আপনারা যারা খুঁজে থাকেন ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন আর তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি। প্রিয় পাঠকগণ আপনারা জানেন এখন প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে এই এগিয়ে যাওয়ার কারণে ছবি দিয়ে এখন অনেক কিছু করা যাচ্ছে ভিডিও তৈরির পাশাপাশি আপনি একটি ছবিকে চাইলে খুব সহজেই সুন্দর বানিয়ে ফেলতে পারবেন। ছবির সাথে গান সেট করে আপনি একটি ভিডিও তৈরি করতে পারছেন খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে, আপনি চাইলে আপনার ছবি দিয়ে একটি গান বা ভিডিও তৈরি করে সেটা সোশ্যাল মিডিয়া প্রবেশ করতে পারেন।
ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চাইলে আপনার একটি স্মার্টফোন থাকতে হবে আপনার কিছু ছবি এবং আপনার পছন্দের গানটির মাধ্যমে আপনি একটা ছবিকে ভিডিও বানিয়ে ফেলতে পারেন। আমরা আমাদের এই আর্টিকেলে যেই কয়েকটি অ্যাপস এর নাম বলবো সেই অ্যাপস গুলোর মাধ্যমে আপনি ছবি থেকে ভিডিও বানাতে পারবেন খুব সহজেই।
ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করব
যখন ছবি দিয়ে একটি ভিডিও বানানোর কথা উঠে আসে তখন আমরা সবাই জানি ছবিগুলো স্লাইড শো এর মাধ্যমে একটি গান দিয়ে কিছু স্টিকার,দিয়ে কিছু ফিল্টার দিয়ে, টেক্সটের মাধ্যমে একটি ভিডিও তৈরি করা সম্ভব হয়ে ওঠে। তারপরে এটা একটি ফাইল হিসেবে আপনি আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারেন।
ছবি দিয়ে একটি সুন্দর ভিডিও বানিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবীদের জন্মদিন বা বিয়েতে তাদের ভিডিওটি দিয়ে খুশি করতে পারেন। ছবি দিয়ে সুন্দর ভিডিও বানিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোডের মাধ্যমে অনেক ভালোবাসা পেতে পারেন আপনাদের কোন সাইডে থেকে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই সফটওয়্যার গুলো ডাউনলোড করবেন এবং সেই সফটওয়্যার গুলো থেকে কিভাবে কাজ করবেন সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করতে চলেছি।
ছবি দিয়ে ভিডিও বানানোর জনপ্রিয় অ্যাপসগুলো আপনাদের সুবিধার জন্য তুলে ধরা হলো এই সফটওয়্যার গুলোর মাধ্যমে আপনি খুব সহজে ছবি দিয়ে অনেক কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানিয়ে ফেলতে পারেন।
.Filmr
. kinemaster
. VivaVideo
. FilmoraGo
. VideoShow
. Slideshow Maker
. Fotoplay – Video Maker &
Photo Slideshow
. Music Video Maker:
Slideshow
. capcut
. Inshot
আমাদের দেয়া লিস্টে প্রতিটা সফটওয়্যার রয়েছে আলাদা আলাদা ফিচার সম্মিলিত টুলস, প্রতিটা সফটওয়্যার এর মাধ্যমে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। কয়েকটি সফটওয়্যার এর এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই আলোচনাগুলো পুরোপুরি যেখানে বা পড়লে আপনি কিছু কাজ খুব সহজে করে ফেলতে পারবেন সফটওয়্যার এর।
ছবি/ফটো দিয়ে ভিডিও বানানোর জনপ্রিয় অ্যাপসগুলো
চলুন নিচে এক এক করে সকল photo video maker অ্যাপসগুলোর বিষয়ে ভালোভাবে জেনে নিই।
১. Filmr
সহজে video editing করার জন্য Filmr হলো একটি ভালো app.
এই এপস টি নতুন video creator দের থেকে শুরু করে যারা অভিজ্ঞ বা advance lavel এর creator তাদের জন্য এটি parfect.
খুবই সাধারণ একটি app এটি এবং এর ইন্টারফেস খুবই ভালো, কাজ করে অনেক শান্তি।
এর সাহায্যে আপনারা চাইলে ইচ্ছামত ছবি যোগ করে ভিডিও বানাতে পারবেন,মিউজিক এড করতে পারবেন।
এই এপসটি সকলের কাছে অনেক জনপ্রিয় প্লে স্টোরে এটি 4.4 রেটিং পেয়েছি।
২. Kinemaster
মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য Kinemaster এপস টি খুবই ভালো।
এটি সবার কাছে অনেক জনপ্রিয়। ভালো quality সম্পন্ন ভিডিও তৈরি করতে যা যা features এর দরকার তার সবগুলো এখানে রয়েছে।
এর সাহায্যে আপনারা চাইলে খুব সহজেই ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, ভিডিওতে বিভিন্ন ধরনের effect ব্যবহার করতে পারবেন।
তাছাড়াও kinemaster এপস টি দিয়ে ছবি দিয়ে ভিডিও বানানোর সময় ফটোতে In animation এবং Out animation এর মাধ্যমে খুব ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন।