ভরি শব্দটির সাথে আমরা সকলেই মোটামুটি পরিচিত। ভরি শব্দটির সাথে পরিচিত হবার কারণ হলো স্বর্ণ। স্বর্ণ কিনতে গেলে আমরা সবার আগে যে প্রশ্নটি করে থাকি তা হল এখন কত টাকা ভরি যাচ্ছে। আপনি নিজেও হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন অনেকবার হয়েছেন। শুধুমাত্র নিজের জন্য স্বর্ণ কেনার ক্ষেত্রে নয়, নিজের প্রতিবেশী অথবা আত্মীয়-স্বজনের স্বর্ণ কিনতে গেলেও আমাদের বারবার স্বর্ণের দাম জানার প্রয়োজন হয়। আর যতবার স্বর্ণের দাম জানতে হয় ততবারই ভরি
শব্দটি আমাদের সামনে আসে। এর আগে আমাদের ওয়েবসাইটে আমরা ভরি নিয়ে অনেক আর্টিকেল নিয়ে এসেছি এবং ভোরের সাথে আনা অথবা গ্রামের কি সম্পর্ক রয়েছে সেগুলো তুলে ধরেছি। আজ আমরা ভবিষ্যতে এমন একটি এককের সম্পর্ক খুঁজে বের করব যা হয়তো আপনারা খুব বেশি শোনেননি। আজ আমরা ভরি ও তোলার মধ্যে কি সম্পর্ক রয়েছে তা খুঁজে বের করতে চলেছি। আমরা যৌক্তিকভাবে প্রমাণ করার চেষ্টা করব ভরি ও তোলা একই রকম।
ভরি তোলার মধ্যে সম্পর্ক খুঁজে বের করার আগে আমরা একটি বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই আর তা হলো ভরির সাথে গ্রামের কি সম্পর্ক রয়েছে এবং তোলার সাথে গ্রামের কি সম্পর্ক রয়েছে সে বিষয়ে আমরা আর্টিকেল প্রকাশ করেছি ,আপনারা যারা এখনো সেগুলো পড়েননি তারা অনুগ্রহ করে একটু দেখে আসবেন ।কারণ ,আমরা সেই তথ্যগুলো নিয়েই আজকে গাণিতিকভাবে প্রমাণ করার চেষ্টা করব। ওজন পরিমাপের ছোট্ট ছোট্ট এই এককগুলো আমাদের জীবনে অনেক বড় বড় কাজে আসতে পারে।
ভরি ও তোলার মধ্যে কি সম্পর্ক রয়েছে তা যদি আপনি না জানতে পারেন তাহলে আপনার দ্বারা ব্যবসা সম্ভব হবে না। শুধু ব্যবসা করতে গেলেই যে ব্যবসায়িক জ্ঞান থাকা লাগবে তেমনটা নয়, এই দুনিয়ায় সকলেই ব্যবসায়ী। আমরা প্রতিদিনই কোথাও না কোথাও কিছু না কিছু কেনাবেচা করছি তাই আমাদের সকলকেই ব্যবসায়ী হিসেবে মানতে হবে। আর যেহেতু আমরা সকলেই ব্যবসায়ী তাই পরিমাপ করাটা আমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে। কোন এলাকার পরিমাপের পদ্ধতি কেমন সে বিষয়ে ও ধারণা রাখতে হবে। এর পাশাপাশি কোন বস্তু কিভাবে পরিমাপ করা হয় এবং কোন বস্তু কোন এককে পরিমাপ করা হয় তা জানাটা ও জরুরি।
আমরা পূর্বেই আপনাদের জানিয়েছি, ভরি শুনলেই হয়তো আপনি বুঝতে পারবেন এখানে সোনা পরিমাপের কথা বলা হচ্ছে। হরি শব্দটির সাথে আমরা পরিচিত হলেও এখনকার প্রজন্মের বেশিরভাগ মানুষেরাই তোলা শব্দটির সাথে খুব বেশি পরিচিত নয়। আপনারা যেন তোলা সম্বন্ধে ধারণা পান সে কথা ভেবেই আমরা তোলার সাথে গ্রামের একটি সম্পর্ক
দেখিয়েছি। যারা সেই আর্টিকেলটি পড়েননি তাদের জন্য আবারো আপনাদের জানিয়ে দিচ্ছি, এক তোলা সমান ১১.৬৬৩৮০৩৮ গ্রাম। আবার যদি কেউ জিজ্ঞেস করেন এক ভরি সমান কত গ্রাম, সে ক্ষেত্রেও আমরা একই উত্তর দেব। অর্থাৎ এখান থেকে আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন গ্রামের সাথে ভরির যেমন সম্পর্ক তোলার সাথেও গ্রামের ঠিক তেমনি সম্পর্ক। সুতরাং আমরা বুঝতে পারছি যে ভরি ও তোলা একই রকম।
ভরি ও তোলা সংক্রান্ত আরো অনেক তথ্য রয়েছে যেগুলো হয়তো এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারছিনা কারণ অনেকের কাছে এগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা মনে হতে পারে। স্বল্প পরিসরে আমরা ভরি ও তোলার মধ্যকার সম্পর্ক আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরও পর ও যদি এই দুইটি বিষয় নিয়ে আপনাদের মনে কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের পোস্টের নিচে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দিয়ে সঠিক তথ্যটি জানাতে অথবা সেই বিষয় নিয়ে নতুন একটি আর্টিকেল প্রকাশ করতে। জ্ঞান আহরণ করতে সব সময় আমাদের সাথে যুক্ত থাকুন। মনে রাখবেন, জ্ঞান এমন একটি সম্পদ যা কেউ কখনো আপনার থেকে কেড়ে নিতে পারবে না।