এক রিম কত দিস্তা

প্রিয় বন্ধুরা, এতদিন দূরত্ব ও উচ্চতা পরিমাপ নিয়ে আপনাদের সাথে অনেক কথা বলেছি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস পূর্বের প্রতিটি পোস্ট আপনাদের অনেক উপকারে এসেছে এবং বাস্তব জীবনে আপনারা কাজে লাগাতে পেরেছেন। দূরত্ব ও উচ্চতা পরিমাপ ছাড়াও আরো অনেক পরিমাপ নিয়ে কথা বলার ইচ্ছা আপনাদের আগেই জানিয়েছিলাম যাতে আপনারা সাড়া দিয়েছেন। অনেকে নানান বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ করেছেন এবং আমরা

তাদের অনুরোধ রাখার চেষ্টা করে চলেছি। আপনারা যে বিষয়গুলো জানতে চেয়েছেন সেগুলো নিয়ে আমরা বেশ কিছুদিন যাবত তথ্য সংগ্রহ করার চেষ্টা করে আসছি এবং খুব শীঘ্রই প্রতিটি বিষয় সম্বন্ধে বিস্তারিত কথা বলা হবে। সাম্প্রতিক সময়ে আপনারা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি জানার আগ্রহ প্রকাশ করেছেন তা হল রিম এবং দিস্তার সম্পর্ক। রিম ও দিস্তা সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের নতুন ভাবে জানানোর কিছু নেই কারণ এই দুটি শব্দের সাথে আপনারা অনেক আগে থেকেই পরিচিত।

এখনকার সময়ে আমরা বাজার থেকে রেডিমেড খাতা কিনে ফেলতে পারি কিন্তু একটা সময় ছিল যখন বাজার থেকে পৃষ্ঠা কিনে তারপর বাড়িতে খাতা তৈরি করতে হতো। এখনকার সময়ের ছেলে মেয়েরা সরাসরি দোকান থেকে খাতা কিনে ফেলে তাই তাদের খাতা তৈরি করার প্রয়োজন হয় না। আগের দিনে যখন পৃষ্টা কিনে খাতা তৈরি করতে হতো তখন রিম এবং দিস্তা এই শব্দগুলো বারবার আমাদের সামনে চলে আসতো। বাজার থেকে পৃষ্ঠা কেনার সময় রিম অথবা দিস্তা হিসেবে কিনতে হতো।

এখন যেহেতু এই প্রচলনটি প্রায় হারিয়ে যেতে বসেছে তাই রিম অথবা দিস্তা এই কথাগুলো শুনলেই আমরা বেশ কনফিউজড হয়ে পড়ি। কনফিউজড হয়ে পড়ার কোন কারণ নেই কেননা এ বিষয়ে যারা তেমন কিছু জানেন না তাদের জানানোর জন্যই আমরা এখন এই দুটি বিষয় নিয়ে কথা বলব। এ বিষয়ে যদি আপনাদের কেউ প্রশ্ন করে থাকে তবে কিভাবে এই প্রশ্নের উত্তর দিবেন এবং এই ধরনের কোন গাণিতিক সমস্যা সামনে আসলে কিভাবে সমাধান করবেন তা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করব।

রিম ও দিস্তা সম্পর্কিত অনেক গাণিতিক সমস্যা আমাদের সামনে আসতে পারে কারণ ষষ্ঠ অথবা সপ্তম শ্রেণীতে এই ধরনের অংক গুলো অনেক বেশি ছিলো। নতুন কারিকুলামে হয়তো এই ধরনের অংক গুলো খুব বেশি দেখা যায় না কিন্তু চাকরির পরীক্ষায় অথবা আইকিউ টেস্ট এর ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করা হতে পারে। এই ধরনের পরীক্ষা বাদেও যে কেউ আপনাকে মৌখিক পরীক্ষায় এমন প্রশ্ন করে ফেলতে পারে যে দিস্তা ও রিমের মধ্যে কি সম্পর্ক আছে তা বলো।

প্রশ্নের উত্তর যদি জানা থাকে তাহলে আপনি খুব সহজেই আত্মবিশ্বাসের সাথে ব্যাখ্যা করতে পারবেন অপরদিকে প্রশ্নের উত্তর না জানা থাকলে আপনাকে অপমানিত হতে হবে। এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা কখনো শুনিনি কিন্তু জানাটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু এখনকার দিনে আমাদের জানার অনেক উপায় রয়েছে তাই কোন তথ্য অজানা রাখা উচিত নয়।এক রিম সমান ২০ দিস্তা, কোথাও কোথাও 24 দিস্তা লেখাও দেখা যায়। যদি এই ধরনের কোন গাণিতিক সমস্যা আপনাদের সামনে আসে তাহলে সেখানে এই হিসেবটি দেওয়া থাকবে যেন আপনারা কোন ভুল করে না বসেন।

স্বাভাবিকভাবে বলতে গেলে ৫০০টি কাগজে এক রিম হয়, কোথাও কোথাও 480 টি কাগজেও হয়। আবার ২৪ টি কাগজে হয় এক দিস্তা, কখনো কখনো ২৫টি কাগজেও হয় সেটা নির্ভর করে বিভিন্ন জায়গার গণনার উপর। আমরা একদম সহজভাবে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি যেন আপনাদের কাছে কোন বিষয় অজানা না থাকে। এরপরও যদি আপনাদের মনে কোন কনফিউশন থাকে তাহলে বাজারে এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে দেখতে পারেন। আশা করি একদম সঠিক তথ্যটি আপনাদের হাতের মুঠোয় চলে আসবে।

Leave a Comment