বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি

বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী কয়টি? এই প্রশ্নটি অনেকে আছে যারা google সহ নানা সোশ্যাল মিডিয়ায় এসে সার্চ করে। তাদের উদ্দেশ্যে আজকের এই পোস্টটি। আমরা বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি বাংলাদেশের মধ্য দিয়ে ৪০৫টি নদী প্রবাহিত হয়। এরমধ্যে ৫৭ টি হচ্ছে সীমান্তের পাঁচ পাঁশ ঘিরে রয়েছে ৫৪ টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে রয়েছে। ভারত বাংলাদেশ এ দুটি দেশের মধ্যে পানি চুক্তি নিয়ে নানা ধরনের সমস্যা অনেক আগে থেকেই হয়ে আসছে।

বাংলাদেশ সরকারের সাথে ভারতের পানি বন্টন চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর থেকে শুল্ক মৌসুমে বাংলাদেশের পানি ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি পূরণ করার জন্য চীন সরকারের সাথে বাংলাদেশ সরকার চুক্তি সম্পন্ন করে। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক আগে থেকেই। বাংলাদেশ চীন ও চীন সরকার মিলে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য করে প্রতিবছর।

বাংলাদেশের পানি সরবরাহ হয় সবচাইতে ভারত দেশ থেকে তাদের প্রবাহিত নদীর উপর নির্ভর করে বাংলাদেশে পানি দেয়া হয়। আন্তর্জাতিক নদী আইন অপেক্ষা করে ভারতের ৫৪ টি নদীর মধ্যে তারা প্রায়ই নদীর পানি একাই নিয়ে নেয়। ভারত সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ পরিমাণ মতো পানি পাই না। দুই দেশ সমানভাবে পানি নিবে এমন অনেক বার যৌথ সম্মেলন হয়েছে কিন্তু তা পরিবার ব্যর্থ তার মুখ দেখেছে। ভারত সরকার বিভিন্ন সেতু, কালভার্ট তৈরি করে এসব পানি নিয়ন্ত্রণ করছে।

১৯৭৫ সালে ভারত সরকার ফারাক্কা বাঁধ তৈরি করলে বাংলাদেশের উত্তরাঞ্চলের পরিবেশ ও চায়ের উপর খুব খারাপ প্রভাব পড়ে। পানি বন্টনের বিষয়গুলো খারাপ সংকটে ফেলেছে বাংলাদেশ কে। সব দেশি নিজস্ব সুবিধার নেয়ার জন্য এই কাজগুলো করে থাকে। এর কারণে বাংলাদেশ ভারত বিরোধী আবেগ এখনো বেড়ে চলেছে।

বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি

বাংলাদেশের আন্তর্জাতিক নোটিস সংখ্যা হল প্রায় ৫৭ টি। প্রতিবেশী দেশ হিসেবে রয়েছে ভারত মায়ানমার। সেই দেশগুলো থেকে বাংলাদেশে এই সাধারণটি নদীর প্রবাহিত হয়েছে বা প্রবেশ করেছে।

বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি

বাংলাদেশের সবচাইতে বৃহত্তম নদী হলো পদ্মা নদী। পদ্মা নদী অনেক বড় এবং বিস্তৃত।পদ্মা নদীর গড় প্রবাহ প্রায় 30,000m 3/s, প্রায় 76,000m 3/s এর একটি পূর্ণ প্রবাহ এবং প্রায় 1×10 9 t/বছর পলি পরিবহন করে, এর কারণে এ নদীকে বিশ্বের বৃহত্তম নদী গুলোর মধ্যে একটি বলা যায়।

বাংলাদেশের বর্তমান নদীর অবস্থা কি

বাংলাদেশের বর্তমানে নদীর অবস্থা খুবই খারাপ। ১১ শতকের সময় বাংলাদেশের অনেকগুলো নদী ছিল প্রায় 1400/থেকে ১৫০০ টি নদী ছিল সেই সময় এখন অনেক নদী প্রাকৃতিক কারনে বিল্পুত হয়ে গেছে।প্রাকৃতিক কারনে ইতি মধ্যে অনেক নদী মৃত প্রায়ই।আরো অনেক নদী আছে যে গুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে।এই মুহূর্তে ১০০ টি নদীর ধারা বাহিকতা ঠিক আছে

আন্তর্জাতিক নদী কয়টি ও কি কি

এশিয়াই যে কয়টি নদী রয়েছে তার মধ্যে অন্যতম নদী গুলো হল: আখুরিয়ান নদী, আত্রাই নদী,আমু দরিয়া নদী,আমুর নদী,আরাস নদী এ কয়েকটি নদীতে এশিয়ার আন্তর্জাতিক নদী বলে নির্বাচিত করা হয়।

বাংলাদেশের জাতীয় নদী কোনটি

আমরা সবাই জানি বাংলাদেশের জাতীয় নদী হল যমুনা। আর বাংলাদেশের দীর্ঘতম নদী হলো মেঘনা।

বাংলাদেশের নদী কয়টি

বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় ৭০০ টি। এই নদীগুলোর মধ্যে শাখা নদী, উপ শাখা নদী রয়েছে। বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য হল ২২,১১৫ কিলোমিটার। তবে এই সংখ্যা নিয়ে বেশ বিতর্ক রয়েছে আমাদের বাংলাদেশ। এটা আনুমানিক একটি আইডিয়া বলে ধরা যায়।

বাংলাদেশে কোন জেলায় নদী নেই

অনেকেই আছে যারা বাংলাদেশের কোন জেলায় নদী নেই লিখে ইন্টারনেটে এসে সার্চ করে। তাদের সুবিধার জন্য আজকে আমরা জানতে চলেছি বাংলাদেশের কোন জেলায় নদী নেই। বাংলাদেশের রংপুর জেলায় কোন নদীর তথ্য বা সূত্র পাওয়া যায়নি।

Leave a Comment