক মন সমান হচ্ছে 40 কেজি। আপনার কাছে এখন বিষয়টি হাস্যকর মনে হতে পারে কারণ এত সহজ একটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারছিলেন না। এখন থেকে যেকোনো পাইকারি বাজারে গেলে খুব সহজেই আপনি পণ্য কিনতে পারবেন কেননা আপনার জানা আছে এখন পণ্য বলতে কত কেজি বোঝায়। কখনো কখনো কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে ৪০ কেজির উপরে এক মন ধরা হয়।
যেমন আপনি যদি আমি কিনতে যান তাহলে ৪২ থেকে ৪৫ কেজির মধ্যে এক মন ধরা হয়। ৪০ কেজি উপরে ধরার পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেগুলো নির্দিষ্ট ওই পণ্যের ব্যবসায়ীরা খুব ভালো বলতে পারবে। আপনার জেনে রাখা প্রয়োজন এক মন সমান 40 কেজি হয় এবং এটুকু জানলেই আপনি যেকোনো পণ্য খুব সহজে কেনাবেচা করতে পারবেন।
ওজন পরিমাপ করতে গেলে আপনি যেন কোনভাবে ভুল না করে বসেন এবং অন্য কেউ আপনার সামনে ভুল করলে যেন ধরিয়ে দিতে পারেন তাই ওজন পরিমাপের প্রতিটি একক আপনাকে বুঝতে হবে। কোন পণ্য কিভাবে পরিমাপ করা হয় এবং একটি এককের সাথে অন্য এককের কি সম্পর্ক তা জানা থাকলে দেশের যে কোন প্রান্তে যেকোনো জিনিস কিনতে গেলে আপনি কখনোই ঠকবেন না। কিছু কিছু ব্যবসায়ী আছে যারা সব সময় চেষ্টা করে কিভাবে সাধারণ ক্রেতাদের বোকা বানানো যায়,
আপনি যদি ঠিকভাবে ওজন পরিমাপ করতে না জানেন তাহলে কিভাবে বোকা বনে যাবেন নিজেও বুঝতে পারবেন না। আপনারা যেন এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে নিতে পারেন সে লক্ষেই আমরা প্রতিটি টপিক নিয়ে আলাদা আলাদা ভাবে লেখার চেষ্টা করছি। যেহেতু আমরা আপনাকে জানিয়েছি এক মন সমান 40 কেজি হয় তাই এখন থেকে খুব সহজেই মন থেকে কেজিতে কনভার্ট করতে পারবেন। ধরুন একটি গরুর ওজন হচ্ছে পাঁচ মন, সুতরাং আমরা বলতে পারি ওই গরুটির ওজন পাঁচ গুণ 40 অর্থাৎ 200 কেজি।