বর্তমান সময়ে হাই স্কুল থেকে শুরু করে কলেজ প্রতিষ্ঠানগুলোতে বিতর্ক ক্লাব গড়ে উঠছে। বিভিন্ন ধরনের ক্লাব আপনারা দেখে থাকলেও এবং বিতর্ক প্রতিযোগিতায় কোনভাবে সরাসরি অংশগ্রহণ করে থাকলেও এটা আসলে কিভাবে শুরু করতে হয় তা অনেকের কাছে অজানা। আপনাদের সুবিধার্থে আমরা এখানে বিতর্ক প্রতিযোগিতা কিভাবে শুরু করতে হয় সে প্রসঙ্গে আলোচনা করছি যাতে করে আপনারা এই আলোচনার ভিত্তিতে কোন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও খুব সুন্দর ভাবে এটা শুরু করতে পারেন। বিতর্ক প্রতিযোগিতার মধ্যে আমরা কোন ধরনের রাগ না করে প্রত্যেকটা বিষয়ে যুক্তি প্রদানের মাধ্যমে স্থাপন করে নিজের বিষয়টা সঠিক বলে প্রমাণ করাটাই আসল কাজ।
শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক বিষয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। সুতরাং বিতর্ক প্রতিযোগিতা এমন একটা প্রতিযোগিতা যেটার মাধ্যমে আপনি সাম্প্রতিক বিষয়ে যেমন জ্ঞান অর্জন করতে পারবেন তেমনি ভাবে অনেক গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে পারবেন। দৈনন্দিন জীবনে পড়াশোনা করছে এমন শিক্ষার্থীর চাইতে যিনি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার প্রত্যেকটা বিষয়ে জানাশোনা অনেক বেশি।
কারণ বিতর্ক প্রতিযোগিতায় তাকে অংশগ্রহণ করতে হলে অবশ্যই সেই টপিককে পড়াশোনা করতে হবে এবং নিজের তাগিদে যখন এই পড়াশোনা করবে তখন নিজেকে প্রত্যেকটা বিষয়ে এগিয়ে রাখতে পারবেন। বর্তমান সমাজের অনেক মানুষের চিন্তা করার শক্তি থাকে না অথবা মোবাইল ফোনের যে সিস্টেমের মধ্যে তারা আবদ্ধ হয়ে গিয়েছে তাতে করে কোন একটা বিষয় নিয়ে ভাবতে গেলে মাথার মধ্যে প্যাচ লেগে যায়। কিন্তু আপনি যখন বিতর্ক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবেন অথবা এ ধরনের ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন তখন দেখবেন কত সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়ে উপস্থাপন করার ক্ষেত্রে যুক্তি দিতে হয়।
তাই যারা মোটামুটি ভাবে কথা বলতে পারেন অথবা কারো সঙ্গে কথা বলার ক্ষেত্রে কোন ধরনের দ্বিধাদ্বন্দ্বে না ভোগে স্পষ্ট ভাবে প্রত্যেকটা বিষয়ে উপস্থাপন করতে পারেন তাদের জন্য এই বিতর্ক প্রতিযোগিতা আরো সুন্দরভাবে কথা বলা শেখাবে। সেই সাথে যে বিষয়গুলো নিয়ে আপনার মনের ভেতরে কখনো নাড়া দেয়নি সেই বিষয়গুলো আপনারা তখন ভাবতে শুরু করবেন এবং প্রত্যেকটা বিষয়ে সূক্ষ্ম ধারণা অর্জন করার এক ধরনের প্রবণতা সৃষ্টি হবে।
তাই বিতর্ক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চাইলে অথবা এ ধরনের অনুষ্ঠান কিভাবে শুরু হয়ে থাকে তা যদি জানতে চান তাহলে আমাদের এখানে আলোচনা করা হচ্ছে। আপনার এখান থেকে বিতর্ক প্রতিযোগিতা তে অংশগ্রহণ করতে চাইলে কোন নিয়ম অনুসরণ করবেন তা আশা করি এই পোস্টের মাধ্যমে বুঝতে পারবেন। সাধারণত যখন বিতর্ক অনুষ্ঠান শুরু হয় তখন প্রত্যেককে সম্বোধন করার পাশাপাশি কোন টপিক থেকে কথা বলছেন এবং আপনাকে কোন পক্ষ দেওয়া হয়েছে সে বিষয়গুলো উল্লেখ করতে হবে।
বিতর্ক প্রতিযোগিতা শুরু করার নিয়ম
আপনি যখন বিতর্ক প্রতিযোগিতা শুরু করবেন তখন দেখবেন যে সেখানে উপস্থিত কোন ব্যক্তিবর্গ রয়েছেন। বিশেষ করে বিতর্কের নাম্বার প্রদান করবেন যেহেতু বিচারক মন্ডলী সেহেতু বিচারকমণ্ডলীকে সম্বোধন করবেন এবং সেখানে যদি আরো গণ্যমান্য ব্যক্তি থাকে তাহলে তাদের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাবেন। তাছাড়া আপনার নিজের পরিচয় দেওয়ার পাশাপাশি আপনি কোন টপিকে কথা বলবেন এবং সেই ক্ষেত্রে আপনাকে পক্ষ নাকি বিপক্ষ দল দেওয়া হয়েছে তা উল্লেখ করবেন।
বিতর্ক প্রতিযোগিতা উপস্থাপনা স্ক্রিপ্ট লেখার নিয়ম
বিতর্ক প্রতিযোগিতাই আপনারা প্রত্যেকটা বিষয়কে সুষ্ঠুভাবে উপস্থাপন করার জন্য নিজেদের চিন্তা ভাবনাকে স্বচ্ছ করার উদ্দেশ্যে আগে থেকে পড়াশোনা করে নিবেন। যেহেতু বিতর্ক প্রতিযোগিতায় দেখে দেখে বলার কোন অপশন নেই সেহেতু আগে থেকে আপনারা এই প্রতিযোগিতাই অংশগ্রহণ করতে চাইলে নির্দিষ্ট বিষয়ে পড়াশোনা করবেন।
আপনার যদি কোন পয়েন্ট উল্লেখ করতে ইচ্ছা হয় তাহলে সেটা ছোট আকারের নির্দিষ্ট একটা চিরকুটে তুলে নিতে পারেন। তাছাড়া আপনাদের বিরোধী যে দল রয়েছে সেই দল আসলে কি বলছে এবং তারা যে কথাগুলো বলছে তার প্রেক্ষিতে কোন ধরনের প্রতি উত্তর করা যায় কিনা তা চিন্তা করবেন। উত্তেজিত না হয়ে যুক্তিসম্মত ভাবে প্রত্যেকটা বিষয় উপস্থাপন করাটাই একজন সঠিক বিতর্কীকের কাজ। তাই বিতর্ক করলে আপনারা উপরের উল্লেখিত নিয়ম অনুযায়ী করুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করুন।