আমাদের মুসলিম হিসেবে অবশ্যই, কোন ব্যক্তিকে দেখা হলে আগেই তাকে সালাম দিতে হবে তারপরে তার খোঁজখবর নিতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে সালাম দেওয়া সুন্নত এবং যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সালাম দিবে তার উত্তর নেয়া হলো ওয়াজিব।আমরা আমাদের আশেপাশে একটু দেখলে দেখতে পায় আমরা যখন মানুষকে সালাম দি, অন্য একজন মানুষ মানুষকে সালাম দেয়। তখন আমরা সালাম দিতে গিয়ে উচ্চারণ ভুল করে ফেলি সঠিক উচ্চারণটি হল আসসালামু, আলাইকুম।
সালামটি দেওয়ার পরে অনেকেই আছে উত্তর দেবার সময়ও ভুল করে উত্তর দেয় এই ভুলটি করা যাবে না আমাদের অবশ্যই বলতে হবে অলাইকুম আসসালাম। আমাদের মুসলিম হিসেবে আমাদের শুদ্ধ উজ্জ্বল শিখতে হবে শুদ্ধ উচ্চারণ এ নামাজ আদায় করতে হবে। প্রতিটি ব্যক্তিরই সহি ভাবে উচ্চারণ শেখা উচিত।
আমাদের কমপক্ষে এইটুকু বিশুদ্ধ উচ্চারণ অবশ্যই জরুরী যার দ্বারা আমরা সঠিক ও শরীয়ত মোতাবেক তিনটি স্তম্ভ রয়েছে। নামাজ পড়ার সময় আমাদের সঠিক উচ্চারণ করে দোয়া পড়তে হবে। সঠিক উচ্চারণের মাধ্যমে আমরা আল্লাহতালা সন্তুষ্টির অর্জন করতে পারি।
১. পূর্ণাঙ্গ ও সর্বোচ্চ স্তর: ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’।অর্থ: আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক
২. এর চেয়ে নিম্নস্তর: “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ” অর্থ: আপনার প্রতি শান্তি এবং আল্লাহর রহমত অবতীর্ণ হোক।
৩. সবচেয়ে নিম্নস্তর: “আসসালামু আলাইকুম” অর্থ: আপনার প্রতি শান্তি বর্ষিত হোক।
ইমাম নওবি রহ. বলেন,
” اعلم أن الأفضل أن يقول المُسَلِّم : السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، فيأتي بضمير الجمع وإن كان المسلَّم عليه واحداً ، ويقولُ المجيب : وَعَلَيْكُمُ السَّلامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَركاتُه .
তাই আমাদের অবশ্যই মুসলিম হিসেবে জেনে রাখা উচিত সালাম দাতার জন্য সবচেয়ে উত্তম হলো আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ বলে অন্য কাউকে সালাম দেওয়া।এই সালামের উত্তর দিতে হবে আরেকজন ব্যক্তিকে অলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
আমরা সালামের সঠিক উচ্চারণ সম্পর্কে জানলাম এখন আপনাদের আমরা বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করব যে আপনি ছোট বড় সবাইকে সালাম প্রদান করতে পারবেন। কারণ সালাম দিলে কখনোই আপনার সেটার জন্য পাপ হবে না বরঞ্চ আপনি যদি ছোট-বড় সবাইকে সালাম দিতে পারেন তাহলে আপনি অনেক বেশি সওয়াবের মালিক হবেন।
আপনি ছোট দেশ স্নেহ করার পাশাপাশি তাদের সালাম নিতে পারেন তাদের সাথে সুন্দর করে কথা বলার মাধ্যমে আপনি একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। একজন মুসলিম হিসেবে আমাদের উচিত সবসময় আরেকজন মানুষের সাথে কথা বললে সালাম দিয়ে কথা বলা শুরু করা।
এতে করে নিজেদের মধ্যে অনেক সুন্দর একটি সম্পর্ক সৃষ্টি হয় আল্লাহ তা’আলা এই সম্পর্কের মধ্যে অনেক বেশি ভালো কিছু দিয়ে থাকে। তাই সব সময় চেষ্টা করবেন ছোট বড় সবাইকে সালাম দিয়ে কথা বলার সালাম দিয়ে কথা বলে সুন্দর ব্যবহার করে আপনি সমাজ ও দেশ ও আল্লাহর কাছে ভালো একজন মানুষ হিসেবে পরিচিত লাভ করতে পারবেন।
তাই অবশ্যই আমাদের সালাম দেয়ার প্রতি গুরুত্ব দিতে হবে। সঠিকভাবে সঠিক সময় সালাম দিবেন ছোট বড় যে কাউকে আপনি সালাম দিতে পারেন এতে লজ্জা কিছু নেই। সবাইকে সালাম দিয়ে সুন্দর ভাবে কথা বলবেন সবাইকে নামাজ পড়া দাওয়াত দিবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য ভালো কিছু উপহার দিবেন। তাই চেষ্টা করবেন ভালো কিছু করার নিজের পরিবারের ও পরিবারের মানুষের সাথে ভালো ব্যবহার করবেন।
আপনার গ্রামের মানুষকে সালাম দিবেন সবার সাথে ভালো আচরণ করবেন এভাবেই আপনি আপনার সালামকে সঠিকভাবে সবার মাঝে পৌঁছায় দিতে পারেন। আপনি যখন আপনার গ্রামের ছোট বাচ্চাদের সামনে সঠিক উচ্চারণ করে সালাম দিবেন সেই ছোট বাচ্চারা আপনার দেখাদেখি অন্য মানুষদেরও সেম আপনার সঠিক উচ্চারণটি ফলো করে সালাম দেয়া শুরু করবে এভাবে আসলে শুরু হয়ে যাবে সঠিক উচ্চারণে সালাম দেওয়া।