এক গজ সমান কত মিটার

আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা গজ এবং মিটারকে একই জিনিস মনে করেন। গজ ও মিটারের মধ্যে যে ছোট্ট একটি পার্থক্য রয়েছে তা অনেকেই মানতে চান না কারণ এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানেন না। অনেক মানুষই এরকম ইনফরমেশন গ্যাপ নিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন কাজ করে যাচ্ছে। পরবর্তীতে আপনারা যেন এমন ভুল আর না করেন সেই লক্ষ্যে আমরা

এই আর্টিকেলটি নিয়ে এসেছি যেখানে গজ এবং মিটারের মধ্যে যে পার্থক্য রয়েছে তা সুন্দরভাবে উপস্থাপন করা হবে। গজ এবং মিটারের মধ্যকার পার্থক্যের পাশাপাশি আমরা গজ থেকে কিভাবে মিটারে কনভার্ট করতে পারবেন সে বিষয়টি জানানোর চেষ্টা করব। গজ এবং মিটারের মধ্যে কোনটির কাজ কোথায় সবচেয়ে বেশি হয় তা জানতে হলে চোখ রাখুন এই পোস্টে একদম শেষ পর্যন্ত।

মিটার শব্দটির সাথে আমাদের অনেক বেশি ঘনিষ্ঠতা রয়েছে কারণ মিটার এমন একটি একক যেকোনো দূরত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি। যেমন কিলোমিটার পরিমাপটিও কিন্তু মিটার থেকে আসে। আপনারা নিশ্চয়ই জানেন ১০০০ মিটারে এক কিলোমিটার হয়। কিন্তু গজের সাথে মিটারের কি সম্পর্ক অথবা কিলোমিটারের সাথে গজের কি সম্পর্ক তা না জানলে আমরা কোন কাজ সঠিকভাবে করতে পারব না। তাছাড়া কোন কাজগুলোতে গজের মাধ্যমে পরিমাপ করতে হবে এবং কোন কাজগুলোতে

মিটারের মাধ্যমে পরিমাপ করতে হবে তা যদি আপনার না জানা থাকে তাহলে এখনই জেনে নিতে হবে কারণ জীবনে চলার পথে যেকোনো সময় যেকোনো মুহূর্তে এমন সমস্যা সম্মুখীন হতে হবে। এর আগের পোস্টগুলোতে আমরা গদের সাথে ফুটে সম্পর্ক ও গজের সাথে ইঞ্চির সম্পর্ক খুব সুন্দর ভাবে তুলে ধরেছিলাম যা দেখার পর আপনারা অনেকেই গজের সাথে মিটারের কি সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করেছেন। এই টপিকটি নিয়ে আপনাদের আগ্রহ দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে কিছু আলোচনার প্রয়োজন আছে।

আমরা অনেকে হয়তো জানি এক মিটার বলতে কতটুকু দূরত্ব বোঝায় কিন্তু এক গজ বলতে কেমন দূরত্ব বুঝাচ্ছে তা জানা আমাদের জন্য বেশ কঠিন কাজ হয়ে পড়ে। আবার যারা মনে করেন গজ ও মিটার একই জিনিস তারা কখনোই এ দুটির পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করেন না। কিন্তু সঠিক তা জানতে হবে এই কারণেই যেন আমরা গুরুত্বপূর্ণ এমন কিছু কাজ সঠিকভাবে শেষ করতে পারি যেখানে

এক ইঞ্চি দূরত্ব বেশ বড় পার্থক্য তৈরি করে ফেলে। দূরত্ব পরিমাপ নিয়ে যদি কেউ কাজ করে থাকেন তারা খুব ভালোভাবে বুঝবেন যে কখনো কখনো এক ফুট অথবা ১ ইঞ্চি দূরত্ব বেশ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আপনাদের একটি বিষয় জেনে নেওয়া উচিত আর তা হলো গজ এবং মিটারের পরিমাপ প্রায় কাছাকাছি হলেও এই দুটির মধ্যে ছোট্ট একটি পার্থক্য রয়েছে। চলুন সেই পার্থক্যটি এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি।

প্রথমে আমরা জানবো এক গজ সমান কত মিটার। এক গজ সমান ০.৯১৪৪ মিটার (প্রায়)। এই সেম তথ্যটি যদি আমরা উল্টো ভাবে উপস্থাপন করতে চাই তাহলে বলতে হয় এক মিটার সমান ১.০৯৩৭ গজ। এখান থেকে আপনারা একটি বিষয় স্পষ্টভাবে দেখতে পারছেন তা হল গজ এবং মিটার প্রায় সমান হলেও পুরোপুরি সমান নয়। মিটার গজের চেয়ে একটু ছোট। ঠিক এ কারণেই আমরা এক মিটার সমান এক গজ অথবা ১ গজ =

1 মিটার বলতে পারব না। এতদিন যারা মিটার ও গজ কে একই বিষয়ে বলে জেনে এসেছেন তারা নিশ্চয়ই এখন নিজের ধারণা পাল্টে ফেলতে চাইবেন। আশা করি এখন আর ভুল তথ্য না জেনে সঠিক তথ্য জেনে কাজ করার চেষ্টা করবেন। পরবর্তীতে যদি এই বিষয়গুলো নিয়ে আপনার মনে কোন প্রশ্ন তৈরি হয় তবে নিঃসংকোচে আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিতে পারেন।

Leave a Comment