অনেক সময় দাঁড়িয়ে প্রসাব করার কারণে অথবা যে কোন কারণে আমাদের কাপড়ে যদি প্রসব লেগে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে পাক হতে হবে তা অনেকেই জানিনা। আর অনেকেই না জানার কারণে অনেক সময় গোসল করে বসেন অথবা অনেকেই পুরো কাপড় পরিবর্তন করেন। তবে বাইরে যদি অবস্থান করেন এবং এক্ষেত্রে আপনার কাপড় যদি প্রসাব লেগে যায় তাহলে নামাজ পড়ার ক্ষেত্রে নামাজ আদায় করা যাবে কিনা সে প্রসঙ্গে এখানে আমরা আলোচনা করব।
সাধারণত বাড়িতে অবস্থানকালে আমরা লুঙ্গি অথবা ঢিলেঢালা ধরনের পোশাক পরি বলে খুব সহজেই আমাদের এই কাজগুলো সম্পাদন করা সম্ভব হয়। কিন্তু বাইরে অবস্থান কারনে আপনি যে সকল টাইট ফিটিং ড্রেস পড়ছেন তাতে করে আপনি বসে বা আরাম করে এসকল কাজ সম্পাদন করতে পারবেন না। এক্ষেত্রে অনেক সময় দাঁড়িয়ে আমাদেরকে প্রসাবের এর কাজটি শেষ করতে হয় এবং এর ফলে ছিটে ফোঁটা প্রসাব এসে যদি কাপড়ে লাগে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে পরিষ্কার করতে হবে।
তবে আপনি যদি স্পষ্ট ভাবে বুঝতে পারেন আপনার শরীরের কোন অংশে প্রসব লেগেছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট ব্যবস্থা অনুসরণ করতে হবে এবং আপনি যদি শুধু বুঝতে পারেন প্রসব লেগেছে এবং স্থানটি নির্দিষ্ট করতে না পারেন তাহলে অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই পাক পবিত্র হওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সঠিক তা অবলম্বন করতে হবে এবং সঠিকতা অবলম্বন না করলে আমরা যে নাপাক অবস্থায় আছে সেই নাপাক অবস্থাতেই থেকে যাব। তাই কাপড়ের প্রসাব লাগলে কোন অবস্থায় এবং কোন পদ্ধতিতে নাপাক মুক্ত হবেন তা এই পোষ্টের মাধ্যমে জেনে নিন।
অনেক সময় বাইরে অবস্থান করার কারণে এই ঘটনাগুলো ঘটে যায় এবং এক্ষেত্রে আপনি হয়তো নামাজ পড়ার জন্য বুঝতে পারেন না যে কি করবেন। তাই আপনার যদি নামাজের সময় হয়ে যায় এবং বাইরে অবস্থানের কারণে বাড়িতে যেতে যেতে নামাজ কাজা হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে সঠিক ব্যবস্থা অনুসরণ করতে হবে। অর্থাৎ কাপড়ে যদি প্রসাব লেগে যায় তারা এবং সেই স্থানটি যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই সেই পানি দিয়ে ছিটা না দিয়ে সেই নির্দিষ্ট কাপড়ের অংশটুকু ধুয়ে ফেলা উত্তম।
অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন কাপড়ের নির্দিষ্ট অংশে প্রসব লেগেছে তাহলে সেটা আপনারা পানি দিয়ে ধুয়ে হালকা করে চিপে ফেলবেন। আর যদি বুঝতে না পারেন কিন্তু অবগত হতে পারেন যে প্রসব ভরেছে তাহলে অবশ্যই আপনাকে এক্ষেত্রে সম্পূর্ণ কাপড় পরিবর্তন করতে হবে। যেহেতু আপনি নামাজ আদায় করবেন অথবা পবিত্র কাজে অংশগ্রহণ করবেন সেহেতু প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে পবিত্রতা জরুরী। আর নামাজের ক্ষেত্রে পবিত্রতা জরুরি হওয়ার কারণে আপনি যদি পোশাকের ক্ষেত্রে সঠিকতা অবলম্বন না করেন অথবা আপনার পোশাক যদি পবিত্র না হয় তাহলে নামাজ হবে না।
কাপড়ে প্রস্রাব লাগলে করণীয়
এই বাইরে থাকলেও আপনাকে সেই নির্দিষ্ট স্থানটি ধুয়ে ফেলতে হবে এবং যদি সেটা বুঝতে না পারেন তাহলে সম্পূর্ণ কাপড় পরিবর্তন করতে হবে। যদি বুঝতে পারেন নির্দিষ্ট ইসলাম ধুয়ে ফেলেন তাহলে গোসল করার অথবা সম্পূর্ণ কাপড় পরিবর্তন করার দরকার নেই এবং জরুরী ভিত্তিতে আপনারা নামাজ আদায় করতে পারবেন। আশা করি এখানকার আলোচনার ভিত্তিতে আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং আপনারা কাঙ্খিত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন।
কাপড়ে প্রসাব লাগলে নামাজ হবে কি
কাপড়ে প্রসাব লাগলে নামাজ হবে কি এই প্রসঙ্গে যারা জানতে চান তাদেরকে বলব যে আসলে কোন জায়গায় লেগেছে এটা যদি আপনি নিশ্চিত করে বলতে পারেন তাহলে সেই জায়গাটা ধরে নিতে হবে। যেহেতু নামাজের আহকাম এর ভেতরে কাপড় পবিত্র থাকাটা জরুরী সেহেতু আপনি পবিত্রতা অর্জনের জন্য যদি কাপড়ের অপবিত্র রাখেন এবং জায়গা অপবিত্র রাখেন তাহলে সেটা খুবই সমস্যার বিষয়। তাই উপরের উল্লেখিত আলোচনার ভিত্তিতে কাপড়ের প্রসাব লাগলে সঠিকভাবে সেটা পরিষ্কার করে নিন এবং নামাজ আদায় করে নিন।