নতুন প্রজন্মের মানুষদের মধ্যে অনেকেই জমি পরিমাপের হিসেবগুলো খুব ভালোভাবে বোঝেনা। এখনকার সময় মানুষের জমির পরিমাণ খুবই কম যে কারণে জমি নিয়ে মানুষের মধ্যে তেমন একটা আগ্রহ নেই। তথ্যপ্রযুক্তির এই যুগে সবাই নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতেই ব্যস্ত, জমিজমা নিয়ে ভাবার সময় কোথায় তাদের? আগের মানুষেরা জমি পরিমাপের হিসেব-নিকেশ খুব ভালো বুঝতো, তারা জমি বন্টনের সময় কিভাবে বন্টন করতে হবে এবং কাকে কতটুকু জমি দিতে হবে সে বিষয়গুলো কাছে থেকে তদারকি করতেন।
এখন খুব বেশি দরকার না হলে মানুষ জমি জমা নিয়ে খুব একটা ভাবতে চান না। যদি কখনো জমি কেনা বেচার প্রয়োজন হয়, তারা উকিলের সাথে যোগাযোগ করেন এবং তিনি সব ধরনের ব্যবস্থা করে দেন। তাই বলে কি জমি পরিমাপের হিসাব নিকাশ আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আমরা নিজেরাই যেন জমি জমার সকল সমস্যা সমাধান করতে পারি তাই এ বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকা প্রয়োজন।
আজ আমরা আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলব তা জানার পর আপনারা হয়তো নিজেদের বিষয়ে আরেকটু কেয়ারফুল হবেন। নিজের সম্পদ যে নিজে আগলে রাখতে হয়, যত্ন করতে হয় সে বিষয়টি বুঝতে পারবেন। শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে অনেকেই এখনো জানেন না বিঘা বলতে কতটুকু জমি বোঝানো হয় আর কাঠা বলতে কতটুকু। বিঘা এবং কাঠের মধ্যে কি সম্পর্ক রয়েছে তা তাদের ধারণার বাইরে।
এই খবরটি মোটেও সুখকর কিছু নয় কারণ অন্যান্য যেকোনো তথ্যের পাশাপাশি এই তথ্যগুলো আমাদের জানতে হবে। যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন শুধুমাত্র তাদের জানলেই হবে না, সবাইকেই জানতে হবে যেন ন্যূনতম একটি ধারণা থাকে। আমাদের কাজ হল আপনাকে ন্যূনতমই ধারনা টুকু দেওয়ার চেষ্টা করা। আপনারা যেন কোথাও গিয়ে ঠকে না বসেন, কেউ যেন আপনাদের সরলতার সুযোগ নিতে না পারে সে বিষয়টি নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।
আমরা নিশ্চিত ভাবে বলতে পারি এমন কিছু তথ্য আছে যেগুলো আপনি চাইলেও কারো কাছে প্রশ্ন করে জানতে পারবেন না। আপনি যদি এই প্রশ্নগুলো কাউকে করেন তাহলে তারা আপনাকে বোকা একজন মানুষ ভাববে। এ ধরনের তথ্যগুলো সংগ্রহ করার সবচেয়ে ভালো উপায় হল একদিন অবসর সময়ে বসে ইন্টারনেট থেকে একে একে খুঁজে বের করা। আপনি যদি আমাদের ওয়েবসাইটে চলে আসেন তাহলে খুঁজে খুঁজে বের করার কোন প্রয়োজন হবে না,
আমরা একটি পোস্টের সাথে অন্যান্য অনেকগুলো পোষ্টের লিংক সংযুক্ত করে রাখি যেগুলো আপনার প্রয়োজন হবে। এভাবে আপনি যদি একের পর এক বেশ কয়েকটি আর্টিকেল করে ফেলেন তাহলে অনেকটা ইনফরমেশন গ্যাপ দূর হবে। যেমন ধরুন আপনি বিঘা ও কাঠা সম্বন্ধে জানেন না। এই আর্টিকেলে আমরা বিঘা কাঠা নিয়ে আলোচনা করব এর পাশাপাশি বিঘা ও কাঁঠার সাথে জমি পরিমাপের অন্যান্য একক গুলোর কি সম্পর্ক সে সম্পর্কিত পোস্টগুলোও আপনার সামনে আনার চেষ্টা করব।
এক বিঘা সমান কত কাঠা এ প্রশ্নটি কারো কারো কাছে হাস্যকর মনে হতে পারে কারণ তারা ছোটবেলা থেকেই এই প্রশ্নের উত্তর জানে। কেউ কেউ আবার এই প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যেতে পারে কারণ এ বিষয়ে তার কিছুই জানা নেই। এক বিঘা সমান হল ২০ কাঠা। আপনি যদি জানেন এক কাঠা জমি কতটুকু হয় তাহলে এখন বুঝতে পারবেন যে এক বিঘা জমি কতটুকু হয় কারণ অলরেডি আপনি জেনে গেছেন ১ কাঠা কে বিশ গুণ করলে এক বিঘা হয়।
আপনার কাছে এখন মনে হবে জমি জমার হিসাব একটু হলেও আপনি বুঝতে পারছেন। আগামী দিনগুলোতে এই বিষয়গুলো আপনি আরো ভালোভাবে বুঝবেন তবে সেক্ষেত্রে আমাদের অন্যান্য যে সব আর্টিকেল গুলো আছে যেখানে জমি পরিমাপের একক গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেগুলো পড়ে দেখতে পারেন।