২০২৩-২৪ অর্থবছরে আপনারা যারা বিভিন্ন ধরনের ভাতা পাওয়ার জন্য আবেদন করতে চাইছেন তাদের সে সকল যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ কর্তৃপক্ষ প্রদান করেছেন। নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত আপনাদের এই আবেদন গ্রহণ করার কথা বলা হয়েছে এবং সেই অনুযায়ী আপনারা অনলাইনে তথ্য সাবমিট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করে রাখুন। বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে যেমন আপনার নির্দিষ্ট বয়স অতিক্রম করা জরুরী তেমনিভাবে বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর আপনারা এই আবেদন করতে পারবেন।
তেমনিভাবে প্রতিবন্ধী ভাতা পেতে হলে শারীরিকভাবে অক্ষম অথবা প্রতিবন্ধীর যে সার্টিফিকেট রয়েছে সেটা থাকা লাগবে। বর্তমান সময়ে আপনারা মনগড়া আবেদন করে কোন কিছুই সফলভাবে অর্জন করতে পারবেন না এবং এক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা থাকার ভিত্তিতে আপনাদের এ সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের সর্বস্তরের মানুষকে সকল ধরনের আর্থিক সুবিধা প্রদান করার জন্য সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। সেই হিসাব অনুযায়ী আপনারা যখন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন অথবা আপনারা যখন এর সুবিধা গ্রহণ করবেন তখন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
অতীতে হাতে লিখে ফরম পূরণ করে সমাজসেবা অধিদপ্তরের অফিসে জমা দিলেই কাজ হয়ে যেত এবং কার্ড আসার ভিত্তিতে আপনাদেরকে নির্বাচন করা হতো। বর্তমান সময়ে বয়স্ক ভাতা পাওয়ার ক্ষেত্রে কার্ডের ক্ষেত্রে কোন নির্দিষ্টতা নেই এবং এই ক্ষেত্রে আবেদন অনুযায়ী যদি আপনি প্রত্যেকটি শর্ত পূরণ করতে পারেন তাহলে আপনাকে সেই ভাতা প্রদান করা হবে। অন্যান্য ভাতা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং এক্ষেত্রে খুব কম সংখ্যক মানুষকে এই ভাতা প্রদান করার জন্য মনোনীত করা হবে।
আপনি যেহেতু অনলাইনে আবেদন করবেন সেহেতু আবেদন করে রাখলে পরবর্তীতে কোন একটা সময় আপনাদেরকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে এবং এককালীন টাকা প্রদান করার পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর ভাতার টাকা প্রদান করা হবে। আপনি যখন বয়স্ক ভাতা অথবা অন্য কোন ভাতার জন্য আবেদন করবেন তখন বর্তমানের নিয়ম অনুযায়ী https://mis.bhata.gov.bd/onlineApplication এই লিংক ব্যবহার করে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যেতে পারলে আপনাদের আবেদন করার জন্য তিন ধরনের অপশন দেওয়া হচ্ছে এবং আপনারা যে ভাতা পাওয়ার জন্য আবেদন করছেন সেটা নির্বাচন করলেই আপনাদের সামনে একটি বিস্তারিত ফর্ম চলে আসবে।
যেকোনো ভাতা পাওয়ার ক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডের তথ্য অথবা অন্যান্য তথ্য সর্বপ্রথমে প্রদান করে বয়স যাচাই করা হবে। তথ্য প্রদান করার ভিত্তিতেই আপনারা যখন তথ্যগুলো সার্চ করে দেখবেন তখন দেখা যাবে যে আপনি বয়স্ক ভাতা পাওয়ার জন্য মনোনীত হয়েছেন কিনা তা ওয়েবসাইট আপনাকে নির্দেশনা প্রদান করবে। ঠিক একই ভাবে আপনারা বয়স্ক ভাতা অথবা অন্যান্য ভাতা পাওয়ার জন্য যে বিস্তারিত ফরম পেয়েছেন সেটা ধাপে ধাপে পূরণ করা শুরু করুন। কোন বিষয়ে যদি বুঝতে না পারেন তাহলে না জেনে তথ্য প্রদান করবেন না অথবা বুঝতে না পারলে আমাদের ওয়েবসাইটের কমেন্ট বক্সে সে বিষয়ে জানতে প্রশ্ন লিখতে পারেন।
অনলাইনের মাধ্যমে প্রত্যেকটি তথ্য সুষ্ঠুভাবে পূরণ করার পর আপনাদের আবেদনটি সাবমিট করে দিতে হবে। ভাতা পাওয়ার জন্য এই আবেদনপত্র সাবমিট হয়ে গেলে সেটা আবার পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করার সুযোগ প্রদান করা হবে।তাই আপনাদের জন্য যখন পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হচ্ছে তখন সেই পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে নিবেন এবং তার সঙ্গে বেশ কিছু কাগজপত্র সংযুক্ত করে নিকটস্থ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসে জমা দিতে হবে।
বিশেষ করে এই আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র অথবা প্রতিবন্ধী ভাতা পেতে হলে প্রয়োজনীয় সার্টিফিকেট ও তথ্য প্রদান করতে হবে। তাই সরকারিভাবে এ সকল সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে বলে অবশ্যই সুবিধা বঞ্চিত অথবা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের এই ভাতা পাওয়ার জন্য আপনারা সাহায্য করতে পারেন। তাদের যদি আর্থিকভাবে এই সাহায্য প্রদান করার ক্ষেত্রে সাহায্য করেন তাহলে দেশের অর্থনৈতিক অব কাঠামো উন্নত হবে।