আপনারা অনেকই আছেন যারা বাংলাদেশ থেকে কুয়েত যেতে চান।আপনি বাংলাদেশ থেকে যে দেশে যেতে চান না কেনো আপনাকে অবশ্যই বাংলাদেশ এর বৈধ নাগরিক হতে হবে,আপনার বৈধ কাগজ পএ থাকতে হবে।আপনি যদি বাংলাদেশ থেকে কুয়েত যেতে চান তাহলে আপনাকে আমাদের পুরো আর্টিকেল পড়তে হবে তাহলে আপনি।কুয়েত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।বাংলাদেশ থেকে কুয়েত যেতে কতো টাকা খরচ হবে,বিমান ভাড়া কতো টাকা লাগবে সেই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
কুয়েত যেতে কত টাকা লাগে
কুয়েত যেতে হলে অবশ্যই আপনাকে আগে সেই দেশের সম্পর্কে বিস্তারিত জানতে হবে।কুয়েতে মানুষ ৩ টি কারনে যেয়ে থাকে।কাজের জন্য,ভ্রমণের জন্য,পড়াশোনার জন্য।৩ টি ভিসায় ৩ রকমের টাকা খরচ হয়ে থাকে কুয়েত যেতে।আপনি যদি কুয়েতে পড়াশোনা জন্য যেতে চান তাহলে আপনাকে স্টুডেন্ট ভিসা করতে হবে।স্টুডেন্ট ভিসা করতে ৫ লক্ষ টাকা খরচ হয়ে থাকে।যদি কাজের জন্য আপনি কুয়েত যেতে চান তাহলে আপনাকে ৯ লক্ষ থেকে ১১ লক্ষ টাকা পযন্ত খরচ হবে।আপনি যদি কুয়েতে যেতে চান তাহলে প্রথমে আপনাকে বৈধ কাগজ,পএ এর ম্যাধমে আপনাকে পাসপোর্ট তৈরি করতে হবে।এতে করে আপনার ১৫ থেকে ২০ টাকা খরচ হতে পারে।আপনি বাংলাদেশ থেকে কোন বিমান এয়ারলেন্স এর ম্যাধমে যাবেন সেই অনুযায়ী আপনার টিকিট খরচ হবে।কুয়েত যেতে হলে ৫০ থেকে ২ লক্ষ টাকা পযন্ত খরচ হতে পারে।
বাংলাদেশ থেকে কুয়েত যেতে কত টাকা লাগে
২০২০ সালের করোনা মহামারি আসার পরে থেকে সব দেশের টিকিটের খরচ বেশি হয়ে গেছে,ডলার রেট কম বেশি হওয়ার কারনে বিমান এর টিকিট এর দাম কম বেশি হয়ে থাকে। এমন একটি সময় ছিল যখন কুয়েতে যেতে হলে অল্প সামান্য কিছু টাকা খরচ হতো। কিন্তু এই মুহূর্তে ৮ থেকে ৯ লক্ষ টাকা শুধু লাগে ভিসা তৈরি করতে কুয়েতের। আপনি যদি বাংলাদেশ থেকে কুয়েতে চান তাহলে সব মিলিয়ে আপনার ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা খরচ হবে।
ভ্রমণের জন্য কুয়েত যেতে কত টাকা লাগে
বাংলাদেশের অনেক মানুষ আছে যারা কুয়েতে ভ্রমণে যায়। আপনি যদি কোন দেশে ভ্রমণ করতে যান তাহলে আপনাকে টুরিস্ট ভিসা করতে হবে। টুরিস্ট ভিসা করার সময় আপনি সেই দেশে কতদিন থাকবেন সেই হিসাব করে ভিসা লাগানো হয়। আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে কইতে যান বাংলাদেশ থেকে তাহলে আপনার ৮ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে।
কাজের জন্য কুয়েত যেতে কত টাকা লাগে
বাংলাদেশের অনেক শ্রমিক আছে যারা কুয়েতে গিয়ে চাকরি করতে চাই। কুয়েতে কাজের জন্য বেশ কিছু ধরনের ভিসা রয়েছে। কাজের ক্যাটাগোরির উপর নির্ভর করে আপনার ৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে কাজের ভিসায় গেলে।
পড়াশুনার জন্য কুয়েত যেতে কত টাকা লাগে
আপনি চাইলেই কুয়েতে পড়াশোনার জন্য যেতে পারেন। পড়াশোনা শেষ করে আপনি সে দেশে চাকরি করতে পারবেন। সরকারিভাবে বিভিন্ন সময় অনেক স্কলারশিপ চালু করা হয় সেই স্কলারশিপ নিয়ে আপনি কুয়েতে ফ্রিতে পড়াশোনা করতে যেতে পারেন। স্কলারশিপ ছাড়া আপনি যদি কুয়েতে পড়াশোনা করতে যান তাহলে আপনার ৮ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
বাংলাদেশ থেকে কুয়েত বিমান ভাড়া কত
বাংলাদেশ থেকে কুয়েতের বিমান ভাড়া সম্পর্কে এই মুহূর্তে আপনাদের ধারণা দেয়ার চেষ্টা করব। বাংলাদেশ থেকে সরাসরি কুয়েতে বেশ কিছু বিমান রয়েছে। এয়ারলাইন্স ভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে।মোট ৬ টি এয়ারলাইন্সের মাধ্যমে আপনি কুয়েতে যেতে পারেন বাংলাদেশ থেকে সেগুলোর ভাড়া নিচে তুলে ধরা হলো:
● তুর্কি এয়ারলাইন্স } ভাড়া ১,২০,০০০ টাকা থেকে ২,৩৮,০০০ টাকা হয়ে থাকে।
● শ্রীলংকান এয়ারলাইন্স } ভাড়া ৭৮,০০০ টাকা থেকে ১,৭০,০০০ টাকা !
● কাতার এয়ারওয়েজ } ভাড়া ৬৫,০০০ টাকা থেকে ২,১০,০০০
● কুয়েত এয়ারওয়েজ } ভাড়া১,১৬,০০০ টাকা থেকে ২,১০,০০০ টাকা
● ইন্ডিগো এয়ার } ভাড়া ৭৫,০০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা।
● এয়ার আরাবিয়া } ভাড়া ৯৫,০০০ টাকা থেকে ২,৯৫,০০০ টাকা।
● ফ্লাইট ডুবাই } ভাড়া ৭৮,০০০ টাকা থেকে৩,২২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
উপরে উল্লেখিত ভাড়া গুলো যেকোনো সময় পরিবর্তন হতে পারে, কারণ ডলার রেট কমবেশি হওয়ার কারণে টিকিটের ভাড়া কমবেশি হয়ে থাকে।