এক বিলিয়ন সমান কত টাকা

ছোটবেলায় আমরা যখন স্থানীয় মান পড়তাম তখন হাজার, নিযুত, লক্ষ, কোটির হিসেব খুব ভালোভাবেই বুঝেছিলাম। এই হিসাবগুলো খুব ভালোভাবে বুঝলেও আমরা মিলিয়ন ও বিলিয়ন সম্বন্ধে অনেকেই বেশ কাঁচা। মিলিয়ন ও বিলিয়নের হিসাব আমাদের সামনে চলে আসলেই আমরা বেশ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। এই হিসেবগুলো কিভাবে করতে হয় এবং মিলিয়ন ও বিলিয়ন এর মধ্যে কি পার্থক্য এটি খুঁজে বের করা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যায়।

আপনারা যারা এখনো মিলিয়ন ও বিলিয়নের হিসাব খুব ভালোভাবে বোঝেন না তাদের আজ আমরা এই হিসেবগুলো বোঝানোর জন্য নতুন আর্টিকেল নিয়ে চলে এলাম। এই আর্টিকেলের মধ্যে আমরা আলোচনা করব এক বিলিয়ন সমান কত টাকা। ১ বিলিয়ন সমান কত টাকা এবং এক বিলিয়ন ডলার সমান কত টাকা এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আপনারা অনেক সময় এই পার্থক্য না বুঝেই কমেন্ট করে বসেন। আশা করি এই পার্থক্যটিও আপনাদের বোঝাতে সক্ষম হব।

আমরা যদি ডলারের কথা বলি তাহলে এটি ভিন্ন প্রসঙ্গে চলে যায়। ডলার হল আমেরিকান মুদ্রা। ইউ এস ডলারের সাথে বাংলাদেশি টাকার পার্থক্য রয়েছে তাই আপনি যদি এক বিলিয়ন ডলার বলেন তাহলে প্রথমে আপনাকে জানতে হবে এক বিলিয়ন ডলারে কত কোটি ডলার হয় এবং সেখান থেকে আবার বের করতে হবে বাংলাদেশী কত টাকা হয়। এই হিসাবটি আপনার কাছে একটু জটিল মনে হতে পারে তবে ধাপে ধাপে হিসাব করলে মোটেও জটিল মনে হবে না। এই বিষয়টি আপনাদের খুব ভালোভাবে আমরা বোঝানোর চেষ্টা করব কিন্তু তার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এক বিলিয়ন সমান কত টাকা।

১ বিলিয়ন সমান কত টাকা এই প্রশ্নটি খুব একটা যুক্তিযুক্ত নয় কারণ এক বিলিয়ন বলতে আমরা একটি সংখ্যা বুঝে থাকি,টাকা নয়। যদি আপনি প্রশ্ন করেন এক বিলিয়ন টাকাতে কত কোটি টাকা হয় তাহলে এই প্রশ্নটি যুক্তি সঙ্গত। সুতরাং আমরা বুঝতে পারছি কটির সাথে বিলিয়নের একটি সম্পর্ক রয়েছে। কোটির সাথে বিলিয়নের এই সম্পর্কটি যদি আপনি জানতে পারেন তাহলেই বুঝতে পারবেন এক বিলিয়ন টাকায় কত টাকা হয়।

১ বিলিয়ন সমান হলো 100 কোটি। আপনি যদি বলেন এক বিলিয়ন টাকা তাহলে এর অর্থ দাঁড়াবে ১০০ কোটি টাকা। বাংলাদেশের সাধারণত বিলিয়নের হিসাব খুব একটা করা হয় না কারণ আমরা কোটিতে হিসেব করে অভ্যস্ত। আন্তর্জাতিকভাবে যেকোনো অর্থের পরিমাণ হিসাব করতে গেলে সাধারণত মিলিয়ন ও বিলিয়নের হিসাব করা হয়। যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রাইজ মানি যদি আপনারা দেখে থাকেন তাহলে লক্ষ্য করবেন সেখানে মিলিয়নে প্রকাশ করা হচ্ছে।

প্রশ্ন করতে পারেন যেহেতু বাংলাদেশে বিলিয়নের হিসেব খুব একটা করা হয় না তাহলে কেন বিলিয়ন সম্বন্ধে আমাদের জানতে হবে। এ প্রশ্নের উত্তর হল বাংলাদেশের বিলিয়নের হিসাব খুব একটা কড়া না হলেও আন্তর্জাতিকভাবে বিলিয়নের ব্যবহার অনেক বেশি করা হয়। আমরা যেন বিলিয়ন লেখাটি দেখলেই বুঝতে পারি এখানে কত টাকার কথা বলা হচ্ছে তাই কোটির সাথে যে বিলিয়নের সম্পর্ক রয়েছে সেটি আমাদের বুঝতে হবে। ধরুন বলা হলো ৫ বিলিয়ন টাকা, এখান থেকে আপনি কি বুঝবেন?

এখান থেকে আপনি বুঝে নেবেন যে ৫০০ কোটি টাকার কথা বলা হচ্ছে। কিন্তু যদি বলা হয় পাঁচ বিলিয়ন ডলার? ৫ বিলিয়ন ডলার মানে হল ৫০০ কোটি ডলার। এখন এই ৫০০ কোটি ডলার কে আবার টাকায় কনভার্ট করতে হবে। ধরুন এক ডলার সমান ১০০ টাকা, এখন ওই ৫০০ কোটি ডলারের সাথে 100 গুন করলে টাকার পরিমাণ কোটিতে বের হয়ে যাবে। হঠাৎ করে এই হিসেবগুলো আপনার সামনে চলে আসলে কঠিন মনে হবে কিন্তু যখন স্টেপ বাই স্টেপ হিসেব করতে থাকবেন তখন সহজ ভাবেই করা যাবে।

Leave a Comment