এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার

বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার জন্য আপনারা যারা বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি করছেন তাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই ওয়েব সাইটের মাধ্যমে এখন থেকে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক পোস্ট করা হবে যেখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর তুলে ধরা হবে। আপনারা কমেন্ট বক্সে এসে বিজ্ঞান বিষয়ক যেসব প্রশ্ন তুলে ধরেছেন সে প্রশ্নগুলোর উত্তর আমরা বিভিন্ন উৎস থেকে খুঁজে বের করার চেষ্টা। উত্তরগুলো খুঁজে পাওয়া মাত্রই আমরা বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব।

যেহেতু এইসব প্রশ্নের উত্তরগুলো নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে তাই আমরা সবসময় চেষ্টা করে থাকি সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটি আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা যেন সঠিক তথ্য পান সে বিষয়টি খেয়াল রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আজও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে কথা বলব যা জানার জন্য অনেকে আগ্রহ দেখিয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো‌ আলোকবর্ষ। আলোকবর্ষ কি এবং এক আলোকবর্ষ সমান কতটুকু দূরত্ব সে বিষয়টি আপনাদের জানাবো এই লেখার মাধ্যমে।

আলোকবর্ষ শব্দটি আমরা সবাই কম বেশি শুনেছি। আলোকবর্ষ কথাটি শোনার পর আমাদের মনে একটি প্রশ্ন বারবার ফিরে আসে তা হল আলোর সাথে আবার বছরের কি সম্পর্ক। বছরের কথা বলছি কারণ আলোকবর্ষ শব্দটির শেষে বর্ষ রয়েছে। হ্যাঁ আলোর সাথে বছরের একটি সম্পর্ক রয়েছে আর এই সম্পর্ক থেকেই আলোকবর্ষ শব্দটির উৎপত্তি। আপনারা নিশ্চয়ই জানেন আলোর গতি অনেক বেশি।

আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে থাকে। অবশ্য এক্ষেত্রে আমাদের একটি কথা মনে রাখতে হবে আলো যে সেকেন্ডে তিন লাখ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এটি হচ্ছে শূন্যস্থানে। সুতরাং আমরা বলতে পারি আলো শূন্যস্থানে সেকেন্ডের প্রায় তিন লাখ কিলোমিটার দূরত্ব অতিক্রমণ করে থাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম আলোর গতি নিয়ে এখন কথা বলব এর সাথে বর্ষের কি সম্পর্ক এবং আলোকবর্ষ কথাটি কিভাবে এলো।

আলোকবর্ষ কথাটি বলতে বোঝানো হচ্ছে আলো এক বছরের ঠিক কতটা দূরত্ব অতিক্রম করে। এর আগে আমরা দেখলাম আলো প্রতি সেকেন্ডে শূন্যস্থানে প্রায় তিন লাখ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তো শূন্যস্থানে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করবে সেটি হল এক আলোকবর্ষ। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এক আলোকবর্ষ মানে মোটেও কমসম দূরত্ব নয় বরং অনেক অনেক বেশি। এতটা বেশি যে আমরা হয়তো কল্পনা করতে পারব না। তবে এক আলোকবর্ষ সমান দূরত্ব সংখ্যায় প্রকাশ করা সম্ভব। কিভাবে এক আলোকবর্ষ সমান কত দূরত্ব হবে তা বের করবেন সেটি এখন দেখাবো। চলুন দেখা যাক, আর এটি দেখার জন্য নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।

আমরা আগেই বলেছি আলো প্রতি সেকেন্ডে শূন্যস্থানে প্রায় তিন লাখ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে থাকে। যেহেতু আলোর প্রতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার যায় তাহলে আলো এক ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা নিশ্চয়ই আপনারা বের করতে পারবেন। এটি বের করার জন্য আপনাদের জানতে হবে এক ঘন্টা সমান কত সেকেন্ড। আমরা জানি এক ঘন্টায় ৬০ মিনিট আর এক মিনিটে ৬০ সেকেন্ড।

সুতরাং এক ঘন্টা সমান ষাট গুণ ষাট অর্থাৎ ৩৬০০ সেকেন্ড। এক সেকেন্ডের আলোর গতিকে আমরা যদি ৩৬০০ দিয়ে গুন করি তাহলেই এক ঘন্টায় আলোর দূরত্ব বের করা সম্ভব। আমরা যদি এক ঘন্টায় আলো কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটি বের করতে পারি তাহলে একদিন অর্থাৎ ২৪ ঘন্টায় আলো কতটা দূরত্ব অতিক্রম করবে সেটিও বের করতে পারব। এভাবে একদিনে আলো কতটা দূরত্ব অতিক্রম করে সেটি বের করে ফেলুন এবং এক বছরে কত দিন হয় সেটিও বের করে ফেলুন। এখন বের করতে হবে এক বছরে কত ঘন্টা হয়।

আমরা যেহেতু আগেই বের করেছি এক ঘন্টায় আলো কত কিলোমিটার যায় তাই এখন আমাদের কাছে কাজটি অনেক সহজ। এক বছরে কত ঘন্টা হয় সেটি যেহেতু আমরা বের করেছি তাই এর সাথে এক ঘন্টায় আলো কতটুকু দূরত্ব অতিক্রম করে তার গুণ করলেই এক বছরে আলো কতটা দূরত্ব অতিক্রম করছে এটি বের করতে পারব। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি এক আলোকবর্ষ সমান প্রায়ই ১০ ট্রিলিয়ন কিলোমিটার। আপনারা চাইলে এই ফলাফল কে নয় ট্রিলিয়ন কিলোমিটারের একটু বেশি বলতে পারেন।

Leave a Comment