মাগরিবের কসর নামাজ কত রাকাত

নামাজ একজন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কারণ কিয়ামতের দিন মহান আল্লাহতালা যে বিষয়টি হিসাব সবার আগে নিবে তা হলো নামাজের হিসাব। তাই একজন মুমিন মুসলমান ব্যক্তি কে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ এর মধ্য আরো বিশেষ কিছু নামাজ রয়েছে সেই নামাজ গুলোর মধ্যে কসর নামাজ একটি। তাই আমরা অনেকেই এই নামাজ আদায় করি। তবে আপনারা যারা মাগরিবের কসর নামাজ আদায় করবেন তারা অনেকে জানেন না এই নামাজ মোট কত রাকাত।

তবে আপনি যে নামাজি আদায় করেন না কেন তার আগে অবশ্যই জানতে হবে সেই নামাজ কত রাকাত নয়তো নামাজ পরিপূর্ণ হবে না। তাই আমাদের মধ্যে অনেক মুসলমান ব্যক্তি রয়েছে যারা মুসলমান হওয়া সত্বেও সঠিকভাবে জানে না এই মাগরিবের কসর নামাজ কত রাকাত। তাই এই বিষয়টি জানতে অনেকে অনলাইনের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছে। তবে আমরা আমাদের আজকের আলোচনাতে আপনাদেরকে জানিয়ে দেবো মাগরিবের কসর নামাজ কত রাকাত। আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে আগ্রহী আমাদের পুরো আলোচনার সাথে থাকুন আর এই বিষয়ে জানুন।

আপনি যখন কসর নামাজ আদায় করার জন্য নিয়ত করবেন অবশ্যই আপনাকে জানতে হবে কসর নামাজ কি তারপরে আপনাকে এই নামাজ আদায় করতে হবে। আর কসর নামাজ শুধুমাত্র মুসাফিররা আদায় করতে পারে। এই নামাজ মহান আল্লাহতালার বিশেষ অনুগ্রহ। আর মহান আল্লাহতালা সব সময় তাঁর বান্দাদের জন্য সহযোগিতা করে গিয়েছেন। মুসাফিরের নামাজকে ইসলামী পরিভাষায় কসর নামাজ বলা হয়। কসর শব্দের অর্থ সংক্ষিপ্ত করা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে সফর বা ভ্রমণে বের হই।ফলে আমাদের পক্ষে অনেক সময় পূর্ণাঙ্গ নামাজ পড়া সম্ভব নাও হতে পারে। এমতাবস্থায় মূল নামাজকে সংক্ষিপ্ত করে আদায় করাই কসর নামাজ।

মাগরিবের কসর নামাজ যত রাকাত

নামাজ এমন একটি ইবাদত আপনি যদি সঠিক নিয়মে আদায় না করেন তাহলে সে নামাজ মহান আল্লাহ তায়ালার দরবারে কবুল হয় না। তবে আল্লাহ আমাদের জন্য ইসলাম অনেক সহজ করে দিয়েছেন। আর এরই ধারাবাহিকতায় যে কোন ব্যক্তি যদি সফর বা ভ্রমণে থাকা অবস্থায় পূর্ণাঙ্গ নামাজ আদায় করতে না পারেন তাহলে তিনি কসর নামাজ আদায় করে নিতে পারেন। তবে আপনার যারা মাগরিবের কসর নামাজ কত রাকাত এ সম্পর্কে সঠিক ভাবে জানেন না আমরা এখন আপনাদেরকে এই সম্পর্কে জানিয়ে দেব। তাই চলুন দেরি না করে এই গুরুত্বপূর্ণ বিষয়ের জেনে নেয়া যাক।

একজন মমিন মুসলমান যে অবস্থায় থাকুক না কেন তার জন্য নামাজ কোন অবস্থাতে বাদ নেই। বিশেষ করে দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বাদ দেয় তাহলে তাকে গুনাহ পেতে হবে। তবে ইসলাম এমন একটি ধর্ম যেখানে প্রতিটি বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। আর তাই কোন মুসলমান ব্যক্তি যদি ভ্রমণরত অবস্থায় থাকে তাহলে সে তার নামাজকে সংক্ষিপ্ত করতে পারবে। আর এই নামাজ কেই বলা হয়েছে কসর নামাজ। তাই আপনারা যারা ভ্রমণ অবস্থায় মাগরিবের কসর নামাজ পড়তে চান তাদেরকে আগে থেকে জানতে হবে এই নামাজ কত রাকাত।

আপনারা যারা মাগরিবের কসর নামাজ কত রাকাত এই বিষয়টি সঠিকভাবে জানেন না। আর এ বিষয়টি জানতে আপনারা যারা আমাদের ওয়েব সাইটে ভিজিট করেছেন আমি তাদের জন্য বলছি আপনি সঠিক জায়গায় এসেছেন। যেহেতু শুধু ফরজ নামাজের ক্ষেত্রে কসর নামাজ হয়। তাই মুসাফির ব্যক্তি চার রাকাতবিশিষ্ট ফরজ যেমন যোহর,আছর ও এশা এই তিন ওয়াক্তের ফরজ নামাজের দুই রাকাত ফরজ কসর পড়তে হবে। তবে মাগরিব নামাজের কসর নাই তাই মাগরিবের ফরজ তিন রাকাত পড়তে হবে সবাইকে।

প্রতিটি নামাজের সঠিক কিছু নিয়ম রয়েছে। তাই আমরা যারা যখন যে নামাজ আদায় করব অবশ্যই সঠিক নিয়ম অনুসারে নমাজ আদায় করবো। আর নামাজের নিয়ম গুলোর মধ্যে প্রধান হলো নামাজের রাকাত সম্পর্কে জানা। আপনি যখনই যেই নামাজ আদায় করবেন না কেন আগে থেকে জানতে হবে সেই নামাজ কত রাকাত। তাই আজকের আলোচনাতে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম মাগরিবের কসর নামাজ কত রাকাত সে সম্পর্কে। আপনারা যারা এই নামাজ কত রাকাত জানেন না তারা এখান থেকে জেনে নিন।

Leave a Comment